প্রধান বিচারপতির বাসভবনে হামলা

জুমবাংলা ডেস্ক : সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়। রাজধানী ঢাকাসহ সারা দেশে উল্লাস করে লাখো সাধারণ মানুষ। পথে পথে ছাত্রজনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার হাজার মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগের হয়ে গলাবাজি করা নেতাকর্মীসহ আমলারাও বিপাকে পড়ে যান।

এতদিন আওয়ামী লীগের হয়ে গলাবাজি করায় প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেজ কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর ১৯ হেয়ার রোডে। আর জাজজ কমপ্লেক্সের অবস্থান প্রধান বিচারপতির বাস ভবনের ঠিক উল্টোদিকে, কাকরাইলে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকালে ৫টার দিকে কিছু লোক দেয়াল টপকে প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়ে। ভেতর থেকে তখন চিৎকার, হইহুল্লোড় ও ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল। কয়েকজনকে প্রধান বিচারপতির বাসভনে থাকা বিভিন্ন আসবাবপত্র ও বিভিন্ন জিনিস নিয়ে বেরিয়ে যেতে দেখেছেন অনেকে।

একই ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টোদিকে কাকরাইলের জাজেজ কমপ্লেক্সে।

বিচারপতিদের এ আবাসিক কমপ্লেক্সে হামলা, ভাঙচুরের বিষয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ফেসবুক পোস্টও দেন।

নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিম কোর্টের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান, পৌনে পাঁচটার দিকে একদল মানুষ প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেছে। তখন প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তায় কেউ ছিল না।