একেএম রাশেদ শাহরিয়ার, ইউএনবি: কমছে বন্যার পানি। কিন্তু সেই সাথে সমানুপাতিক হারে বাড়ছে রোগবালাই। তাই মানুষের মনে স্বস্তি মিলছে না। গত ১০ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ১৮ দিনে বিভিন্ন রোগে প্রায় ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১৯ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে। সারাদেশে ২৮ জেলার ৭৬টি উপজেলার ৩৩৯টি ইউনিয়ন এবার বন্যার পানিতে ডুবে গেছে। এসব জায়গায় গত ২৪ ঘন্টায় ১হাজার ২শত ৯জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২জনের মৃত্য হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় ৪৭৮ জন, আরটিআইতে (Respiratory tract infection) ১৪৯ জন, চর্মরোগে ১৭১ জন, চোখের প্রদাহে ৫৫…
Author: জুমবাংলা নিউজ ডেস্ক
জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহে আলোচিত সাফিন হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান বেল্টুকে গ্রেপ্তার করেছে পিবিআই। খবর ইউএনবি’র। রবিবার দুপুরে ঝিনাইদহ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য জানান। এর আগে শুক্রবার ঢাকার পল্লবী থানার কালসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় সে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ঝিনাইদহ সদরের গোপিনাথপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ২০১৮ সালের ২৮ নভেম্বর জেলা শহরের হামদহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনের বাসায় টাইলস মিস্ত্রি মেহেদী হাসান বেল্টু ও তার মা জাহানারা বেগম চুরির উদ্দেশ্যে…
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে আমিনা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সে নিখোঁজ হয়। পরে বিকাল ৪টায় তার স্বজনরা মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সাইকেল মেকার আমিনুলের কন্যা আমিনা বাড়ির পাশে পাটধোঁয়ার সময় পাটখড়ি সংগ্রহ করতে যায়। এসময় পা পিছলে সবার অজান্তে সে পানিতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুজি করে তার মরদেহ পানিতে ভেসে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে রৌমারী স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
জুমবাংলা ডেস্ক: সম্প্রতি টেস্ট টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমি বৃটিশ পাসপোর্ট অর্জনের পরিকল্পনা করছে এবং যুক্তরাজ্যে স্থায়ী হতে চায়। একটি সূত্রের উদৃতি দিয়ে পাকিস্তানের গলমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। আমির ২০১৬ সালের সেপ্টেম্বরে বৃটিশ নাগরিক নার্গিস মালিককে বিয়ে করেন এবং স্পাউস ভিসা অর্জন করেন। যার সুবাদে তিনি ৩০ মাস ইংল্যান্ডে বসবাস করার অনুমতি লাভ করেন। বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে, ‘এটা পরিস্কার যে তিনি বৃটিশ পাসপোর্ট নেয়ার এবং ভবিষ্যতে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করার পরিকল্পনা করছেন।’ সুত্রটি আরো জানায়,‘ স্পাউস ভিসা থাকায় সে মুক্তভাবে কাজ করতে পারছে এবং যুক্তরাজ্যের একজন স্থায়ী বসবাসকারী হিসেবে অন্যান্য সুযোগ…
জুমবাংলা ডেস্ক: রোববার বিকেলে নগরের রংপুর আর্মি মেডিকেল কলেজ (আরএএমসি) প্রাঙ্গণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সকল সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের আটতলা বিশিষ্ট আরএএমসি শপিং কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি সেনানিবাসের নিকটবর্তী স্থানে নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্সটির বিভিন্ন তলা পরিদর্শন করেন এবং কমপ্লেক্স প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে আরএএমসি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের প্রতিনিধি এবং রংপুর চেম্বারের সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদসহ অন্যান্য ব্যবসায়ীগণ সেখানে উপস্থিত থেকে…
জুমবাংলা ডেস্ক: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, ২০১৮-২০১৯ অর্থ বছরের গত জুন পর্যন্ত বৈদেশিক সহায়তার ছাড়করণের পরিমাণ ৬ হাজার ২১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। আজ কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আরো জনানো ওই অর্থ বছরে মোট বৈদেশিক সহায়তা অর্জিত প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৯৭৯৫ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার। কমিটি সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, মোঃ আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী. আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী এবং রানা মোহাম্মদ সোহেল সভায় অংশগ্রহণ করেন। সভায় অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ,…
