Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home আ.ত্ম.হ.ত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা
    বিনোদন

    আ.ত্ম.হ.ত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা

    Shamim RezaSeptember 20, 20245 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : সালমান শাহ, যিনি কিনা বাংলা সিনেমার ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। মাত্র চার বছরের ক্যারিয়ারে দর্শকদের ২৭টি সিনেমা উপহার দিয়েছেন। প্রায় সবগুলো সিনেমাই ছিল সুপারহিট।

    Samira

    ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম সালমান শাহর। বেঁচে থাকলে আজ (১৯ সেপ্টেম্বর) ৫৪ বছরে পা রাখতেন তিনি। কিন্তু সেটি হয়নি। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া এ নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। তবে অল্প ক’দিনের ক্যারিয়ারেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। যে কারণে মৃত্যুর এত বছর পরও তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে সাধারণ সিনেমাপ্রেমী দর্শকরা।

    ফ্যাশন-স্টাইলিশ এ নায়ক আর নেই―এ কথা এখনো বিশ্বাস করতে পারেন না তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। তার মৃত্যু নিয়ে বিভিন্ন সময় নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে অভিনেতার মা নীলা চৌধুরীর দাবি, সালমান শাহ আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিছুদিন আগেই লন্ডন থেকে এক সাক্ষাৎকারে এমনটাই জানান সালমান শাহর মা।

    সালমান শাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশার মধ্যে তার মায়ের এমন দাবিতে বারবার আঙুল উঠে অভিনেতার স্ত্রী সামিরার দিকে। কেননা তার মা এ ব্যাপারে আইনের আশ্রয় নিয়েছেন। যেখানে এক নম্বর আসামি করা হয়েছে সালমানের স্ত্রী সামিরাকে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সালমান শাহ হত্যায় তার স্ত্রীকে দোষারোপ করা হয়ে আসলেও কখনো এ নিয়ে কখনো কথা বলেননি সামিরা।

    অভিনেতার স্ত্রী বারবার নিজেকে আড়ালে রাখতে চেয়েছেন। তবে যা বলার তা আদালতে বলেছেন। কখনো সংবাদমাধ্যমে কথা বলতে দেখা যায়নি তাকে। তবে এবার গণমাধ্যম-এ সালমান শাহ হত্যা নিয়ে সরাসরি খোলামেলা কথা বললেন সামিরা।

    অভিনেতার জন্মদিনের আয়োজনের ব্যাপারে তিনি বলেন, ইমন (সালমান শাহর ডাক নাম) আসলে সবসময় নিজের জন্য নয়, অন্যের কথা ভাবতেন। এটা অনেক বড় একটি গুণ ছিল ওর। সে কখনো সেভাবে নিজের জন্মদিন উদযাপন করত না। তবে আমার জন্মদিনে সবসময়ই বিশেষ কিছু করার চেষ্টা করত।

    তিনি বলেন, একবার ১১ তলা বিল্ডিং থেকে আমার চোখ বেঁধে নিচে নামায়। পরে চোখ খুলে দেখি উপহারের প্যাকেটে মোড়ানো একটি গাড়ি। আমি ওইদিন অবাক হয়েছিলাম ওর এমন উপহার দেখে। যে লাল গাড়িটি সবাই দেখেছেন, সেটি আসলেই আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল ইমন। এমন অসংখ্য সারপ্রাইজ দিয়েছে সে।

    দাম্পত্যজীবন সম্পর্কে সালমান শাহর স্ত্রী সামিরা বলেন, কেন না। আমরা দু’জন দু’জনে ভীষণ ভালোবাসতাম। অনেক হ্যাপি ছিলাম। কখনো দু’জনের মধ্যে মনোমালিন্য হলে তা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতো ইমন।

    অভিনেতার স্ত্রী বলেন, বিয়ের আগে সালমানের মা (নীলা চৌধুরী) আমাকে অনেক পছন্দ করতেন। কিন্তু বিয়ের পর যখন তিনি জানতে পারলেন এই বিয়েতে আমার পরিবারের মত ছিল না, তখন থেকেই আমাকে অপছন্দ করতে লাগলেন তিনি। তাকে সবসময়ই আমি মা হিসেবে দেখতাম, শাশুড়ি হিসেবে নয়। এরপরও তার সঙ্গে আমার কেন এমন দূরত্ব হয়েছে, সেটি জানা নেই আমার।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ইস্কাটনের সেই বাসায় কী হয়েছিল, যে কারণে সেদিন আত্মহত্যা করতে হলো সালমান শাহর―এ ব্যাপারে নায়কের স্ত্রী সামিরা বলেন, আত্মহত্যা করার মতো সেদিন কিছুই হয়নি। ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে অভিমান করে সে রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ওই সময় অন্য একটি রুমে ছিলাম আমি। আর এই সময়ের মধ্যেই সবকিছু ঘটে যায়। পরে আমি চিৎকার করলে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পাওয়ার পর ইমনের মা-ও ছুটে আসে। তারপর রুম থেকে ইমনের ঝুলন্ত মরদেহ বের করা হয়।

    সামিরা বলেন, ওর সঙ্গে এমন কথা কাটাকাটি এর আগেও হয়েছে। আমার ওপর অনেক অভিমান করেছিল সে। আরেকটি বিষয়, সে কিন্তু এর আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু চতুর্থবার তাকে ফেরানো সম্ভব হয়নি। যদি মেট্রোপলিটন হসপিটালে খোঁজ নেন, তাহলে রেকর্ড ফাইল ঘাঁটলে সেটি জানতে পারবেন।

