বিনোদন ডেস্ক: প্রতিদিনই নতুন রেকর্ড সানি দেওল-আমিশা প্যাটেলের ‘গদর-২’-এর ঝুলিতে। ২২ বছর পরেও একফোঁটা ফিকে হয়নি তারা সিং আর সাকিনার প্রেমকথার ম্যাজিক তা প্রমাণ করে দিয়েছে গোটা ভারত।
গদর ২ দেখতে হলে উপচে পড়ছে ভিড়। প্রথম দিন যে পরিমাণ দর্শক টানা অনেক তারকার কাছে স্বপ্ন, নবম দিনেও তার চেয়ে দ্বিগুণ দর্শ হল ভরালেন গদর-২ দেখতে। প্রথম সপ্তাহেই ২৮৪ কোটি টাকার ব্যবসা করেছিল গদর-২। দ্বিতীয় সপ্তাহেও সেই বিজয়রথ অব্যাহত।
গত ১১ আগস্ট মুক্তি পাওয়া ‘গদর ২’ দ্বিতীয় শনিবারে প্রায় ৩২ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানাচ্ছে sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট। শুক্রবারের চেয়ে একলাফে আয় বেড়েছে ১২ কোটি। রবিবার ‘গদর ২’-এর টিকিট বিক্রি আরও বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
শুক্রবারই ৩০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছিল এই ছবি। আর বর্তমানে ‘গদর ২’-এর আয় দাঁড়িয়েছে ৩৩৬ কোটি টাকা। সানি-আমিশারর কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার এই ছবি। বর্তমানে ২০২২ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গদর ২’। প্রথমস্থানে শাহরুখের ‘পাঠান’।
বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পার করা ‘পাঠান’কে ছোঁয়া মুশকিল হলেও বক্স অফিসে হইচই ফেলে দিয়েছেন সানি। তবে দেশের বক্স অফিসে শাহরুখকে হারিয়ে দিতে পারেন তার ‘ডর’ কো-স্টার, বলে মত ট্রেড অ্যানালিস্টদের একাংশের।
পাঠান’-এর দেশীয় বাজারে আয় ছিল ৫৪৩ কোটি টাকা। সুতরাং আর ২০০ কোটি টাকা আয় করলেই শাহরুখকে ছুঁয়ে ফেলবেন সানি। ২০০১ সালে যখন গদর মুক্তি পায়, তখন বক্স অফিসের পুরোনো সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল পরিচালক অনিল শর্মার এই ছবি। এবারও সেই একই নজির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।