বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা রাকায়েত রাব্বি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জহরে কহরে’। চলচ্চিত্রটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ। দীপ্ত টিভির ঈদ আয়োজনে প্রচারের পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতা রাব্বির নির্মাণ শৈলী নিয়েও মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা।
দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় বিস্মিত মৌসুমী মৌ। তিনি বলেন—‘সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন কল ছাড়াও বন্ধুরা অনেকেই জোহরার প্রশংসা করছেন। এভাবে প্রশংসা পাবো ভাবিনি। আমি অভিনয়ে একদমই আনাড়ি। কাজটির ফিডব্যাক আমাকে অনুপ্রাণিত করছে।’
এ চলচ্চিত্রে জোহরা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ। শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার কাজের সংখ্যা কম। তবে এ ধরনের গল্পে আগে কখনো কাজ করিনি। মূলত গল্প, নির্মাতার ডেডিকেশন ও আত্মবিশ্বাস আমাকে সাহস জুগিয়েছে। আশীষ খন্দকারের মতো গুণী অভিনেতার সঙ্গে এমন একটি চরিত্রে অভিনয় করা আমার জন্য বেশ কঠিন ছিল।’
জহরে কহরের গল্প মূলত মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার। একটি নির্জন বাড়িতে তিনজন মানুষের সম্পর্কের রসায়ন উঠে এসেছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মৌসুমী মৌ ছাড়াও অভিনয় করেছে আশীষ খন্দকার, সৈয়দা তাসমিম পুঁথি ও মোহাম্মদ সালমান।
রাকায়েত রাব্বি বলেন, ‘এটি আমার প্রথম কাজ। প্রথম কাজেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। সত্যি বলতে ভালো লাগছে। আমি ভাগ্যবান প্রথম কাজে মনের মতো আর্টিস্ট পেয়েছিলাম। আশিষ খন্দকার দাদা প্রত্যেকটি কাজে নিজেকে প্রমাণ করে এসেছেন। কিন্তু মৌ আপু এই প্রথম জোহরার মতো একটি চরিত্রে অভিনয় করেছেন। তাকে পর্দায় দেখে মনে হয়নি মৌ আপু অভিনয় করছেন। বরং মনে হয়েছে তিনি জোহরা। দর্শক মৌ আপুকে জোহরা হিসেবে গ্রহণ করেছেন। তার ইতিবাচক ফিড্যবাক টিমের সবাই পাচ্ছেন। যা আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে।’
আলফা-আইয়ের ব্যানারে নির্মিত ‘গল্পকল্পদ্রুম’ সিরিজের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এখন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাচ্ছে। এ বিষয়ে নির্মাতা বলেন—‘যারা এখনো জহরে কহরে দেখেননি, জোহরাকে দেখেননি; তারা এখনি বায়োস্কোপে গিয়ে দেখে আসুন। আশা করি, ভালো লাগবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।