১৩ মিটার উঁচু ঢেউ জয়ে বিশ্বরেকর্ড অস্ট্রেলীয় নারী সার্ফারের

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রে ১৩ মিটার উচ্চতার একটি বিশাল ঢেউয়ের ওপর সার্ফিং করে বিশ্বরেকর্ড করেছেন অস্ট্রেলীয় নারী সার্ফার লরা এনেভার। এটি কোনো নারী সার্ফারের সবচেয়ে উঁচু ঢেউ জয়।

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহুতে গত জানুয়ারির এক দিন সার্ফ করছিলেন এনেভার। একপর্যায়ে ১৩ দশমিক ৩ মিটার (৪৩.৬ ফুট) উঁচু একটি ঢেউয়ের মুখে পড়েন।

সুউচ্চ ওই ঢেউয়ের সঙ্গে মিতালি করে লরা তার শীর্ষে উঠে যান। গত সাত বছর ধরে টিকে থাকা কোন নারী সার্ফারের রেকর্ডটি এর চেয়ে মাত্র একফুট বেশি উঁচু ছিল।

লরা এনেভারের এই কৃতিত্বকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কতৃপক্ষ। সিডনিতে এক অনুষ্ঠানে তার হাতে রের্কডের সনদপত্র তুলে দেন তারা।

লরার সার্ফিংয়ের ভিডিওফুটেজ বিশে্লষণ করে ঢেউয়ের উচ্চতাসহ অন্যান্য তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে গিনেস ওয়ার্লভ্র রের্কড কতৃপক্ষ।
১১ বছর বয়স থেকেই লরা এনেভার সমুদ্রে সার্ফিংয়ের খেলায় মেতেছেন। গত সাত বছর ধরে তিনি ওয়ার্ল্ড সার্ফ লীগের নিয়মিত সদস্য। নারী সার্ফার হিসেবে সর্বোচ্চ ঢেউ জয় করার স্বীকৃতি পেয়ে তিনি উচ্ছ্বসিত।

প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ঢেউ বেয়ে ওঠার সময়ই বুঝতে পেরেছিলাম, এটি নিঃসন্দেহে বিশাল। আর মাথায় উঠে নিচে তাকাতেই বুঝে যাই জীবনেরই সবচেয়ে বড় ঢেউ এটা।’
সূত্র : বিবিসি