বিনোদন ডেস্ক : পাকিস্তান দিবস (২৩ মার্চ) উপলক্ষে দেশটির সামরিক গণমাধ্যম ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) একটি নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করেছে। ‘মেরে মাহবুব পাকিস্তান, মেরি জান পাকিস্তান’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আতিফ আসলাম।
আইএসপিআর জানিয়েছে, গানটির উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য, দৃঢ়তা এবং অগ্রগতির প্রতি একটি অভিন্ন প্রতিশ্রুতিকে উদযাপন করা। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
গানের কথা লিখেছেন পাকিস্তানের খ্যাতনামা কবি ও গীতিকার ইমরান রাজা। গানটির কথায় ফুটে উঠেছে ‘এক দিল, এক জান, এক পাকিস্তান’ (এক হৃদয়, এক প্রাণ, এক পাকিস্তান)- স্লোগানের শক্তিশালী বার্তা।
আইএসপিআর জানায়, এই গান দেশপ্রেমের চেতনার প্রতিফলন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের আদর্শকে তুলে ধরে। এটি শুধু সংগীতের মাধ্যমে একটি শ্রদ্ধা জানানো নয়; বরং দেশের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীকীকেও তুলে ধরে।
গানটি প্রকাশের পর পাকিস্তানের জনগণ বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। গানটিতে আবেগঘন উপস্থাপনা ও শক্তিশালী কণ্ঠের জন্য আতিফ আসলামের প্রশংসা করেছেন তারা।
পাকিস্তান দিবস প্রতিবছর ২৩ মার্চ পালিত হয়, যা ১৯৪০ সালের লাহোর প্রস্তাবকে স্মরণ করে করা হয়। শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক উত্থাপিত লাহোর প্রস্তাব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
পাকিস্তান দিবস উপলক্ষে সংগীত প্রকাশ দেশটির জাতীয় উদযাপনের অংশ। সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশব্যাপী সরকারি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব সংগীত প্রচার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।