Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গ্রেফতারের পর বিএনপি নেতা হয়ে গেলেন যুবলীগ নেতা
    রাজনীতি

    গ্রেফতারের পর বিএনপি নেতা হয়ে গেলেন যুবলীগ নেতা

    Shamim RezaNovember 2, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : সিলেটে যুবদল নেতার মামলায় কারাগারে ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না (৩২)। বুধবার (৩০ অক্টোবর) রাতে শিবগঞ্জের সোনাপাড়ার নিজের (নবারুণ-২) বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

    BNP Nata

    পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। শুনানী শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।বর্তমানে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলার বাদি সিলেট নগরীর ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলাল আহমদ জানিয়েছেন, মামলার এজাহারে ভুলবশত সাজ্জাদুর রহমান মুন্নার নাম এসেছে। গ্রেফতারের পরদিন সকালে খবর পেয়েই তিনি মুন্নার সঙ্গে দেখা করেছেন, দু:খ প্রকাশ করেছেন।তিনি তাঁর মামলার এজাহার থেকে সাজ্জাদুর রহমান মুন্নার নাম বাদ দিতে আদালতে আবেদন করবেন।

    জানা গেছে, সাজ্জাদুর রহমান মুন্না কুলাউড়া উপজেলার হিরা মিয়ার ছেলে। তিনি কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ফিনল্যান্ড বিএনপির সদস্য।বর্তমানে নগরীর সোনারপাড়ার নবারুণ-২ বাসার বাসিন্দা।

    সাজ্জাদুর রহমান মুন্নার ভগ্নিপতি সারোয়ার খান জানান, তিনি দীর্ঘদিন ধরে ফিনল্যান্ডে ছিলেন। এ বছর ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।গ্রেফতারের রাতে বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গেই নিজের বাসায় অবস্থান করছিলেন।

    ফিনল্যান্ড থাকাবস্থায় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। আওয়ামী সরকার বিরোধী আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলননে প্রবাসীদের জনমত গঠনে সেখানকার বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।

    মামলার এজাহার মতে, ৪ আগস্ট বিকেলে সিলেট নগরীর চারাদিঘীরপারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনালকোড ১৮৬০তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারায় এ মামলাটি দায়ের করেন নগরীর চারাদিঘীরপার আল আমিন-৬৪ আবাসিক এলাকার হাবিব উল্লা’র ছেলে ও ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলাল আহমদ (৪৫)। মামলা নং ০৬ (০৯)২০২৪)। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করে দায়ের হওয়া এ মামলায় ১১৮জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০জনকে আসামি করা হয়। এ মামলারই ১১৬ নং আসামি সাজ্জাদুর রহমান মুন্না (৩২)। মামলায় তার রাজনৈতিক পরিচয় দেয়া হয়নি, পিতা অজ্ঞাত রেখে নবারুণ-২, সোনারপাড়া, থানা- শাহপরাণ ঠিকানা দেখানো হয়।

    মামলার বিবরণে উল্লেখ করা হয়, ৪আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলননের ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে নগরীর নয়াসড়ক পয়েন্টে বিএনপির নেতাকর্মী ও ছাত্রজনতা অবস্থান নেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আসামিরা বাদিসহ উপস্থিত ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে চৌহাট্টা পয়েন্ট থেকে ঘটনাস্থল চারাদিঘীরপাড় জামে মসজিদের সামনের রাস্তায় আসতে থাকেন।১নং আসামির হুকুমে আসামিরা দেশি ও বিদেশি বিভিন্ন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি শরু করেন এবং ককটেল ও হাতবোমা মারেন।এতে বাদি ও সাক্ষীসহ জনতা আহত হন। আসামির আরেক দফা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করলে বাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বাদির চোখে অপারেশন করা হয়। কিন্তু চোখের উন্নতি না হওয়ায় মেডিকেল কর্তৃপক্ষ বাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন।

    মুন্নার পরিবার জানিয়েছে, নবারুণ আবাসিক এলাকায় বাসার রাস্তা নিয়ে প্রতিবেশি কুলাউড়ার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একেএম নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এ নিয়ে অনেক হয়রানীর শিকার হয়েছেন মুন্না ও তার পরিবার।এর জেরে ষড়যন্ত্রমূলকভাবে মুন্নাকে এই মামলায় জড়িয়ে গ্রেফতার করানো হয়েছে বলে ধারণা করছেন তার পরিবার।

