বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অগমেন্টেড রিয়েলিটি বা এআর প্রযুক্তির চশমা তৈরি করছে অ্যাপল। মূলত টেক জায়ান্ট মেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে উদ্যোগটি নিয়েছে অ্যাপল।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চশমাটি বানানো অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি একে কোম্পানির ভবিষ্যতের জন্য অনেক বড় পদক্ষেপ মনে করছেন।
এটি এমনভাবে বানানো হবে যেন তা হালকা, আরামদায়ক ও সারা দিন পরিধানযোগ্য হয়। যদিও মেটা এরই মধ্যে রে-ব্যান স্মার্টগ্লাস উন্মোচন করেছে। সেসঙ্গে উন্নত এআর হার্ডওয়্যার তৈরি করছে।
তবে অ্যাপল চাইছে আরও পরিপক্ব, আধুনিক ও শিল্প খাতে নেতৃস্থানীয় একটি বিকল্প আনতে। চশমাটিকে অ্যাপলের পরিধানযোগ্য প্রযুক্তির পরবর্তী বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, টিম কুক এ প্রকল্প ছাড়া আর কিছু ভাবছেন না। তবে অ্যাপলের পরিকল্পনামাফিক ডিভাইস তৈরি করা অনেক সময়সাপেক্ষ বিষয়। কারণ এতে বেশকিছু চ্যালেঞ্জও রয়েছে। হাই রেজ্যুলেশন ডিসপ্লে, কম্প্যাক্ট চিপ ও ছোট অথচ দীর্ঘস্থায়ী ব্যাটারি-সব মিলিয়ে এমন ডিভাইস তৈরি করা সহজ নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।