জুমবাংলা ডেস্ক: ভবিষ্যতে বন্যা দীর্ঘায়িত হলেও সরকার তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ রোববার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনামুর রহমান বলেন, ‘পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত আছে। আল্লাহ না করুক, বন্যা যদি দীর্ঘায়িতও হয়, ভয়ের কোনও কারণ নেই। তবে সমন্বিত প্রচেষ্টায় এবার ক্ষয়ক্ষতি কম হয়েছে। ভবিষ্যতে বন্যা দীর্ঘায়িত হলেও আমরা তা মোকাবিলায় প্রস্তুত আছি।’ ত্রাণমন্ত্রী বলেন, ‘বন্যাকবলিতদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। আক্রান্ত সবাই ত্রাণ চান না। বেশিরভাগই বাঁধ ও রাস্তা নির্মাণ এবং দুর্যোগ সহনীয় বাংলাদেশ চান। যারা ত্রাণ চান, তারা দরিদ্র। তাদের…
জুমবাংলা ডেস্ক: খাদ্যে ভারী মাত্রায় মেটাল ও ভেজাল নির্ণয়ে কৃষি মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরকে অ্যক্রিডেটেড ল্যাবরেটরি স্থাপনের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড মো: আব্দুর রাজ্জাক। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ তাগিদ দেন। কৃষিমন্ত্রী বলেন, এ মন্ত্রনালয় অধীন যারা তাদের নিজেদের তাগিদে দপ্তরের এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, কৃষকের কল্যাণের কথা বিবেচনা করে কৃষির উৎপাদন খরচ কমানো এবং যান্ত্রিকীকরণ অপরিহার্য। এর জন্য ৩ হাজার ২শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। কৃষিমন্ত্রী বলেন, প্রকল্প সঠিক সময় বাস্তবায়ন করতে দেশ প্রেম, নিষ্ঠা, আন্তরিকতা ও…
জুমবাংলা ডেস্ক: জাতিসংঘ নির্যাতন বিরোধী কনভেশনের (ইউএনসিএটি) পর্যালোচনা সভায় (রিভিউ মিটিং) জেনেভায় যোগদানের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। পর্যালোচনা সভায় আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি রয়েছেন। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ থেকে ৩১ জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় এই সভা অনুষ্ঠিত হবে। জাতিসংঘ নির্যাতন বিরোধী কমিটি এ সভার আয়োজন করেছে। সভায় বাংলাদেশ থেকে পাঠানো নির্যাতন বিরোধী প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে। বাংলাদেশ থেকে…
জুমবাংলা ডেস্ক: দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিককে রবিবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খবর ইউএনবি’র। এদিন বিকালে রাজধানীর ভূতের গলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করেছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য ইউএনবিকে বলেন, দুদকের প্রধান কার্যালয়ে গোপালকে জিজ্ঞাসাবাদ শেষে তার বাসায় অভিযান চালান কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ। পরে তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয় এবং গোপালকে গ্রেপ্তার করা হয়। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ডিআইজি (প্রিজন) থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক…
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে শ্রী শিবা চন্দ্র নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিংঝাড় সীমান্তে বিজিবি ১৫ ব্যাটলিয়নের সিংঝাড় ক্যাম্পের সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে। লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শিবা চন্দ্র ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর গ্রামের গরদান চন্দ্রের পুত্র বলে জানায় বিজিবি। শনিবার রাতে ভুরুঙআগামারী উপজেলার সিংঝাড় সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৫৫ এর পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিজিবি। এ প্রসঙ্গে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল…
গাজীপুর প্রতিনিধি: ময়ূরকে বলা হয় বর্ষার রাণী। এখন বর্ষাকাল, ময়ূরের প্রজনন সময়। আর এ সময় স্ত্রী ময়ূরের দৃষ্টি আকর্ষণের জন্য নয়নাভিরাম পেখম মেলে ধরে পুরুষ ময়ূর। এতে বিশেষ দুর্বলতা তৈরি হয় এবং তখনই আকর্ষণীয় নৃত্য প্রদর্শণকারী ময়ূরকে সঙ্গী হিসেবে বেছে নেয় স্ত্রী ময়ূর। ময়ূরের ভালোবাসার আবহ তৈরির এ চক্র বর্ষার শুরু থেকেই দেখার সুযোগ করে দিয়েছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। দেশের অন্যান্য স্থানে হাতেগোনা কয়েকটি ময়ূর থাকলেও সাফারি পার্কে ময়ূরের জীবন চক্র পরিচালিত হয় উন্মুক্ত অবস্থায়। পার্কের সব জায়গায় ময়ূরের অবাধ বিচরণ থাকায় দর্শনার্থীরাও পেয়ে থাকেন বিনোদন। ময়ূর ফ্যাজিয়ানিডি পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর একটি পাখি। এশিয়ায় নীল…
