বিনোদন ডেস্ক : জানুয়ারিতেই বিয়ের গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভিনেতা, সাংসদ দেব ও রুক্মিণী মৈত্র। এমন কথায় শোনা যাচ্ছে চারিদিকে। তবে এবার মনে হয় সেটা সত্যি হতে চলেছে। এর আগে দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছিল, জানুয়ারিতেই বিয়ের পরিকল্পনা তাদের। যদিও বিভিন্ন সময়ে দেব বলেছিলেন, তিনি কাউকে না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন। তবে ১৩ জানুয়ারি মধ্যরাতে দেব নিজের ইন্সট্রগ্রামে ‘শুভ বিবাহ’ লেখা একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করে সেই বিষয়ে আগ্রহ যেন বাড়িয়ে তুলেছেন নেটিজেনদের। পোস্ট করে তিনি সেখানে লিখেন, ‘কেউ খবরটা দেওয়ার আগেই। আশা করব আপনাদের সবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।’ গুঞ্জন উঠে, তবে কি…
Author: Sibbir Osman
বিনোদন ডেস্ক : গান লিখেছেন, সুর দিয়েছেন। তার পর সেই গান গেয়েছেন। এ ভাবে এক হাজার দিনে তিনি রেকর্ড করেছেন এক হাজার গান। এ অনন্য নজির গড়ে বিশ্বরেকর্ড করলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী ভারতীয় তরুণী স্বপ্না আব্রাহাম। ৪৮ বছর বয়সী স্বপ্নাকে চারটি পুরস্কারের স্বীকৃতি দিয়েছে হোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। গাল্ফ নিউজ জানিয়েছে, এক হাজার দিনে নিজের কম্পোজ করা গান রেকর্ড করেছেন স্বপ্না। তার এই মিউজিক্যাল সফর শুরু হয় ২০১৭ সালের ৮ এপ্রিল। এ বছর ২ জানুয়ারি শেষ হয়েছে সেই রেকর্ড। একটি ডিজিটাল অ্যালবামে সবচেয়ে বেশি সংখ্যক গান গাওয়ার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেতেও আবেদন জানিয়েছেন…
জুমবাংলা ডেস্ক : দেশি আলু থেকে পলিথিন উৎপাদন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মাহবুব সুমন। তিনি তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ এবং বিকল্প জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা গবেষক দলের সদস্য। তিনি জানান, পলিথিন ও প্লাস্টিকের দূষণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব এই ব্যাগ দেশের আলু চাষি ও কোল্ড স্টোরেজ মালিকদের জন্যও সুফল বয়ে আনতে পারে। তিনি আরো জানান, পরীক্ষামূলকভাবে তৈরি ব্যাগগুলোর ওজন ধারণ ক্ষমতা ৫-৬ কেজি। দ্রুতই ‘শালবৃক্ষর’ পক্ষ আলু থেকে তৈরি পলিথিনের ব্যাগের বাণিজ্যিক উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। জানা যায়, আলু থেকে তৈরি পলিথিনের ব্যাগগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে প্রতিটি ব্যাগের বিক্রয় মূল্য হবে আনুমানিক ৩ টাকা। এছাড়া…
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শাহনুর। ২০০০ সালে তার অভিষেক হয় বাংলা সিনেমায়। এ পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘নয়ন ভরা জল’, ‘সাহসী মানুষ চাই’, ‘প্রেম সংঘাত’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। শাহনুর বর্তমানে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ করছেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানী। পাবনায় এক সপ্তাহের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন এ চিত্রনায়িকা। ঢাকায় ফিরে শিশু সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে সংগঠন নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। শিশু সংগঠনের বিষয়ে জানতে চাইলে শাহানুর জানান, সিনেমার পাশাপাশি শিশু সংগঠনের সাথেও কাজ করেন। এর মধ্যে পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী সংগঠনও রয়েছে। বর্তমানে…
আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। যা গেল ৬ বছরে সর্বোচ্চ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা রিপ্রিভ। বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ৮৮জন সৌদি নাগরিক, ৯০জন বিদেশি ছিলেন। অপর ৬ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। ২৩ এপ্রিল এক দিনেই কার্যকর হয় ৩৭ জনের মৃত্যুদণ্ড। এদের মধ্যে ৩ জন অপরাধ সংগঠনের সময় ছিলেন শিশু। চলতি বছর এরই মধ্যে ৪ জনের মৃত্যুদণ্ডের কথাও জানিয়েছে সংগঠনটি।
জুমবাংলা ডেস্ক : বিশ্ব ইজতেমা উপলক্ষে রবিবার (১৯ জানুয়ারি) সুবর্ণ এক্সপ্রেস ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে সোমবার (২০ জানুয়ারি) সাপ্তাহিক বন্ধের দিন ট্রেনটি চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী। তিনি বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবর্ণ ছাড়া অন্যান্য ট্রেনের শিডিউল আগের মতোই থাকবে। এর আগে, গত ১২ জানুয়ারিও ইজতেমা উপলক্ষে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলো কর্তৃপক্ষ।
জুমবাংলা ডেস্ক : ভোটের প্রচারণা জমিয়ে তুলেছের আসন্ন ঢাকা উত্তর সিটি কপোরেশন নির্বাচনের প্রার্থী আতিকুল ইসলাম। ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য এবার চা বানিয়ে খাওয়ালেন। দোকানে বসে তিনি ৮ কাপ চা বানান এবং দোকানিকে ৮শ’ টাকা দেন। সোমবার (১৩ জানুয়ারি) রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল ইসলাম। হঠাৎ একটি চা দোকানের সামনে গিয়ে কী মনে হলো, চা বানাতে বসে গেলেন তিনি। সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানালেন তিনি। পান করালেন ভোটার ও কর্মীদের। সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তারা। চা দোকানদার ইয়াসিন জানালেন, ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে…
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান গত এক দশকের বেশি সময় ধরে ঢাকাই ছবিতে রাজত্ব করছেন। অভিনয় দিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। শুধু নায়ক হিসেবেই নয়, তিনি নিজেকে একজন সিনেমা প্রযোজক হিসেবেও উপস্থাপন করেছেন এবং সফল হয়েছেন। সম্প্রতি মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে দেশ ছেড়ে আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান। আর তাই নাকি গ্রিন কার্ডের জন্য আবেদনও করেছেন। এই গুঞ্জনের সূত্র ধরে বেশ কয়েকটি গণমাধ্যমেও সংবাদও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে শিগগিরই দেশ ছেড়ে সেখানে স্থায়ী হবেন তিনি। দক্ষ এক এজেন্সির মাধ্যমে এরইমধ্যে অভিনয়শিল্পী হিসেবে আবেদন করেছেন এই তারকা অভিনয়শিল্পী। তবে সব কিছু গুজব বলে উড়িয়ে…
স্পোর্টস ডেস্ক : সবাই ক্রিকেট মাঠ থেকে বিদায় নিতে পারে না। সোমবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সংবাদ সম্মেলনে ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ কথা বলেন। এর আগে, আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে ৭ উইকেটে বিপিএল থেকে বিদায় নিয়েছে রাজধানীর এই দলটি। এর আগে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৪ রান করেছে ঢাকা প্লাটুন। জবাবে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
জুমবাংলা ডেস্ক : নির্বাচনীর প্রচারণায় নেমে ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থীরা কতকিছুই না করে থাকেন। তবে, মেয়র প্রার্থী যখন চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোটারদের চা বানিয়ে খাওয়ান সেটি বাড়তি আগ্রহ তৈরি করাই স্বাভাবিক। তেমনটিই করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। সোমবার বিকেলে রাজধানী রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল ইসলাম। হঠাৎই একটি চা দোকানের সামনে গিয়ে কী মনে হলো, চা বানাতে বসে গেলেন তিনি। সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানলেন তিনি। পান করালেন ভোটার ও কর্মীদের। সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তারা। চা দোকানদার…
