অ্যাটলির যে নতুন পরিকল্পনা ফাঁস

অ্যাটলি

বিনোদন ডেস্ক : অ্যাটলি কুমারের ধামাকা সবে শুরু। বলিউডের প্রথম ছবিতেই তিনি বাজিমাত করে দিয়েছেন। এবার শোনা যাচ্ছে নতুন বার্তা। ‘জওয়ানের’ যতগুলো আসরে তিনি গিয়েছেন সব জায়গাতেই তিনি শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

অ্যাটলি

এবার ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি জানালেন , ‘জওয়ান’ তার প্রথম বলিউডি ছবি। নাম্বার ওয়ানেই হিট। তবে এটা নাকি সবে শুরু। এবার তিনি কাজ করবেন সালমান খান, আমির খান, হৃতিক রোশনসহ আরও সুপারস্টারদের সাথে। তেমনটাই পরিকল্পনা করছেন অ্যাটলি কুমার।

‘জওয়ান’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। তারপর থেকেই ঝড় শুরু। প্রতিদিনিই রেকর্ড। বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি। গোটা বিশ্বজুড়ে এই ছবিটি তুমুল সাড়া পাচ্ছে। এটাই প্রথম বলিউড ছবি যা এত দ্রুত ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পেরেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, অ্যাটলি ‘জওয়ান’এর মাধ্যমে যে বার্তা দিতে চেয়েছেন সেটা ভীষণ প্রশংসিত হয়েছে। তাই সম্প্রতি পরিচালককে সম্বর্ধনা দেওয়া হয় । সেখানে ভারতীয় সেনা, মুম্বাই পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি একটি সোনালি টিকিটে সাইন করেন।

শেষ মুহূর্তে নেইমারের দারুণ ক্রসে হেড, ব্রাজিলের জয়

অ্যাটলি তার বক্তব্যে বলেন, ‘জওয়ান’ সিনেমা করার পর আমি ভীষণ আপ্লুত। এটা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আমাদের পাশে ছিলেন, আছেন। দর্শকরা এতটা ভালোবাসা দিচ্ছেন ছবিটি দেখে আমি বার বার আবেগী হচ্ছি। শাহরুখ স্যারের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ।’

তিনি শাহরুখ খান ও গৌরীর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেন নি।