বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবিতে যেভাবে নারীবিদ্বেষ দেখিয়েছেন সেটি সমাজের ক্ষেত্রে মোটেই ভালো না বলে মনে করছেন সমালোচকদের একাংশ।
যেমন- অ্যানিম্যাল ছবির একটি দৃশ্যে জুতো চাটার অংশটি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাভেদ আখতার। তার কথায়, এ ধরনের দৃশ্য নারীদের অসম্মান করে। এবার একই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা রানাউত।
সম্প্রতি সোশাল মিডিয়ায় কঙ্গনা নেটিজেনের টুইট শেয়ার করেছেন। যেখানে নেটিজেন, কঙ্গনার ফ্লপ ছবি ‘তেজস’-এর প্রশংসায় পঞ্চমুখ।
সেই টুইট শেয়ার করে কঙ্গনা লেখেন, আমার ছবিকে বার বার বদনাম করা হয়েছে। এর পেছনে একাংশের অর্থ কাজ করেছে। আমি লড়ে যাচ্ছি। এমন কিছু ছবি করেছি, যা নারীদের মাথা উঁচু করে। কিন্তু দুঃখ, দর্শকরাও আজকাল চায় নায়িকারা নায়কের জুতো চাটুক! এমন অবস্থা চললে, হয়ত ভবিষ্যতে ক্যারিয়ার বদলে ফেলতে হবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.