স্পোর্টস ডেস্ক : হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প কমবেশি সকলেরই জানা। শহরের বাসিন্দারা ইঁদুর সমস্যায় অতিষ্ঠ হয়ে বিচার জানায় মেয়রের কাছে। সেরকমই কাণ্ড ঘটেছিল অস্ট্রেলিয়ার ঐতিহাসিক গত পাকিস্তান সফরে। হ্যামিলন শহরের মেয়রের মতো ইঁদুর নিধনের আবেদন অস্ট্রেলিয়ার দিক থেকে গিয়েছিল পিসিবির কাছেও। গল্পের পরিণতির সাথে যদিও অজিদের পরিণতির মিল নেই, তবে কাজের কাজ হয়েছিল। সফর শেষে চিঠিতে পিসিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিরাপত্তা জটিলতা কাটিয়ে দুইযুগ পর পাকিস্তান সফর করে গেছে অস্ট্রেলিয়া। সফরজুড়ে অজিদের নিরাপত্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছে স্বাগতিকরা। অজিদের পাকিস্তান সফরের পর দূর হয়েছে আগামীতে দেশটির মাটিতে সিরিজ আয়োজনের অনিশ্চয়তার ঘনমেঘও। নিশ্ছিদ্র সেই নিরাপত্তা বলয় টপকে হোটেলে অজিদের শুরুতে বেশ ভুগিয়েছে ইঁদুর। নিরাপত্তা ব্যবস্থায় প্রশংসাসূচক চিঠিতে উঠে এসেছে সেই ইঁদুর সমাচার।
‘যখন আমরা করাচির হোটেলে পৌঁছেছিলাম, সেখানে অসংখ্য সমস্যার মধ্যে ছিল কক্ষে ইঁদুর ও অস্বাভাবিক গন্ধ। এছাড়া বিভিন্ন সমস্যা যা অপ্রত্যাশিত ছিল। পরে পিসিবি দ্রুত সমস্যাগুলোর বেশিরভাগ সংশোধন করেন। ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধান করায় আমরা সন্তুষ্ট ছিলাম। তারা আমাদের নিরাপদ এবং আরামদায়ক থাকার সুযোগ করে দিয়েছে। মানসম্পন্ন সফরের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ সিএ।’
সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে জয় পায় অস্ট্রেলিয়া। ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান। একমাত্র টি-টুয়েন্টিতে জয় পায় অজিরা। সম্প্রতি সিএ চিঠিতে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে পাকিস্তানকে। আগামীতে সিরিজ আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।
‘আমরা ইসলামাবাদের মাটিতে পৌঁছানোর মুহূর্ত থেকে পিসিবি অবিশ্বাস্য ভালোভাবে আমাদের দেখাশোনা করেছে। প্রতিশ্রুতি দেয়া সবকিছুই আমাদের দেয়া হয়েছে। ভবিষ্যতে আমরা পিসিবির সাথে কাজ করার জন্য উন্মুখ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।