বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : টাটা মোটরস (Tata Motors) ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের নেতৃত্ব বজায় রাখার প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে তারা একাধিক মডেল লঞ্চ করেছে। আবার একগুচ্ছ নতুন গাড়ি বাজারে আনার প্রস্তুতিও চালাচ্ছে সংস্থাটি। সম্প্রতি তারা চারটি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে – Nexon EV, Punch EV, Harrier EV ও Curvv EV। এছাড়াও, তিনটি জনপ্রিয় এসইউভি (SUV) – Nexon, Harrier ও Safari আপগ্রেড পেতে চলেছে।
প্রতিটি মডেলই ২০২৪-এর প্রথমার্ধের মধ্যেই মুক্তি পাবে বলে অনুমান। এদিকে Tata Nexon ও Nexon EV ফেসলিফ্ট সেপ্টেম্বরেই বাজারে আসছে। যেখানে আপডেটেড Harrier ও Safari-র আগমন ঘটবে পুজোর সময়ে। আবার Harrier EV ও Punch EV এ বছর শেষ হওয়ার আগেই লঞ্চ হওয়ার সম্ভাবনা। তাছাড়া ২০২৪-এর প্রথম ত্রৈমাসিকেই আসতে চলেছে বহু প্রতীক্ষিত Curvv কনসেপ্টের প্রোডাকশন ভার্সন। চলুন টাটার আপকামিং এসইউভিগুলির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Tata Motors এর 7 আপকামিং SUV
আপডেটেড Tata Nexon / Nexon EV
নতুন Tata Nexon ও Nexon EV-এর ডিজাইনের সেভাবে কোন তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেওয়া হবে বলে মনে হয় না। যদিও Curvv কনসেপ্ট থেকে কিছু ডিজাইন এলিমেন্ট নেওয়া হতে পারে। নতুন মডেলের ইন্টেরিয়রে যুক্ত হতে পারে ইলুমিনেটেড লোগো সহ টু-স্পোক মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, পার্পেল সিট আপহোলস্টেরি, ৭ ইঞ্চি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এসি কন্ট্রোল প্যানেল এবং নতুন গিয়ার লিভার।
এছাড়া বৈশিষ্ট্যের তালিকায় দেখা মিলতে পারে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস প্রযুক্তি, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সহ একটি ১০.২৫ ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমেয। Nexon এর ICE ভার্সন আপডেট হিসেবে নতুন ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন পেতে চলেছে। যাতে ৭-স্পিড ডিসিটি গিয়ারবক্স অফার করবে। Nexon EV-র পাওয়ারট্রেনে অবশ্য কোন পরিবর্তন থাকছে না।
আপডেটেড Tata Harrier / Safari
উৎসবের মরসুমে জমজমাট করতে অক্টোবরের মধ্যে আগমন ঘটতে পারে Tata Harrier ও Safari SUV-র। দুই গাড়ির কেবিনে উন্নত গ্রাফিক্স সহ নতুন ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, আপডেটেড ইন্টারফেস, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, কানেক্টেড কার টেকনোলজি ইত্যাদি থাকবে। সঙ্গে ৭-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফক্স উড ড্যাশবোর্ড এবং নতুন আপহোলস্টেরির দেখা মিলতে পারে। এই এসইউভি মডেল দুটিতেও দেওয়া হতে পারে অ্যাডাস প্রযুক্তি। নতুন ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকার সম্ভাবনা।
Tata Punch EV
টপ-সেলিং এসইউভি Punch এবার ইলেকট্রিক ভার্সনে আনতে চলেছে টাটা। ২০২৩-এর শেষের দিকে বাজারে পা রাখবে এটি। মাইক্রো এসইউভিটির ইলেকট্রিক ভার্সনে থাকছে টাটার জিপট্রন পাওয়ারট্রেন, লিকুইড কুল্ড ব্যাটারি এবং পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর। যদিও ব্যাটারি এবং মোটরের স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। গাড়িটি দুটি ব্যাটারির অপশনে আসতে পারে, একটি ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং অপরটি ২৪ কিলোওয়াট আওয়ার। ফিচার হিসেবে থাকছে টাটার লোগো সমেত টু-স্পোক স্টিয়ারিং হুইল এবং একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা।
Tata Harrier EV
এ বছর অটো এক্সপো-তে প্রথমবার উন্মোচিত হয়েছিল Tata Harrier EV। প্রোডাকশন ভার্সনে কনসেপ্ট মডেলের সাথে মিল থাকবে বলে মনে করা হচ্ছে। ইলেকট্রিক এসইউভিটি সংস্থার দ্বিতীয় প্রজন্মের সিগমা (Signa) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। ডিজাইনের মধ্যে থাকছে ব্ল্যাঙ্কড-অফ ফ্রন্ট গ্রিল, নতুন এলইডি লাইটবার সহ স্প্লিট হেডল্যাম্প, নতুন বাম্পার, অ্যাংগুলার ক্রিসেস, ইভি ব্যাজ, এলইডি লাইটবার সহ নতুন টেলল্যাম্প। এতেও অ্যাডাস টেকনোলজি দেওয়া হতে পারে।
Tata Curvv EV
২০২৪-এর প্রথমার্ধে বাজারে লঞ্চ হবে Tata Curvv EV। এই এসইউভি মডেলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। টাটার তরফে নিশ্চিত করা হয়েছে গাড়িটির রেঞ্জ ৪০০ থেকে ৫০০ কিলোমিটারের মধ্যে থাকবে। নতুন প্রজন্মের ইলেকট্রিক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসতে চলা গাড়িটিতে ফিচার হিসেবে থাকছে ডুয়েল ফ্রি স্ট্যান্ডিং ডিজিটাল স্ক্রিন। যার মধ্যে একটি ইনফোটেনমেন্ট সিস্টেম এবং অপরটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহৃত হবে। এছাড়া থাকছে অটো পার্ক অ্যাসিস্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডুয়েল জন ক্লাইমেট কন্ট্রোল এবং প্যানোরামিক সানরুফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।