বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জার্মানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি। এটি একটি বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড। অডি গাড়ির লোগো দেখলে খেয়াল করবেন, সেখানে চারটি রিং রয়েছে। রিংগুলো একটির সঙ্গে আরেকটি লাগানো।
কখনো ভেবেছেন কি অডির লোগোতে চারটি সার্কেল কেন থাকে? ঠিক কী কারণে এমন ডিজাইন করেছে তারা।
মখমলে আসনে সজ্জিত এই সংস্থার গাড়ি বিশ্বের সবথেকে বিলাসবহুল চার চাকা হিসাবে বিবেচিত হয়। অডির গাড়ি যতটা আকর্ষণ ও অবাক করে গ্রাহকদের ঠিক ততটাই অবাক গাড়ির লোগো দেখে।
এই লোগোর পিছনে রয়েছে এক দৃষ্টান্ত মূলক কাহিনী। শুধু তাই নয়, এই লোগো অটোমোবাইল দুনিয়ায় একতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়।
অডি লোগোর পেছনের ইতিহাস
প্রথম বিশ্বযুদ্ধের পর ব্যাপক ভাবে ভেঙে পড়ে জার্মানির অর্থনীতি। যার ফলে থমকে যায় গাড়ির ব্যবসা। চাকরি হারান লক্ষ লক্ষ মানুষ। ১৯৩০ এর দশকে কঠিন পরিস্থিতির মুখে পড়ে হিটলারের জার্মানি। দেশের এমন দুর্দিনে প্রতিযোগিতা ছেড়ে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয় দেশের তৎকালীন চারটি বিখ্যাত গাড়ি প্রতিষ্ঠান।
এই সংস্থাগুলোর নাম হল – অডি, ডিকেডাব্লিউ, হর্ক এবং ওয়ান্ডারার। চার সংস্থা সম্মিলিত ভাবে গড়ে তোলে অডি ইউনিয়ন যা আজ অডি এজি নামে পরিচিত। এই একতার প্রতীক হিসাবেই আলাদা আলাদা লোগো নয়, চারটি রিং যোগ করার সিদ্ধান্ত নেয় সংস্থাগুলো।
অডি: ঐক্য এবং শক্তি
এই লোগোটি চার সংস্থাগুলোর মধ্যে ঐক্যবদ্ধ শক্তির প্রতিনিধিত্ব করে। লোগোর মাঝে চারটি সংস্থার নাম নয়, অটো ইউনিয়ন লেখা প্রদর্শিত করা হয়। তবে ১৯৬৯ সাল পর্যন্তই এই লেখা দেখা যেত। কারণ তারপর এই ইউনিয়নে অধিগ্রহণ করে ভক্সওয়াগেন গ্রুপ তারপর থেকেই আজ পর্যন্ত এখনও সংস্থার লোগোতে দেখা যায় এই চারটি রিং। আর শুধু লেখা থাকে অডি।
‘পুরুষরা আমায় ছোঁবেন না, মক্কা-মদিনা গিয়ে পবিত্র হয়েছি’, ভাইরাল ভিডিও
ওই চার সংস্থাগুলোর মধ্যে সবথেকে পুরনো ছিল হর্ক, এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৯ সালে, ১৯০১ সালে অডি, ১৯১১ সালে স্থাপিত হয় ওয়ান্ডারার এবং ডিকেডাব্লিউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।