আত্মহত্যার চেষ্টার গুঞ্জন, অসুস্থতা নিয়ে যা জানাল তিশার পরিবার

তানজিনা তিশা

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি নাকি আত্মহত্যার চেষ্টার চালিয়েছিলেন বলে গুঞ্জন। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

তানজিনা তিশা

অসুস্থতার বিষয়ে কথা বলেছে তাঁর পরিবার। জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল। অভিনেত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‌‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বললেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

এদিকে, তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে। নাট্যাঙ্গনের একজন জানালেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন! যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এ ধরনের কিছু নিশ্চিত করা হয়নি। অভিনেতা ফারহানকে একাধিকবার কল দিলেও সাড়া দেননি তিনি।

জঙ্গলের মাঝে সারি দিয়ে অদ্ভুত পাহাড়, এ যেন প্রকৃতির এক আজব খেলা

তানজিনা তিশা হাসপাতালে, অসুস্থতা নিয়ে নানা প্রশ্ন। প্রসঙ্গত, এই সময়ের ছোট পর্দার অন্যতম অভিনেত্রী তানজিন তিশা। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‌‌‘ইউ-টার্ন’ নাটক দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তাঁর। এর আগে মডেলিং ও বেশ কিছু মিউজিক ভিডিওতে প্রশংসিত হয়েছিলেন তিনি।