    সালমান শাহর আগে তিনবার আত্মহত্যা করতে চাওয়ার ব্যাপারে তার স্ত্রী সামিরা বলেন, কেন তা সঠিক জানা নেই আমার। ওই তিনবারই ছিল আমাদের বিয়ের আগের ঘটনা। দুইবার মেট্রোপলিটন হসপিটালে এবং একবার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নেয়া হয়েছিল। চাইলে হাসপাতালের রেকর্ড ফাইল চেক করতে পারেন। আসলে মানসিকভাবে আত্মহত্যার প্রবণতা বেশি কাজ করতো ইমনের মধ্যে।

    তিনি বলেন, যেদিন আত্মহত্যা করে ইমন, ওকে ওর পরিবারের মানুষজন দ্রুত হাসপাতালে নেয়। চিকিৎসক মৃত ঘোষণা করলে ওর মরদেহ বিমানবন্দরে নেয়া হয়, সেখান থেকে নেয়া হয় সিলেটে। আমাকে শেষ বারের মতোও ওর মুখটা দেখতে দেয়া হয়নি।

    এ ব্যাপারে সামিরা আরও বলেন, আত্মহত্যার দিন ইস্কাটনের বাসায় ওর মা আমাকে অনেক আজেবাজে কথা বলে বের করে দেয় বাসা থেকে। সেখানে ইমনের ছোট ভাই ও মামাও ছিল। তারাই ইমনকে হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে বা সিলেট যেতে চাইলে আমাকে আসতে দেননি তারা।

    এদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দাবি করেছেন, আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল সামিরার। এ কারণেই নাকি তার ছেলেকে (সালমান শাহ) হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সামিরা বলেন, এটি একদমই মিথ্যা ও ভিত্তিহীন কথা। তিনি রটিয়েছেন এসব। উনি এমন কথাও রটিয়েছেন, একটি অনুষ্ঠানে আমার গায়ে হাত রাখে আজিজ মোহাম্মদ ভাই। সেই অনুষ্ঠানে ইমনের সঙ্গে দ্বন্দ্ব হয় তার। এটিও আসলে মিথ্যা।

    সালমান শাহর স্ত্রী সামিরা বলেন, আসলে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আজিজ মোহাম্মদ ভাই ও আমাকে জড়িয়ে যেসব কথা ছড়ানো হয়েছে, তা সবই মিথ্যা। আমি তো আজিজ মোহাম্মদ ভাইকে চিনতামই না ভালো করে। ইমনের মা চিনতেন। আরও অনেককেই চিনতেন তিনি।

    হলুদ শাড়ি পরে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

    সবশেষ সামিরা বলেন, ইমনের বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তিনি যখন রমনা থানায় মামলাটি দায়ের করেন, তখন কিন্তু এটি ইউডি মামলা (অপমৃত্যু) হিসেবে ফাইল করা হয়। কিন্তু পরবর্তীতে ইমনের (সালমান শাহ) মৃত্যুকে হত্যা বলা শুরু করেন তার মা। এমনকি সবশেষ মামলাও করেন তিনি।

    সূত্র: চ্যানেল 24

    Stay Updated — Follow Us

    📰 Google News ✖️ X (Twitter) 📘 Facebook 📨 Telegram ▶️ Subscribe on YouTube
    ‘আ-ত্ম-হ-ত্যা’ খুললেন জন্মদিনে নিয়ে, বিনোদন মুখ শাহ’র সামিরা সালমান স্ত্রী স্ত্রী সামিরা
    Related Posts
    ওয়েব সিরিজ

    রোমান্সের ছোঁয়ায় ভরপুর এই ওয়েব সিরিজ, দেখার আগে জেনে নিন!

    August 10, 2025
    ওয়েব সিরিজ

    রোমান্স ও উত্তেজনায় ভরপুর নতুন ওয়েব সিরিজের জাদু, একা দেখুন!

    August 10, 2025
    ওয়েব সিরিজ

    অভিনয়ের পেছনে লুকিয়ে থাকা গোপন বাসনা নিয়ে সেরা ওয়েব সিরিজ, একা দেখুন!

    August 10, 2025
    সর্বশেষ খবর
    মাথা ধরলে

    টানা কাজ করতে করতে মাথা ধরলে কী করবেন?

    Trump sanctions Brazil

    Trump Sanctions Brazil’s Top Judge, Ignites Digital Trade War

    ওয়েব সিরিজ

    রোমান্সের ছোঁয়ায় ভরপুর এই ওয়েব সিরিজ, দেখার আগে জেনে নিন!

    পুলিশ

    ৯ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

    Sing-Fish

    না ঘষে শিং মাছ পরিষ্কার করার দারুণ কৌশল

    বডি ক্যামেরা

    নির্বাচনে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা

    পাঁচজন দগ্ধ

    গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

    ওয়েব সিরিজ

    রোমান্স ও উত্তেজনায় ভরপুর নতুন ওয়েব সিরিজের জাদু, একা দেখুন!

    শীতলতম স্থান

    পৃথিবীর সবচেয়ে বেশি শীতলতম স্থানটি কোথায় অবস্থিত

    DMC

    খুঁজতে গিয়ে বাবা দেখেন বাথরুমে বালতিতে ডুবে আছে সন্তান

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.