জুমবাংলা ডেস্ক: বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে তার উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করেছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকতা ফেলোশিপের সার্টিফিকেট ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি প্রতিনিয়ত অপরাজনীতি করছে। প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সমস্ত কিছু করছে। দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’ তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জিহ্বায় যখন কামড় লেগেছিল,…
জুমবাংলা ডেস্ক: যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে ব্যাপক সফলতা অর্জন করছেন যুবক শিমুল হোসেন। খবর ইউএনবি’র। পেয়ারা, আম ও কুল চাষ করে সফলতা পেয়ে তিনি এখন উন্নত জাতের ফল চাষের দিকে ঝুঁকছেন। উপজেলার বকশিপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের এক মাত্র ছেলে শিমুল হোসেন। ২০০৭ সালে লেখাপড়া শেষ করে ২০০৮ সালে তিনি দুবাই যান। দুবাই সরকার কর্মী ছাটাই করলে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে উন্নত জাতের ফল আম, পেঁয়ারা, কুল, লেবু চাষ শুরু করেন। এরপর ২০১৬ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর থেকে চারা এনে নিজের অল্প জমিতে মাল্টা চাষ শুরু করেন তিনি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার…
জুমবাংলা ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৭০০ রোগী ভর্তি হয়েছেন। সাধারণত সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর এই প্রকোপ দেখা যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ছুটছেন। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর সরকারি- বেসরকারি সব ধরনের হাসপাতাল। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ধরণের পদক্ষেপের কথা জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “খুব বেসামাল পরিস্থিতি তৈরি হয়নি। তবে ডেঙ্গু নিয়ে যেহেতু আতঙ্ক তৈরি হয়েছে, তাই অনেকেই আছেন যাদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই, কিন্তু তারা হাসপাতালে ভর্তি হতে চাচ্ছেন।” “আর ডাক্তারদের…
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জি৭ সম্মেলনের আগে ১৯ আগস্ট বৈঠকে বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে বোরমেস-লেজ-মিমোসাসের কাছের একটি গ্রামে মধ্যযুগের ফোর্ড অব ব্রিগানকনে নিরিবিলি পরিবেশে পুতিনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বারমেস-লেজ-মিমোসাস জায়গাটি বেছে নেয়ার ব্যাপারে ম্যাক্রো বলেন, এই জায়গাটি সবকিছু থেকে বিচ্ছিন্ন এবং এখানে নিরিবিলি কাজ করা যায়, এখানে পুতিনের সঙ্গে তিনি বেশ কিছু সময় কাটাবেন। দ্বিপাক্ষিক এই বৈঠকের পরে ২৪ থেকে ২৬ আগস্ট দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বিয়াররিটজ নগরে বিশ্বের ৭টি দেশের নেতারা জি৭ বৈঠকে মিলিত হবেন। ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠেয় জি৭ বৈঠকে সদস্য দেশ ব্রিটেন, কানাডা, জার্মানি, ইতালি,…
জুমবাংলা ডেস্ক: সাভারে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র আকাশের (১৮) লাশ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে আরও দুই ছাত্র। খবর ইউএনবি’র। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, সকাল সোয়া ১১টার দিকে নামা গেন্ডারিয়া এলাকা থেকে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আকাশের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, এখনও নিখোঁজ রয়েছে ওই কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭) ও রাজন (১৭)। তাদের উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান, শনিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড…
জুমবাংলা ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। খবর ইউএনবি’র। খালেদার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। খালেদার পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এর আগে এ মামলায় হাইকোর্ট নথি তলব করে। মামলার নথি নিম্ন আদালত থেকে এসেছে। এখন আমরা জামিন শুনানির জন্য আবেদন জানিয়েছি। আদালত আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন। গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট…
