বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ান মার্শাল আর্টিস্ট, অভিনেতা ও স্টান্ট কোঅর্ডিনেটর রিচার্ড নর্টন আর নেই। রোববার (৩০ মার্চ) তার মৃত্যু হয়েছে।
অভিনেতার স্ত্রী জুডি গ্রিন ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমি শোকে স্তব্ধ, কিছু বলার নেই। আমি আমার সবকিছু হারিয়েছি’।
জুডি গ্রিন আরও বলেন, আমি জানি, এই অসাধারণ মানুষকে হারানোর কারণে প্রচুর ভালোবাসা এবং শোক থাকবে। আমি এই সময়টা আমার বিশাল ক্ষতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি।
তবে নর্টনের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। রিচার্ড নর্টন ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৮০ সালের The Octagon সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথম পরিচিতি লাভ করেন।
তার সাম্প্রতিক অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল প্রাইম ইম্পেরেটর ২০২৪ সালের Furiosa: A Mad Max Saga সিনেমায়। তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন ২০১৫ সালের Mad Max: Fury Road-এও।
তিনি মার্শাল আর্টের কিংবদন্তি জ্যাকি চ্যান-সহ বহু তারকার সঙ্গে কাজ করেছেন। নর্টনের মৃত্যুতে মার্কিন চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। জেমস গান এবং চাক নরিসসহ অনেক তারকাই তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
পরিচালক জেমস গান লিখেছেন— ‘রিচার্ড নর্টন ছিলেন এক আশ্চর্যজনক স্টান্ট পারফর্মার, স্টান্ট কোঅর্ডিনেটর এবং অভিনেতা। তিনি আমার বন্ধু ছিলেন। আমি তাকে ‘The Suicide Squad’-এর ফাইট কোরিওগ্রাফার হিসেবে পাই। তিনি হার্লির এস্কেপ সিন, পিসমেকার বনাম রিক ফ্ল্যাগ জুনিয়র-এর লড়াইসহ অনেক দুর্দান্ত দৃশ্য তৈরি করেছিলেন।’
জেমস আরও লেখেন, ‘তিনি ছিলেন এক কঠিন কিন্তু হৃদয়বান অস্ট্রেলিয়ান, যার হাসি ছিল উজ্জ্বল এবং যার কাছে চলচ্চিত্র জগতের অগণিত গল্প ছিল। আজ সকালে তার মৃত্যুর খবর শুনে আমি সত্যিই বিস্মিত হয়েছি। চলচ্চিত্র জগৎ তার মতো একজন প্রতিভাকে হারিয়ে ফাঁকা হয়ে যাবে। শান্তিতে থাকুন, বন্ধু’।
মার্শাল আর্ট কিংবদন্তি চাক নরিস শ্রদ্ধা জানিয়ে বলেন—‘রিচার্ড, তুমি আমাকে শুধু একজন ভালো মার্শাল আর্টিস্টই বানাওনি, বরং একজন ভালো মানুষ হতে শিখিয়েছ। তুমি অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছ এবং তোমার উত্তরাধিকার আগামী প্রজন্মেও বেঁচে থাকবে। আমি চাইতাম আরও কিছুটা সময় একসঙ্গে কাটাতে। কিন্তু আমি জানি, আমরা আবার দেখা করব’।
মূলত রিচার্ড নর্টনের মৃত্যুতে হলিউডে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।