বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার এক্সে (সাবেক টুইটার) অডিও-ভিডিও কলের সুবিধা নিয়ে আসার ঘোষণা দিলেন ইলন মাস্ক। এর মাধ্যমে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটকে ‘এভ্রিথিং অ্যাপ’ বানানোর পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন টেসলার সিইও।
এক্সে করা এক পোস্টে মাস্ক বলেন, কোনো ফোন নাম্বার ছাড়াই এক্স ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে অডিও-ভিডিও কলে কথা বলতে পারবেন। নতুন এই ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড, পিসি এবং ম্যাক ওএসে কাজ করবে।
পোস্টে এই ফিচারটি কেনো অন্যদের থেকে সেরা এ বিষয়ে কিছু তথ্য যোগ করেন তিনি। মাস্ক লিখেছেন, ‘এই ফিচারটি ব্যবহারের জন্য কোনো ফোন নম্বরের প্রয়োজন নেই।’ পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে কার্যকরী গ্লোবাল অ্যাড্রেস বুক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
Video & audio calls coming to X:
– Works on iOS, Android, Mac & PC
– No phone number needed
– X is the effective global address bookThat set of factors is unique.
— Elon Musk (@elonmusk) August 31, 2023
টুইটারে কলের সুবিধা নিয়ে আসার ঘোষণা চলতি বছরের মে মাসেই দিয়েছিলেন। এমনকি চলতি মাসের শুরুতে এক্স-এর ডিজাইনার আন্দ্রেয়া কনওয়েও একই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
বর্তমানে এক্স প্ল্যাটফর্মের শুধু ডিরেক্ট ম্যাসেজের সুবিধা রয়েছে। এখন পর্যন্ত ব্যবহারকারীরা শুধু ‘স্পেসেস’-এর মাধ্যমে লাইভ কথপোকথন করতে পারেন। তবে স্পেসেস একটি ওপেন প্ল্যাটফর্ম যেখানে যে কেউ কথপোকথনে অংশ নিতে পারে। এটি ওয়ান-টু-ওয়ান কথপোকথনের জন্য নয়।
কিন্তু এক্সে যুক্ত হতে যাওয়া কলের সুবিধাটি কি সকলের জন্য নাকি শুধু ভেরিফায়েড সাবস্ক্রাইবারদের জন্য তা উল্লেখ করেননি মাস্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।