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নৈশক্লাবের ভেতরে শনিবার বারান্দা ধসে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সেই সাথে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়সহ ১৬ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর ইউএনবি’র। দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে এ দুর্ঘটনার সময় নৈশক্লাবটিতে কয়েক শ মানুষ ছিলেন। পুলিশ জানায়, দুজন দক্ষিণ কোরীয় নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। পুলিশের হিসাব অনুযায়ী আহতদের মধ্যে ১০ জন বিদেশি। তাদের মধ্যে আটজন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গুয়াংজুতে আসেন। আহত খেলোয়াড়দের মধ্যে তিনজন আমেরিকান, দুজন নিউজিল্যান্ডের, একজন ডাচ, একজন ইতালির ও একজন ব্রাজিলের বলে এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। তিনি বলেন, সবার আঘাত সামান্য। তবে…
জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের ঝাঁজের সঙ্গে এবার কাঁচা মরিচের ঝালও কমতে শুরু করেছে। গত ২০-২৫ দিন ধরে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার পর অবশেষে কাঁচা মরিচের দামে স্বস্তি আসছে। খবর ইউএনবি’র। শনিবার বিকালে দিনাজপুরের হিলি স্থলবন্দরের মোকামে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ ৬০-৭০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হয়েছে। তবে ভোক্তাদের কাছে এ খবর স্বস্তির হলেও বন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে দরপতনের ফলে প্রতি কেজিতে তাদের প্রায় ৫০ টাকার মত লোকসান হচ্ছে। এদিকে হিলি বাজারের খুচরা দোকানে দামের প্রভাব পড়ায় আমদানি করা কাঁচা মরিচ প্রতি কেজি ৮০-১০০ টাকার মধ্যে পাওয়া যাবে। যেখানে শুক্রবারও খুচরা মূল্য ছিলো ১৪০ টাকা।…
নাসিম মাহমুদ, ইউএনবি: আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের গরুর খামারিরা। গত কয়েক বছর থেকে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় দেশি জাতের প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করা এসব গরুর কোরবানির বাজারে আলাদা কদর তৈরি হয়েছে। এবার ঈদের আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু না এলে লাভবান হওয়ার আশা খামারিদের। খামারগুলো ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর যত্ন নিচ্ছেন খামারিরা। পশুগুলোকে রাখা হয়েছে শুষ্ক জায়গায়। ঘরের ভেতরে রয়েছে ফ্যান। খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ভুসি ও খৈলসহ দেশীয় খাবার। গরু মোটাতাজাকরণে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য খাওয়ানো হচ্ছে না বলে দাবি খামারিদের। জেলার ঝিলিম এলাকায়…
জুমবাংলা ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা কর কর্মকর্তাদের দ্বারা কোন ধরনের হয়রানির শিকার হবেন না। তবে নতুন এই আইনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক আইন ২০১২’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন, ডিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।…
জুমবাংলা ডেস্ক: পাবনা সদর হাসপাতালে চার দিনে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই ঢাকায় ছিলেন। অন্যদিকে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ছয়জন। খবর ইউএনবি’র। পাবনার রোগীরা জানান, রাজধানী থেকে ফেরার পরই তারা জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসকের কাছে গেলে রক্ত পরীক্ষা করে তাদের ডেঙ্গু ধরা পড়ে। এসব রোগীর মধ্যে ছাত্র, ব্যবসায়ী এবং পরিবহন ও পোশাক শ্রমিক রয়েছেন। সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে ১০ জন ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুর শিকার হয়েছেন। ‘এর বাইরে স্থানীয় পর্যায়ে দুজন রোগীকে আমরা পেয়েছি।’ হাসপাতালের বহির্বিভাগেও কয়েকজন রোগী পাওয়া গেছে এবং তাদের ভর্তির পরামর্শ দেয়া হয়েছে…
গাজীপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। স্বেচ্ছাসেবক লীগ কালীগঞ্জ শাখার আয়োজিত ২৫তম এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজু। যুগ্ম আহবায়ক মো. মনিরুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফী হাসান মেহেদী, স্বেচ্ছাসেবক লীগ সভপাতি এ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জজ, কালীগঞ্জ উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবি এম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল…