স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দলের মধ্যে একটি ম্যাচ হয়ে থাকে। সেটিকে বলা হয় উয়েফা সুপার কাপ। এবারের ইউরোপিয়ান ক্লাব মৌসুম শুরুর আগে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ইতালির আটালান্টা একে অপরের মুখোমুখি হচ্ছে।
ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। এ ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপের।
এবারের মৌসুমের জন্য রিয়াল মাত্র দু’জন খেলোয়াড় দলে ভিড়িয়েছে। এমবাপে ছাড়া আরেকজন ব্রাজিলের উঠতি তারকা এনদ্রিক। তবে ১৮ বছর বয়সী এমবাপের অভিষেক নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। কিন্তু এমবাপের অভিষেক নিয়ে গোটা দুনিয়ার কৌতূহল আছে। সবকিছু ঠিক থাকলে রিয়ালের জার্সিতে আজ রাতেই এমবাপের অভিষেক হতে পারে।
সুপার কাপের ফাইনাল ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতে পারেন ফ্রান্স অধিনায়ক। এ ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে এনদ্রিকেরও। রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি দু’জনকেই রেখেছেন সুপার কাপের ম্যাচের স্কোয়াডে। আটালান্টার বিপক্ষে পুরো স্কোয়াডকেই পাচ্ছেন রিয়াল কোচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।