সাধারণ ল্যাপটপের চেয়ে কর্পোরেট অফিসারের জন্য তৈরি করা ল্যাপটপগুলোতে পারফরম্যান্স আরো ভালো হয়ে থাকে। এখানে আরো অনেক চাহিদা যাতে ফিলাপ হয় সেই বিষয়টি লক্ষ্য করা হয়। অফিসের স্টাফ সদস্য যারা আছে তারা যেনো কোন সমস্যার সম্মুখীন না হয় তাদের সব ধরনের চাহিদা যেন পূরণ হয় সেভাবেই এসমস্ত ল্যাপটপ তৈরি করা হয়। আজ এরকমই একটি আসুসের ল্যাপটপ যার মডেল হচ্ছে এক্সপার্ট বুক বি সেভেন তার রিভিউ নিয়ে আলোচনা করা হবে।
যে পাঁচ কারণে আপনি এটি ক্রয় করবেন
- আপনি যেকোনো সময় এর ওপর নির্ভর করতে পারেন
- ডিসপ্লে এর ফাংশন খুবই ভালো
- অনেক ধরনের কানেক্টর ব্যবহার করা হয়েছে
- ব্যাটারি লাইফ প্রশংসনীয়
- সব ধরনের চাপ সহ্য করতে পারে
তবে আপনি যদি গেম খেলার জন্য এই ল্যাপটপ নিতে চান তাহলে না নেওয়া ভাল হবে। তবে এর দাম অনেক চওড়া হওয়ার কারণে অনেকেই এটি পছন্দ না করতে পারে। এই ডিভাইসে ইউএসবি ৩.২ ফিচার ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ডাটা ট্রান্সফার স্পিড ১০ জিবিএস পর্যন্ত হতে পারবে। পাশাপাশি স্মার্টফোনের মত ভলিউম কন্ট্রোল বাটন পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিনি ডিসপ্লে পোর্ট স্মার্ট কার্ড রিডার ন্যানো সিম অপশন এ সমস্ত বিষয় পেয়ে যাবেন।
কানেক্টর বোর্ড হিসেবে ডিসপ্লে পোর্ট, পাওয়ার ডেলিভারি পোর্ট, HDMI ২.০ পোর্ট, অডিও জ্যাক পোর্ট, এলইডি পোর্ট, মাইক্রো HDMI পোর্ট, ল্যান্ড পোর্ট ,ম্যাক এড্রেস পোর্ট যুক্ত থাকবে।
আসুসের এই ডিভাইসের কুলিং সিস্টেম অনেক ভালো পারফর্ম করে। এর ফলে ভেতরের প্রসেসর সহ সবধরনের যন্ত্রাংশ দীর্ঘ সময় ধরে ব্যবহার করার পরেও ঠান্ডা থাকবে।
ইন্টেলের টাইগার লেকের 11 জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি কোর আই সেভেন এর প্রসেসর। 32 জিবি র্যামের ব্যবহার করা হয়েছে যা ddr4 ভার্সনের। এই ল্যাপটপে র্যামের এর জন্য দুইটি স্লট রাখা হয়েছে।
এক টেরাবাইট SSD অপশন যুক্ত করা হয়েছে। এর ডিসপ্লের সাইজ ১৪ ইঞ্চি। ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট করে। ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ 5.2 ভার্সন ব্যবহার করা হয়েছে। ব্যাটারি লাইফ অনেক ভালো বিদায় খুব কম সময়ে দ্রুত চার্জ হয়ে যেতে সক্ষম এবং বিদ্যুৎ বাদে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবে। আপনি এই ল্যাপটপ কিনতে চাইলে তার দাম হবে এক লক্ষ ৩২ হাজার টাকার কাছাকাছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।