জুমবাংলা ডেস্ক : কথায় বলে, একটি ছবির মাঝে লুকিয়ে থাকে হাজারো শব্দ। আবার কিছু ছবি দেখতে এমন হয় যে তার একাধিক অর্থ থাকে। অর্থাৎ, প্রথমে যা দেখলেন, পরে তা অন্য কিছু হয়ে গেল এমনটা মনে হয়। মূলত দৃষ্টিভ্রমের কারণে এমনটা হয়।
এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলে। অনেকে এমন ছবিকে খেলা হিসেবে ধরে। তবে এটি যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ফলাফল, এমনটা ভাবার কোনও কারণ নেই।
অপটিক্যাল ইলিউশন ছবির মাধ্যমে ব্যক্তির মনোভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, বুদ্ধি পরীক্ষা করা যায়। এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে মোট দুটি বিষয় দেখা যাচ্ছে।
প্রথমত, ছবিতে এক জোড়া কুমিরের সিল্যুয়েট দেখা যাচ্ছে। দুই দিক থেকে কুমির দুটি তাদের চোয়াল হাঁ করে রেখেছে। বেশ বড়, ধারাল দাঁত দেখা যাচ্ছে তাদের। মুখোমুখি অবস্থানে রয়েছে তারা।
এবার, কুমির দুইটির মাঝের অংশে ভাল করে দেখুন। তাহলেই দেখতে পাবেন, সিল্যুটের ফাঁক দিয়ে একটি উড়ন্ত ঈগলও দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন দুই দিকে ডানা মেলে রয়েছে ঈগলটি। আপনি প্রথমে কী দেখেছেন কুমিরের মাথা না ঈগল? সেই অনুযায়ী জানা যাবে কেমন মানুষ আপনি-
যদি আগে কুমির দেখেন : যারা উপরের ছবিতে প্রথমেই দুইটি কুমির দেখেছেন, তারা সম্পর্কের ব্যাপারে খুব সিরিয়াস। দীর্ঘ ও স্থায়ী সম্পর্কের খোঁজে থাকেন এই ব্যক্তিরা। তাড়াহুড়ো করে কোনো সম্পর্কে জড়ানোতেই বিশ্বাসী নন তারা।
যদি আগে ঈগল দেখেন : যেসব ব্যক্তিরা আগে ঈগল দেখেন তারা নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী। গর্বের সঙ্গে বাঁচেন। আশেপাশের সকলকে নিজের অধীনে দমিয়ে রাখতে পছন্দ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।