Asus Zone Phone 8 VS Vivo S10 Pro কোনটি সেরা স্মার্টফোন

Asus Zone Phone 8 VS Vivo S10 Pro

Asus Zone Phone 8 VS Vivo S10 Pro

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আসুস এবং ভিভো ফোন ব্রান্ডগুলো তাদের গুনসম্পন্ন ফোন তৈরি অব্যাহত রেখেছে। ফোনগুলোর দিনদিন চাহিদা বেড়েই চলেছে। আজকে আমরা আলোচনা করব সেই ফোন দুটি থেকে Asus Zone Phone 8 VS Vivo S10 Pro নিয়ে। ফোন দুটির মাঝে মূল্যের খুব বেশি তারতম্য রয়েছে তবে ফিচারে ভিন্যতা লক্ষ্য করা গেছে। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। একেক ফোনটিতে একেক রকম সুবিধা বেশি পাওয়া যাবে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।

আসুস জেনফোন ৮ : এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৫.৯ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটিতে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪৪৬। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।

ভিভো এস ১০ প্রো: উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৪৪ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪০৯। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর রিফ্রেশ রেট। এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।

আসুস জেনফোন ৮ঃ এই মোবাইলটির আয়তন হবে ১৪৮X৬৮.৫X৯ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১৬৯ গ্রাম। ভিভো এস ১০ প্রোঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৫৮.২X৭৩.৭X৭.৩ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৭৩ গ্রাম। এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।

আসুস জেনফোন ৮ : উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬/৮/১৬ জিবি র‍্যাম ও ৬৪/১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ৩০ ওয়াট এর ফাস্ট চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২ সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।

ভিভো এস ১০ প্রোঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে মালি- জি৭৭ এম সি ৯। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,০৫০ এম এ এইচ এর ব্যাটারি, ৪৪ ওয়াটের ফাস্ট চার্জ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।

আসুস জেনফোন ৮ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ও অপরটি হবে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/২৪০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।

ভিভো এস ১০ প্রোঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ১০৮ মেগাপিক্সলের ওয়াইড, মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে কোয়াড এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে দুইটি তার একটি হবে ৪৪ মেগাপিক্সেলের ও অপরটি হবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।

আসুস জেনফোন ৮ : এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪,৩৬৩ টাকা। শাওমি এম আই ১১ এক্স প্রো: এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫,৬১৬ টাকা।

এখানে ফোন দুটির মাঝে মূল্যের অনেকটা তারতম্য লক্ষ্য করা গেছে তবে ফিচারের ও ভিন্যতা বেশ রয়েছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। দুটি ফোনই দেওয়া হয়েছে দুর্দান্ত তবে আমার কাছে ভিভো এস ১০ প্রো ৫জি মোবাইলটি বেশি ভাল লেগেছে।