বিনোদন ডেস্ক : দেশে মুক্তি না পেলেও আগামী ১০ মার্চ বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ ক’টি প্রেক্ষাগৃহি এটি মুক্তি পাচ্ছে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে এটি প্রদর্শিত হবে সেখানে।
সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। যা প্রকাশের পরপরই দারুণ সাড়া ফেলে দর্শকদের মাঝে। ফারুকী এবার অপেক্ষায় আছেন দর্শকদের অনুভূতির জানার। ‘শনিবার বিকেল’ দেখার পর দর্শকদের ভাবনা-চিন্তা আর তাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় দিন গুনছেন এই নির্মাতা।
ফারুকীর ভাষ্য, ‘জানি না আমেরিকা-কানাডার কতগুলো শহরে আমরা ফিজিক্যালি যেতে পারব। তবে আমি অস্থির হয়ে আছি কবে মার্চের ১০ তারিখ আসবে আর আমরা হল থেকে বেরিয়ে আসা দর্শকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবো! বেশ কিছু শহরে তো যাবোই। ফিল্মমেকার হিসাবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহুর্ত সেটা যখন আমি হল থেকে বের হয়ে আসা দর্শকের অনুভূতি জানতে পারি। “শনিবার বিকেল” আমার জন্য বিশেষ একটা ছবি। আমি বিশ্বাস করি, এটা দর্শকের জন্যও বিশেষ একটা ছবি হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এটাও বিশ্বাস করি, ছবি দেখা শেষে কথা বলবার মতো অনেক বিষয় আমাদের সামনে আসবে। অনেক অনুভূতি শেয়ার করার মত হবে। আমরা অনেক বিষয়ে একমত হয়তো হবো না, আবার অনেক বিষয়ে একমত হবো। এসব মিলিয়েই আমাদের একটা যৌথ ভ্রমন হবে এই ছবির সুত্রে।’
সবশেষ দেশের সেন্সর বোর্ডের সদস্যদের উদ্দেশ্যে ফারুকী বলেন, ‘বাংলাদেশ সেন্সর বোর্ড, তুমি শুনতে পাচ্ছো কি? মার্চ মাসেই কি আমরা পারি না দেশের মধ্যেও ছবিটা রিলিজ করতে?’
উল্লেখ্য, ২০১৮ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন ‘শনিবার বিকেল’। এটি নির্মিত হয়েছে রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলা ঘটনার ছায়া অবলম্বনে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।