বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া, একাদশে নেই বিজয়

বাংলাদেশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আসরের ৪৩তম ম্যাচে টস জিতেছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশ অস্ট্রেলিয়া

এক ম্যাচের জন্য বিশ্বকাপ দলে ডাকা হলেও একাদশে সুযোগ দেওয়া হয়নি বিজয়কে

পুনেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে এক জোড়া পরিবর্তন। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক বিশ্রাম পেয়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট। 

বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় সুযোগ পাওয়া এনামুল হক বিজয় একাদশে নেই। নাসুম আহমেদের সাথে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের এই ম্যাচ খেলা হচ্ছে না। 

‘বাবার হাত ধরে স্কুলে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি’

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।