ব্রালেট আর মনোকিনিতে আকর্ষণীয় বিভিন্ন লুক দীপিকার

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : সাড়াজাগানো আসন্ন মুভি ‘ফাইটার’–এর নতুন গান ‘ইশক জ্যায়সা কুছ’–এ ব্রালেট আর মনোকিনিতে বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের আকর্ষণীয় বিভিন্ন লুক এখন আলোচনার শীর্ষে।

দীপিকা পাড়ুকোন

বলিউডের সবচেয়ে আকর্ষণীয় দুই তারকা বলা যায় দীপিকা পাড়ুকোন আর হৃতিক রোশনকে। শারীরিক সৌন্দর্যের পরিপূর্ণ প্রকাশে এই দুই সুপারফিট তারকাকে দেখা গেল তাঁদের আসন্ন মুভি ‘ফাইটার’–এর নতুন গানে।

সদ্য রিলিজ হওয়া এই গানে দীপিকার চারটি আউটফিট নজর কেড়েছে সবার। ডিজাইনার ব্রালেট, টু–পিস আর মনোকিনিতে ভরপুর উষ্ণতা ছড়াচ্ছেন দীপিকা। বলিউডের ‘গ্রিক গড’খ্যাত হৃতিকের সঙ্গে দীপিকার রসায়নও এককথায় চমৎকার।

দীপিকা পাড়ুকোন

এই গানের সবচেয়ে আলোচিত লুকটিতে দীপিকা পরেছেন বোল্ড ডিজাইনের কালো মনোকিনি। এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ মুভিতেও এমন লুকে এসেছিলেন তিনি।

তবে এই গানে শরীরের মাঝের অংশে সংযুক্ত হল্টার নেকের কালো মনোকিনিটির ব্যাপারই আলাদা। আর সেই সঙ্গে বেশ লম্বা ঝুলের নজরকাড়া সোনালি বলের লহরের কানের দুলটি পুরো লুককে অন্য মাত্রা দিয়েছে। ওয়েট লুক খোলা আর টপবান হেয়ারস্টাইলের সঙ্গে মেকআপ মিনিমাল হলেও চওড়া লাইনের বাদামি স্মোকি কাজলরেখায় দীপিকাসুলভ নাটকীয় চোখের সাজ আর ন্যুড গ্লসি ঠোঁট মিস হয়নি।

এরপর দেখা গেল দীপিকাকে ডিজাইনার টু–পিসে। পাকো রাবানের এই বড় রুপালি সিকুইনের চেইনমেইল গঠনের রেট্রো আমেজের ম্যাচিং ব্রালেট আর মাইক্রো মিনিস্কার্টে চোখ ধাঁধিয়েছেন দীপিকা।

আরেকটি মেটালিক রুপালি ফেব্রিকের মাইক্রো মিনিস্কার্টের সঙ্গে দীপিকা বেছে নিয়েছেন উজ্জ্বল নীল বোল্ড কাটআউটের টপ।

হিন্দি ওটিটি প্লাটফর্মেও জয়ার বাজিমাত, পেলেন সেরা অভিনয়শিল্পীর খেতাব

ওয়ান শোল্ডার টপটির কোমরের মাঝের অংশে রুপালি রিং। স্কার্টে আকর্ষণীয় স্লিট একদিকে। সঙ্গে রুপালি হিলস আর নজরকাড়া অনিয়মিত শেপের শিকলের ডিজাইনে লম্বা রুপালি দুল।

হটপিঙ্ক টু–পিসটিও দীপিকাকে মানিয়েছে খুব। সামনে মাঝের অংশে পুরোটা ক্রিসক্রস স্ট্র্যাপ দেওয়া কাটআউট।

কোমরেও দুই পাশে বড় কাটআউট। আর বড় হটপিঙ্ক সিকুইনে ঢাকা মাইক্রো মিনিস্কার্ট। কানে বড় রুপালি হুপ। আর নাচের তালে নজর কেড়েছে হটপিঙ্ক হিলস।

ছবি: দীপিকার ইন্সটাগ্রাম ফ্যানপেইজ থেকে পাওয়া, ‘ইশক জ্যায়সা কুছ’ গানের দৃশ্য থেকে নেওয়া।