স্পোর্টস ডেস্ক : ব্যাটিং সহায়ক ছিল পিচ। জয়ের জন্য লক্ষ্যটাও ছিল একধম নাগালের মধ্যে। তারপর আবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যানরা করলেন দারুণ ব্যাটিং। তাতে সহজে জয় তুলে নিল তারা। ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল বন্দরনগরীর দলটি। সেই সঙ্গে লিগ থেকে বিদায় ঘটল রাজধানীর দলটির। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার ক্রিস গেইল ও জিয়াউর রহমান। মারকাটারি ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলেন তারা। কার্যত সেখানেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। মেহেদী হাসানের শিকার হয়ে ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ২৫ রান জিয়াউর ফিরলেও থেকে যান গেইল। পরে ইনফর্ম…
আন্তর্জাতিক ডেস্ক : তুমুল বর্ষণে জমে থাকা পানিতে তলিয়ে ইসরায়েলের ৮ যুদ্ধবিমান অচল হয়ে পড়ে আছে। দেশটির বিমানবাহিনী ভুল স্বীকার করে জানিয়েছে, সামান্য ভুলে বৃষ্টির পর যুদ্ধবিমানগুলো সরিয়ে না ফেলায় তা এখন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে আছে। বিমানবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার মাত্র ৩০ মিনিটের ভারী বর্ষণে যুদ্ধবিমানগুলো পানিবদ্ধ হয়ে পড়ে। পরে সেগুলো সরিয়ে না ফেলায় এগুলো অচল হয়েছে। এছাড়া সেখানের রানওয়েও পানিতে ডুবে আছে। স্থানীয় গণমাধ্যম চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিমানগুলো পানি থেকে তুলে এর যন্ত্রণাংশগুলো মেরামত না করা পর্যন্ত তা ব্যবহার করার কোনো সুযোগ নেই। এফ-১৬ মডেলের এসব যুদ্ধবিমানের তিনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি…
স্পোর্টস ডেস্ক : বাঁ হাতে ১৪টি সেলাইর ব্যান্ডেজ। কিছুই করতে পারছেন না। সবেধন নীলমনি বলতে আছে কেবল ডান হাত। বঙ্গবন্ধু বিপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সেই হাতে বোলিং করেছেন। ব্যাটিংও করেছেন, তবে স্ট্রাইক নেননি। কী আশ্চর্য্য সেই হাতেই কিনা নিলেন ক্যাচ! চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিস্ফোরক ওপেনার ক্রিস গেইলকে এক হাতে ক্যাচ নিয়ে ড্রেসিং রুমের পথ দেখালেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি। সোমবার (১৩ জানুয়ারি) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের ইনিংসের ১৫তম ওভারের কথা। ফাইন লেগে ফিল্ডিং করছিলেন মাশরাফি। ওভারে সাদাব খানের চতুর্থ বলটি গেইল সুইপ করতে গেলে টপ এজ হয়ে বল চলে যায় মাশরাফির দিকে। জায়গায় দাঁড়িয়ে খুব সহজেই তা তালুবন্দি করেন ম্যাশ। সফট ডিসমিসাল…
আন্তর্জাতিক ডেস্ক : টানা একুশ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডন শহরের যাত্রীবাহী বাসে রাতের পর রাত ঘুমিয়ে কাটাচ্ছেন নাইজেরিয়ান এক নাগরিক। লন্ডনের বহুল পরিচিত লাল রঙের দ্বিতল বাস দীর্ঘদিন যাতায়াতের কারণে ‘নাইট রাইডার’ হিসেবে পরিচিতিও পেয়েছেন তিনি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ বয়সে নাইজেরিয়ায় সামরিক শাসকের অধীনে গণতন্ত্রের জন্য লড়েছিলেন সানি (ছ্দ্মনাম)। সেই তাকে গ্রেফতার করে কারাগারে নেয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় কারাগারের ঠাণ্ডা চার দেয়ালের মধ্যে বসে থাকতেন তিনি। হঠাৎ একদিন একজন নিরাপত্তারক্ষী এসে তাকে টেনে তুলল। খুব দ্রুত তাকে কারাগারের নীরব করিডোর ধরে নিয়ে গেল বাইরে। সূর্যের কড়া আলোয় শুরুতে সানির চোখ ধাঁধিয়ে উঠলো। বাইরে তার…
