বিনোদন ডেস্ক : সাইফ আলীকে ছুরিকাঘাতের রেশ না কাটতেই বলিউডের তিন তারকাকে হত্যার হুমকি দেয়া হয়েছ। বলিউডের চারজন জনপ্রিয় তারকা—কপিল শর্মা, রাজপাল যাদব, রেমো ডি’সুজা ও সুগন্ধা মিশ্রা প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিষয়টি নিয়ে মুম্বাইয়ের অম্বোলি থানায় একটি এফআইআর দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশ বলছে পাকিস্তান থেকে এসেছে এই হুমকি ইমেল করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ইমেইলের মাধ্যমে পাঠানো হুমকির বার্তায় বলা হয়েছে, আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি।একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাচ্ছি। এটি কোনো প্রচারণার কৌশল বা হয়রানি করার উদ্দেশ্য নয়। আমরা অনুরোধ করছি, এই বার্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করুন। ইমেইলটি ‘বিষ্ণু’ নামের প্রেরকের পরিচয়ে পাঠানো হয়েছে।
গতবছরের ১৪ ডিসেম্বর রাজপাল যাদব একটি ই-মেইল পান, যেখানে কপিল শর্মা এবং তার দলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়া হয়। অভিযোগ অনুযায়ী, কপিলের শো সালমান খানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হওয়ায় এই হুমকি এসেছে। এরপর রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব মুম্বাইয়ের অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, কপিল শর্মা ও তার দলকে নিরাপত্তা দেয়া হয়েছে। আম্বোলি পুলিশ খতিয়ে দেখেছে যে আইপি থেকে ই-মেইল পাঠানো হয়েছিল সেটা পাকিস্তানের। এবিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে দেশটির সরকারের সাহায্য চাওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।