নতুন একটি পোশাক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে খবরটি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ব্র্যান্ডের পরিচালক এএইচএম আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় হাবিব ওয়াহিদ বলেন, ‘আমাকে যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রস্তাব দেওয়া হয়, তখনই আমার মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। তারা ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমি নিজেও দৈনন্দিন জীবনে পছন্দ করি। আশা করি, আমার ভক্তরাও এই অংশীদারিত্ব উপভোগ করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


