বিনোদন ডেস্ক : কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। এ সিরিজে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান লাক্স তারকা ফারিয়া শাহরিন। সিরিজটির নতুন সিজনের শুটিং শুরু করেছেন নির্মাতা।
পূর্বের মতো পঞ্চম সিজনে অভিনয় করবেন ফারিয়া শাহরিন। ‘অন্তরা’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রী। খুব শিগগির শুটিংয়ে অংশ নেবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ফারিয়া।
এ আলাপচারিতায় ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। পাশাপাশি অভিনেত্রীদের আয়ের উৎস ঘিরে চলমান বিতর্ক নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন।
অভিনয়ে পা রেখে অনেক টাকা আয় করতে পারেননি ফারিয়া শাহরিন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। তবে বাংলো, গাড়ি-বাড়ি— এসব আমার কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করছেন এবং খুব সততার সঙ্গে কাজ করছেন, তাদের পক্ষে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।”
খানিকটা ব্যাখ্যা করে ফারিয়া শাহরিন বলেন, “এ জন্য আমার কোনো টাকা-পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি ধরার সম্ভাবনা শতভাগ নেই।”
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়।
ফারিয়া অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন এই অভিনেত্রী।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.