আটলান্টিক মহাসাগরে দীর্ঘক্ষণ ধাওয়া করার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে। মার্কিন ইউরোপীয় কমান্ডের সোশ্যাল মিডিয়া পোস্টের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানিয়েছে, এই চাঞ্চল্যকর অভিযানে সরাসরি অংশ নিয়েছে মার্কিন কোস্ট গার্ড এবং সামরিক বাহিনী।

‘বেলা ১’ নামে পরিচিত এই ট্যাঙ্কারটিকে ২০২৪ সালে অবৈধভাবে তেল পরিবহনের দায়ে ছায়া নৌবহরের তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছিল। গত মাসে ভেনেজুয়েলা সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কোস্ট গার্ড জাহাজটিকে আটক করার চেষ্টা করলেও তা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর মার্কিন পি-৮ নজরদারি বিমান ইংল্যান্ডের সাফোক থেকে উড্ডয়ন করে উত্তর আটলান্টিক পর্যন্ত ট্যাঙ্কারটির গতিপথ কয়েকদিন ধরে নজরদারিতে রাখে।
ধাওয়ার একপর্যায়ে জাহাজটির ক্রুরা গায়ে রাশিয়ার পতাকা এঁকে দেয়। পরে রাশিয়া জাহাজটিকে ‘মারিনেরা’ নামে সরকারি রেজিস্টারে নতুনভাবে তালিকাভুক্ত করে। যদিও রাশিয়া মার্কিন বাহিনীকে জাহাজের পিছু নেওয়া বন্ধ করার জন্য কূটনৈতিক বার্তা পাঠায়, তবু ট্রাম্প প্রশাসন জাহাজটিকে রাষ্ট্রহীন হিসেবে গণ্য করে অভিযান চালায়।
অভিযান সফল করতে যুক্তরাজ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারির শুরু থেকেই ফেয়ারফোর্ড এবং লেকেনহিথ বিমানঘাঁটিতে অন্তত ১২টি সি-১৭ বিমান, কিছু ভি-২২ অস্প্রে এবং এসি-১৩০ গানশিপ মোতায়েন করা হয়।
গত শনিবার কারাকাস থেকে নিকোলাস মাদুরোকে মার্কিন অভিযানে আটক করার পর এই অভিযান ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন ভেনেজুয়েলা সরকারের ওপর প্রভাব বজায় রাখতে এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে এই ধরনের অবরোধ অভিযান চালানো হবে।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


