নেট দুনিয়ায় ঝড় তুললো ‘এটিএম ভাবি’ ওয়েব সিরিজ

‘এটিএম ভাবি’

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন।

‘এটিএম ভাবি’

বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়।

Atm Bhabhi Part 4 I VOOVI Originals I Official Teaser

প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এক একটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা হয়। কিছুদিন আগে ভুভি অ্যাপে একটি ওয়েব সিরিজ লঞ্চ করেছে যা মন জয় করে নিয়েছে ইন্টারনেট দুনিয়ার।

ভুভি অ্যাপে রিলিজ করা নতুন ওয়েব সিরিজটির নাম হল, ‘এটিএম ভাবী’। এই ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয়েছে লকডাউনের একটি বিশেষ সময়কে কেন্দ্র করে। লকডাউনের জন্য একটি গ্রামে সকলেই ঘরবন্দী এবং তাতেই কাজে লেগেছে এটিএম ভাবি। সেটা কি করে? জানতে আপনাকে এই ওয়েব সিরিজটি অবশ্যই দেখতে হবে। পাশাপাশি জানিয়ে রাখি, এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুর মালবিকা এবং আলিয়া নাজ।