বিনোদন ডেস্ক : স্বামীর সঙ্গে ইতালি বেড়াতে গিয়ে ১০ লাখ রুপির (১৪ লাখ টাকার বেশি) জিনিসপত্র চুরি হয় ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির। পাসপোর্টসহ মানিব্যাগও চুরি হয় দিব্যাঙ্কা-বিবেক দম্পতির। এতে দেশটিতে আটকে পড়েন তারা। অবশেষে ইতালি থেকে ভারতে ফিরলেন এই তারকা দম্পতি।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) একটি ফ্লাইটে মুম্বাই এয়ারপোর্টে নামেন দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। ভারতের মাটিতে পা রেখে স্বস্তির নিশ্বাস ফেলেন তারা।
মুম্বাই এয়ারপোর্টে নামার পর দিব্যাঙ্ক ও বিবেক সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দেন। অনুভূতি ব্যক্ত করে দিব্যাঙ্ক ত্রিপাঠি বলেন, ‘ঘরে ফেরার জন্য মনটা ছটফট করছিল, অপেক্ষায় ছিলাম কখন ফিরব। ফিরে অন্যরকম প্রশান্তি অনুভব করছি।’
কীভাবে দেশে ফিরলেন দিব্যাঙ্ক-বিবেক? এ প্রশ্নের উত্তরে দিব্যাঙ্ক বলেন, ‘এটা দীর্ঘ কাহিনি। পরে এ বিষয়ে বিস্তারিত বলব। তবে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাই, তারা অনেক সহযোগিতা করেছে।’
ইতালির ফ্লোরেন্স শহর থেকে চুরি হয় দিব্যাঙ্কা-বিবেক দম্পতির জিনিসপত্র। ইতালি থেকে টাইমস অব ইন্ডিয়াকে বিবেক দাহিয়া বলেছিলেন, ‘আমরা গতকাল (১০ জুলাই) ফ্লোরেন্সে পৌঁছাই। এখানে একদিন থাকার পরিকল্পনা করেছিলাম। এখানে থাকার জন্য হোটেল দেখতে গিয়েছিলাম। বাইরে পার্ক করা গাড়িতে আমাদের সমস্ত জিনিসপত্র ছিল। এরপর জিনিসপত্র নিতে এসে অবাক হই। কারণ গাড়িটি ভাঙা ছিল। আমাদের পাসপোর্ট, মানিব্যাগ, টাকাসহ সমস্ত মূল্যবান জিনিসপত্র উধাও। সৌভাগ্যবশত, আমাদের কিছু পুরোনো জামাকাপড় এবং খাবার রেখে গিয়েছে।’
এ ঘটনার পর অসহায় হয়ে পড়েন তারকা দম্পতি। দ্রুত তারা স্থানীয় পুলিশের সহযোগিতা চান। কিন্তু পুলিশ তাদের তেমন কোনো সহযোগিতা করেনি। কারণ ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সুতরাং পুলিশ কোনো সহযোগিতা করতে পারেনি। পরে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেন তারা। পাসপোর্ট চুরি হওয়ার কারণে ভারতীয় দূতাবাস (ইতালি) তাদের ইমার্জেন্সি সার্টিফিকেট প্রদান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।