বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘কিশমিশ’। করোনা পরবর্তী সময় থেকেই একের পর এক ধামাকা উপহার দিচ্ছেন দেব। ‘টনিক’ এর পর এবার ‘কিশমিশ’ নিয়েও দারুণ আশাবাদী অভিনেতা। দেবভক্তদের মধ্যেও তার নতুন সিনেমা নিয়ে চর্চা তুঙ্গে। পুরুষ-মহিলা নির্বিশেষে দেবভক্তদের সংখ্যাটা আকাশছোঁয়া। বিশেষত মহিলারা বলতে গেলে দেব বলতে অজ্ঞান। তবে দেব কিন্তু একমাত্র রুক্মিণীর প্রেমেই অন্ধ!
দেব এবং রুক্মিণীর সম্পর্কের রসায়ন মুগ্ধ করে ভক্তদের। টলিউডের সম্পর্ক ভাঙ্গা-গড়ার ভিড়ের মাঝে রুক্মিণীর হাত শক্ত করে ধরে রেখেছেন টলিউডের এই সুপারস্টার। তার আশপাশে সুন্দরী মহিলাদের ভিড় কম নেই। কিন্তু দেব রুক্মিণী ছাড়া আর কারও দিকে চোখ তুলেও তাকান না। এত সুন্দরীদের ভিড়ে কেন রুক্মিণীকেই পছন্দ হল দেবের? এই প্রশ্ন উঠছে অনেকেরই মনে। টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জীও সরাসরি এই প্রশ্ন করে বসেছেন।
আজ থেকে বেশ কয়েক বছর আগে জি বাংলায় সম্প্রচারিত সেলিব্রেটি টক শো ‘অপুর সংসার’ এ শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে মজার আড্ডা দেওয়ার সময় রচনা ব্যানার্জী তার মনের মধ্যে থাকা এই প্রশ্ন করে ফেলেন। শাশ্বত তাকে প্রশ্ন করেছিলেন, রিপোর্টার হিসেবে রচনা দেবের কাছে কী প্রশ্ন করতে চান? উত্তরে রচনা বলেন, “ইন্ডাস্ট্রিতে এত সুন্দরী নায়িকা রয়েছে। তাদের সঙ্গে কাজ করেছে দেব। তাহলে রুক্মিণীই কেন? রুক্মিণীর মধ্যে কী এমন হয়েছে যেটা বাকিদের মধ্যে ছিল না?”
রচনার মুখ এই প্রশ্ন শুনে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের কপালে প্রশ্নের ভাঁজ খেলে গিয়েছিল। যদিও রচনার প্রশ্নের উত্তর মেলেনি। কারণ এই টকশোতে রচনা উপস্থিত থাকলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না দেব। তাই রচনা তার প্রশ্নের জবাব পাননি। রচনা মত দেবের হাজার হাজার ভক্তদের মনেও এই প্রশ্ন দানা বেঁধেছে।
উল্লেখ্য, রচনা ব্যানার্জীর সঙ্গে জুটি বেঁধেই ইন্ডাস্ট্রিতে প্রথমবার পা রেখেছিলেন দেব। ‘অগ্নিপথ’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। এই ছবির পরেই রচনা বিয়ে করে নেন। তখন দেব রচনাকে বলেছিলেন, “তুমি বিয়ে করে নিচ্ছ!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।