Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। এ প্রস্তাবে রাজি হয়েছেন অধ্যাপক ইউনূস।
বিবিসিকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে ছাত্ররা এত ত্যাগ স্বীকার করেছে, এই কঠিন সময়ে তারা যখন আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছে, আমি কীভাবে তাদের প্রত্যাখ্যান করতে পারি?’।
ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ জানান, ড. ইউনূস এখন প্যারিসে রয়েছেন। খুব শিগগিরই ঢাকায় ফিরে আসবেন।
এর আগে, সোমবার শেষ রাতের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।