এটিএমের ভিতরে ২৪ ঘন্টায় এসি অন থাকে কেন

এটিএম এ এসি

লাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনের পাশাপাশি এটিএম অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থের প্রয়োজন হলে যখন খুশি আপনি এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারেন। তবে আপনি এটিএম এ নিশ্চয়ই এসির উপস্থিতি লক্ষ্য করেছেন। কিন্তু এটিএম ঘরে এসি রাখার কারণ কী জানেন? আসলে কোম্পানির তরফ থেকে যখনই কিছু করা হয় তার পেছনে নির্দিষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কোনো না কোনো কারণ থাকে। এবার জেনে নেওয়া যাক…

এটিএম এ এসি

আপনি যখনই এটিএমে টাকা তুলতে চান নিশ্চয়ই দেখেছেন সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি হয়। আর সেই ঘরে শীতলতা বজায় রাখার জন্যই ওই এয়ারকন্ডিশনার (air conditioner) লাগানো থাকে। যেকোনো ইলেকট্রিক ডিভাইস সর্বক্ষণ কাজ করলে, তা গরম হতে পারে এবং এর থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়।

এটিএম মেশিন একটি ইলেকট্রনিক ডিভাইসের মতো ২৪ ঘন্টায় কাজ করে এবং বছরে ৩৬৫ দিন চালু থাকে। ফলে এই মেশিনগুলো ব্যাপক পরিমাণে তাপ সৃষ্টি করে এবং এই উষ্ণতার কারণে এটিএম মেশিন পর্যন্ত পুড়ে যেতে পারে। তাই এই দুর্ঘটনা এড়ানোর জন্যই এসি লাগানো হয়।

আগুন লাগার মত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণেই প্রতিটি এটিএমে এয়ারকন্ডিশনার স্থাপন করা হয়ে থাকে। যদিও এখন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো অনেক উন্নত। যার ফলে এখন এটিএম মেশিন গুলো এয়ারকন্ডিশনার মেশিন ছাড়াই ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের উচ্চ তাপমাত্রাতেও সহজে কাজ করতে পারে।

অভিনেত্রীর কোটি টাকার আংটি চুরি

তবুও এটিএম মেশিনটি দিনের ২৪ ঘন্টাই অন থাকে। এদিকে মেশিন গরম হলে ঠিকঠাক পরিষেবা পাওয়া যায় না। এই কারণে সেটিকে ঠাণ্ডা রাখার জন্য এসি চালানো হয়। আপনার স্মার্টফোনটি সারাদিন ব্যবহার করলে অনেক সময় গরম হয়ে যায়। যেহেতু সেটির ব্যবহার সারাদিন করা হয় তাই তাকে ঠান্ডা রাখা ভীষণ জরুরী।