আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স-এর বরাত দিয়ে পিপল ডট কম জানিয়েছে, ছোট্ট আদুরে ঘোড়া পুমুকেল আগামী বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়ার রেকর্ড গড়তে চায়।
‘বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়া’- আগামী বছর এই তকমা পেতে পারে পুমুকেল নামক জার্মানির এক টাট্টু ঘোড়া। তিন বছর বয়সী এই ঘোড়াটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। বার্তা সংস্থা রয়টার্স-এর বরাত দিয়ে পিপল ডট কম জানিয়েছে, ছোট্ট আদুরে ঘোড়া পুমুকেল আগামী বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়ার রেকর্ড গড়তে চায়।
মালিক ক্যারোলা ভিডামান ঘোড়াটিকে চলতি বছরেই প্রতিযোগিতায় নামাতে চেয়েছিলেন। কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে তাকে জানানো হয়, এ বছরে রেকর্ডের দৌড়ে নামার জন্য এখনও বয়স হয়নি পুমুকেলের। কারণ তাদের নিয়ম অনুযায়ী, এই রেকর্ডটি করার জন্য কোনো জীবজন্তুর বয়স অন্তত চার বছর হতে হবে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়ার তকমাটি আছে বম্বেল নামক এক ঘোড়ার যার উচ্চতা ২২ ইঞ্চি। বম্বেলের বামনত্ব রয়েছে।
সুতরাং আগামী বছর নাগাদ পুমুকেল যদি আর দুই ইঞ্চি না বাড়ে তকমাটি তার হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারোলা রয়টার্সকে জানান, ‘সুতরাং আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আমি আশা করব আমার ছোট্ট পুমুকেল যেন বা বাড়ে।’
ঘোড়াটির ছোট থেকে যাওয়ার কারণ বর্ণনা করে তিনি বলেন, ‘সহজাতভাবেই সে এমন ছোট রয়ে গেছে।’ “পুমুকেল এক কথায় একটা ‘ডার্লিং’। তাকে সবসময় আদর করতে মন চায়। তাকে ভালো না বেসে থাকা যায় না। সে ভালো বন্ধুও বটে,” যোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।