    এ ব্যাপারে শুক্রবার রাতে কথা হয় মামলার বাদি ও যুবদল নেতা আলাল আহমদের সঙ্গে। তিনি বলেন, ‘চোখে গুলি বের করা হলেও পুরোপুরি সুস্থ্য হতে পারিনি।আসামিদের সবাইকে চিনিনা।বিভিন্ন মাধ্যমে তাদের নাম ঠিকানা সংগ্রহ হয়েছে।এরমধ্যে ভুলবশত সাজ্জাদুর রহমান মুন্নার নামও এজাহারে এসেছে। গ্রেফতার হওয়ার পর তার পরিচয় জেনে কোর্টহাজতে তার সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি, দু:খ প্রকাশ করেছি।তার পরিবারের সঙ্গেও কথা হয়েছে।মামলার এজাহার থেকে সাজ্জাদুর রহমান মুন্নার নাম বাদ দিতে আদালতে আবেদন করব।

    তিনি বলেন, নিরপরাধ কাউকে হয়রানীর উদ্দেশ্যে মামলা না করতে দলের নির্দেশনা রয়েছে।মামলায় যদি ভুলবশত নিরপরাধ কাউকে আসামি করা হয়-জানলে অবশ্যই তাকে বাদ দেওয়া হবে।

    গ্রেফতারের পর গণমাধ্যমকে বিএনপি নেতা মুন্নাকে ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতির তকমা কারা দিল- এমন প্রশ্নের জবাবে বাদি বলেন, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রকারী সাংবাদিকদের এই ভুল তথ্য দিয়েছে।সাংবাদিকদের কারা এ তথ্য জানিয়েছে তা খবর নিলেই জানতে পারবেন।

    এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গোপন তথ্যের মাধ্যমে মামলার আসামিকে গ্রেফতার করা হয়।এজাহারেতো আসামির রাজনৈতিক পরিচয় ছিল না।পুলিশও কোনো গণমাধ্যমকে আসামির রাজনৈতিক পরিচয় দেয়নি।

    এদিকে হয়রানীমূলক মামলায় ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে গ্রেফতারে দলীয় হাইকামাণ্ডের কাছে প্রতিকার চাওয়া হয়েছে।

    শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে প্রতিকার চেয়ে প্রেরিত এই চিঠিতে সাক্ষর করেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার।

    চিঠিতে উল্লেখ করা হয়, প্রবাসী জীবনের শুরু থেকেই সাজ্জাদুর রহমান মুন্না ফিনল্যান্ড যুবদল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফিনল্যান্ড শাখা, জিয়া পরিষদ ফিনল্যান্ড শাখা ও ফিনল্যান্ড বিএনপির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং দলের বিভিন্ন দায়িত্ব সক্রিয়ভাবে পালন করে আসছেন।অথচ ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার মিথ্যা অভিযোগ দিয়ে মুন্নাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে যা আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকারের পরিপন্থী।

    ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার মিথ্যা অভিযোগ দিয়ে মুন্নাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে যা আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকারের পরিপন্থী। ষড়যন্ত্র ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করায় ফিনল্যান্ডের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা হতবাক হয়েছেন।

    নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজগুলো, পরিবারের সামনে ভুলেও দেখবেন না

    চিঠিতে ফিনল্যান্ড বিএনপির পক্ষ থেকে সাজ্জাদ মুন্নার বিরুদ্ধে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির ব্যবস্থা নিতে এবং স্বেচ্ছাচারিতা ও লুটপাটের ঘটনা আড়াল করতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানানো হয়।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    গেলেন গ্রেফতারের নেতা পর বিএনপি বিএনপি নেতা যুবলীগ যুবলীগ নেতা রাজনীতি হয়ে,
    Related Posts
    feni_jobodol_news_pic

    বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক পেটালেন যুবদল নেতা

    July 13, 2025
    CEC

    নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে ইসির অবস্থান

    July 13, 2025
    সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে

    সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার : মির্জা আব্বাস

    July 13, 2025
    সর্বশেষ খবর
    gaibandha

    ২০ শিক্ষার্থীর জন্য ২৮ শিক্ষক, তবুও পাস করেনি কেউই

    Khulna

    পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শক অপহরণ, সাড়ে ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার

    Printing

    মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক বসালো সরকার

    Liton Das

    শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লিটন

    Jason Moments: Crafting Unforgettable Digital Experiences with Viral Flair

    Jason Moments: Crafting Unforgettable Digital Experiences with Viral Flair

    Lina: The Captivating Virtuoso Redefining Global Entertainment

    Lina: The Captivating Virtuoso Redefining Global Entertainment

    Lamine Yamal: Barcelona's Teen Prodigy Rewriting Football History

    Lamine Yamal: Barcelona’s Teen Prodigy Rewriting Football History

    Alaan: Redefining Digital Influence with Authentic Creativity

    Alaan: Redefining Digital Influence with Authentic Creativity

    Pabna

    সিজদা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

    Samsung Galaxy A05: Price in Bangladesh & India with Full Specifications

    Samsung Galaxy A05: Price in Bangladesh & India with Full Specifications

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.