বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইন্ডিয়া টুডে এক লাইভ প্রতিবেদনে জানা যায়, চিক্করপল্লী থানায় অবস্থান করছেন আল্লু অর্জুন; সেখানে বিবৃতি রেকর্ড করা হচ্ছে। থানায় জবানবন্দি রেকর্ড করার পর আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপের জন্য ওসমানিয়া হাসপাতালে স্থানান্তর করা হবে।
পরবর্তী আপডেটে আবারও জানানো হয়,আল্লু অর্জুনকে বর্তমানে ডাক্তারি পরীক্ষার পর গান্ধী হাসপাতাল ছেড়ে যেতে দেখা গিয়েছিল৷
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন রেবতী নামে এক নারী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছাতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে। আরও কয়েক জন ওই দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন।
মূহূর্তের মধ্যে কমে গেল ৬ হাজার টাকা, Samsung 5G স্মার্টফোনে চলছে সেরা অফার
এদিকে, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ’ কোটি রুপি ছাড়াবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।