বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুই দল মুখোমুখি হয়েছে নাগপুরে। আর এমন আবহেই এই সিরিজের ইতিহাসের পাতা ঘেঁটে এক অজানা কাহিনি সামনে আনলেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেটের মহারাজ জানালেন ২০০১ সালের সিরিজে কীভাবে ভারতের পারফরম্যান্স দেখার পরে অজিরা বিশ্বাস করেই উঠতে পারেনি যে ভারত কি করছে তাদের সঙ্গে। সৌরভ বলেন, ‘নিঃসন্দেহে ক্রিকেটের ইতিহাসে সেরা পার্টনারশিপ (দ্রাবিড়-লক্ষ্মণ)। ওই টেস্টের চতুর্থ দিনে আমরা একটাও উইকেট হারাইনি।”
তিনি বলেন, “৩৩৫ রান যোগ করি। দিনের খেলা শেষ হওয়ার পরে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ফিরে এসে ড্রিপস নিয়েছিল। গোটা দিন ব্যাট করার ফলে ওদের শরীর থেকে অনেক জল বেরিয়ে গিয়েছিল। তবে ক্লান্তিও থামিয়ে দিতে পারেনি ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়কে।”
রিলিজ হল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
সৌরভ বলেন, “ওরা দুজন লড়াই করে গিয়েছিল। আর অস্ট্রেলিয়া! ওরা তো বিশ্বাস করতেই পারেনি ভারত ওদের বিরুদ্ধে কি করছে! হরভজন (সিং) যখন গ্লেন ম্যাকগ্রাথকে এলবিডব্লিউ আউট করে গোটা স্টেডিয়াম যেন ভেঙে পড়েছিল। ইডেন সে দিনের যে ইমোশন ছিল তা ছিল খুব ছোঁয়াচে। ভারতীয় ক্রিকেটকে ওই ম্যাচ নতুন জীবনদান করেছিল। আমাদের দল বিরল নজির গড়েছিল। আমরা যা করেছিলাম তা এখনও কেউ স্পর্শ করতে পারেনি। আমরা দেখিয়ে দিয়েছিলাম অজিদেরও হারানো যায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।