Asus Zenbook 17: বৈচিত্রময় সুন্দর ডিজাইনে মুগ্ধ হবেন আপনিও

Asus Zenbook 17

Asus Zenbook 17 অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় রিলিজ পেয়েছে। নভেম্বরের দিকে ভারতের মার্কেটেও এটি এভিলেবল হয়েছে। ফোল্ডেবল ফিচারসহ ১৭.৩ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এ ল্যাপটপে।

Asus Zenbook 17

আসুসের এ ডিভাইসে ওএলইডি প্যানেলের টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০ গুণ ১৯২০ পিক্সেল। স্ক্রিন টু বডির রেশিও হচ্ছে ৮৭ শতাংশ। ৬০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১০ বিট কালার সিস্টেম, ৫০০ নিট ব্রাইটনেস অপশন, ডলবি ভিশন, এইচডিআর ইত্যাদি ফিচারের সাপোর্ট এই ডিভাইসের সাথে আপনি পেয়ে যাবেন।

ল্যাপটপের ওজন এক দশমিক আট কেজি। ১২ তম জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। Intel Core i7-1250U এর মত শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে। ইন্টেলের নিজস্ব গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। ১ টেরাবাইট NVME SSD ইন্সটল করা থাকবে।

গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে NVME SSD একটি। লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার অপশন রয়েছে। শুর থেকেই ১৬ জিবি র‍্যাম ইন্সটল করা থাকবে। আপনি ইচ্ছা করলে পরবর্তী সময়ে আরও র‍্যাম যোগ করতে পারে। ল্যাপটপের বর্তমান দাম ১৫৭০ ডলার বা ১ লাখ ৩০ হাজার রুপি।

হালকা গেমিং করার জন্য ল্যাপটপটি ভালোই হবে। ওয়ারলেস ক্রস ডিভাইস স্ক্রিন শেয়ারিং এর ফিচার দেওয়া হয়েছে আসুস এর এ ডিভাইসে। একবার ফুল চার্জ দিলে আপনি ১ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন। ডেক্সটপ মোডে একটানা ছয় ঘন্টা ল্যাপটপটি ব্যবহার করা যাবে।

যেসব বাড়তি ফিচার দেওয়া হয়েছে

  • ফাইভ মেগাপিক্সেলের এইচডি ওয়েব ক্যামেরা
  • এইচডি ইনফ্রারেড ক্যামেরা
  • কোয়াড স্পিকার
  • ডলবি এটমোস সাপোর্ট
  • ওয়াইফাই ৬ই
  • ব্লুটুথ ফাইভ সার্পোট
  • ৩.৫ মিলিমিটার Combo Audio

ফোল্ডেবল ল্যাপটপ হওয়ায় আসুসের এ ডিভাইসটি ভারতে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে। এই ল্যাপটপের বৈচিত্রময় সুন্দর ডিজাইনে অনেকেই মুগ্ধ হয়েছে। তবে এটি মাঝারি বাজেটের না হওয়ায় অনেক আগ্রহী ক্রেতারা ইচ্ছা করলেও তা ক্রয় করতে পারবেনা।