জুমবাংলা ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও ভুবনেশ্বর নদের মোহনা চর বলাইশা এলাকা থেকে আজ ভোরে ১৩ কেজি ওজনের এটি বোয়াল মাছটি ধরা পড়েছে।
জানা যায়, সদরপুরের ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দরডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল হোসেন ব্যাপারির পাতা দোয়ারিতে ধরা পড়ে মাছটি।
পরে, মাছটি চরভদ্রাসন উপজেলা সদর মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন কামাল হোসেন ব্যাপারি। আড়তদার জসীম খান (৫৩) মাছটির খোলা ডাকের মাধ্যমে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন রিপন হালদার নামে একজন মাছ ব্যবসায়ী কাছের।
মাছটি রিপন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় কিনে নেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের দুই বাসিন্দা।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তাসমিয়া তাসমীম বলেন, দোয়ারিতে এত বড় বোয়াল মাছ ধরা পড়ার ঘটনা তিনি আগে কখনও দেখেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।