লাইফস্টাইল ডেস্ক : ঘুম প্রতিদিন দেহের শারীরিক নানা শূণ্যস্থান পূরণ করে এবং দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা অটুট রাখাসহ নানা কাজে লাগে। প্রতিদিন অন্তত ছয়-সাত ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। কিন্তু অনেকেরই ভালো ঘুমের অভাবে মেজাজ খিটেখিটে হয়ে থাকে। কেউ কেউ অফিসে গিয়ে ঝিমাতে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে ঘুম নষ্ট করার জন্য দায়ী প্রতিদিনের খাবার। আসুন জেনে নেই এমন কিছু খাবার সম্পর্কে। বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে প্রোটিন খেলে ঠিক মতো ঘুম আসে না। মাংস, ডাল, চর্বি জাতীয় খাবার হজম হতে বেশি সময় নিয়ে থাকে। তাছাড়া প্রোটিন শরীরে প্রচুর এনার্জি তৈরি করে। এতে শরীর শান্ত হওয়ার পরিবর্তে উত্তেজিত হয়। তাই রাতে এসব…
স্পোর্টস ডেস্ক : চিন্তা ছিল, যদি কোনোভাবে ব্যাট না করে থাকা যায়! যে কারণে নিয়মিত ৭ কিংবা ৮ নম্বরে ব্যাট করা মাশরাফি আজ মাঠে নামলেন ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে। চট্টগ্রাম বোলারদের দাপটে যখন একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকা প্লাটুনের ব্যাটসম্যানরা, তখন মাশরাফির মাঠে না নেমে উপায়ও ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার থিসারা পেরেরা যখন রুবেল হোসেনের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান, তখন মাঠে নামেন মাশরাফি। এমনিতেই তিনি খেলতে নেমেছেন বাম-হাতে ১৪টি সেলাই নিয়ে। টস করতে নেমেই বিস্ময় সৃষ্টি করেন মাশরাফি। পরে যখন বাধ্য হয়ে ব্যাট করতে নামলেন, তখন বিস্ময় সৃষ্টি হলো আরেক দফা। যে হাতে…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশে একের পর এক পাকিস্তানি ড্রোনে দুঃশ্চিন্তা বাড়াচ্ছে ভারতীয় গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনীর। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, গত সাপ্তাহে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ভূপাতিত করার পর তা আরও দুঃশ্চিন্তায় ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। সীমান্তে প্রথমে ড্রোনের হানায় ভারত ভেবেছিল সীমান্তে নজরদারি বাড়াতেই একের পর এক ড্রোন উড়াচ্ছে পাকিস্তান। কিন্তু বিস্ফোরক পাওয়ার পর তারা পাকিস্তানের ড্রোন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন। ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে খবরে বলা হয়, পাঞ্জাব প্রদেশে খালিস্তানপন্থী উগ্রগোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্যই মূলত ড্রোনের মাধ্যমে বিস্ফোরক পাঠাচ্ছে পাকিস্তান। তাদের দাবি, গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে গড়ে ১০-১৫টি পাকিস্তানের ড্রোনের ভারতে প্রবেশের প্রমাণ…
লাইফস্টাইল ডেস্ক : নিঃশ্বাসের সঙ্গে, খাবার, এমনকী পরিবেশ থেকেও আমাদের শরীরে বিষাক্ত পদার্থ জমা হয়। লিভার সক্রিয় থেকে প্রতিনিয়ত শরীর থেকে এসব জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয়। যদি কোনো কারণে লিভার এর কার্যকারিতা হারায় তাহলে এসব বিষাক্ত পদার্থ বের করতে পারে না। তখন শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। লিভারের সমস্যা হলে কিছু উপসর্গের মাধ্যমে তা প্রকাশ পায়। যেমন- চুলকানি : লিভারের সমস্যা হলে ত্বকে চুলকানি শুরু হয়। তবে র্যা শ বের হওয়ার আগ পর্যন্ত সাধারণত কেউ সেটা খেয়াল করেন না। র্যা শের পরিমাণ বেড়ে গেলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। দাঁত দিয়ে রক্ত বের হওয়া : ব্রাশ করার সঙ্গে…
জুমবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারি শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আদেশ জারির নিদের্শনাবলী প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিদের্শনাবলী প্রকাশ করা হয়। নির্দেশনাবলীতে ১২ হতে ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের পরিচিতি প্রতিবেদন ও সংশ্লিষ্ট ডুকুমেন্ট যাচাই, ২০ হতে ২৫ জানুয়ারি নিয়োগপত্র জারি এবং রেজিষ্টার্ড ডাকযোগে প্রেরণ, ২০ হতে ২৫ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের অনুকূলে কোনো নিয়োগপত্র জারি না হলে অধিদপ্তরকে অবহিতকরন, ১৬ ফেব্রুয়ারি নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান, ১৭ হতে ১৯ ফেব্রুয়ারি ওরিয়েন্টশেন, ১৯ ফেব্রুয়ারি পদায়ন আদেশ জারির কথা বলা হয়েছে।
জুমবাংলা ডেস্ক : এতদিন নানা জায়গায় বিভিন্ন সময়ে একাধিকবার লেখালেখি, আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুকের একজন সাবেক সম্পাদকওএই সাইটের বিরুদ্ধে কথা বলেন। তিনি জানান, ফেসবুক সমাজকে বিপুল ক্ষতির মুখোমুখি করছে। এছাড়াও ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান ফেসবুক হলো ভয়ংকর ভুল। তিনি আরও জানান, তিনি তার সন্তানকে ব্যবহার করতে দেন না ফেসবুক। জুকারবার্গ জানান, ফেসবুক তৈরি করা হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে। সামাজিক কাজকর্ম করার জন্য ফেসবুক অনেক রকম টুলস এনেছে। তবে তিনি নিজে অনুভব করেছেন এই ফেসবুক হলো ‘ভয়ংকর ভুল’। তিনি মনে করেন বর্তমানে সমাজ একটি কঠিন সময়ের মধ্যে…
স্পোর্টস ডেস্ক : কী বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস না হওয়াই স্বাভাবিক। ভাবছেন এক বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে কিভাবে আবার মাঠে নামলেন সাকিব আল হাসান। তবে এটা সত্য যে ব্যাট হাতে ঠিকই ২২ গজে দেখা গেল দেশসেরা এই অলরাউন্ডারকে। কয়েকটা বল মোকাবেলাও করেছেন। অবশ্য জাতীয় দল কিংবা কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে নয়। ভার্চুয়াল মাধ্যমের সাহায্যে নিজের বলে নিজেই ব্যাটিং করেছেন সাকিব। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সাকিব’স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা উদ্বোধন হয়। সেখানে ইনডোর ক্রিকেটেরও ব্যবস্থা রয়েছে। আর সাকিবও এই সুযোগ লুফে নেন। নেমে পড়েন ব্যাট হাতে। নিজের বোলিংয়ের বিপক্ষে ব্যাট করেছেন বোলিং মেশিনের সাহায্যে।…
জুমবাংলা ডেস্ক : বিশিষ্ট লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক প্রয়াত শাহাদাত চৌধুরীর বোন। শাহরিয়ার কবির ও তার মেয়ে দেশে আসলে ডানা কবিরের জানাজা এবং দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার তার জানাজা হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচন করার সুযোগ পাননি বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দলের মনোনয়ন না পেয়ে চোখের জলে ভাসিয়েছেন দু’নয়ন। এবার পেলেন দলের প্রধানের ভালোবাসা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন তিনি। আর এমন পুরস্কারে বেশ খুশি মনোনয়ন না পাওয়া সাঈদ খোকন। সোমবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এ সংক্রান্ত চিঠি গ্রহণ করেন তিনি। এসময় বেশ হাসিখুশি দেখা যায় তাকে। এর আগে গতকাল রবিবার আওয়ামী লীগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদ খোকনকে দলের কার্যনির্বাহী সদস্য করার বিষয়টি জানানো…
জুমবাংলা ডেস্ক : আলোচিত মতিঝিলে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা দুই ভাই এনু ভূইয়া ও রূপম ভূইয়াকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার সকালে কেরাণীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এনামুল হক এনু ওরফে এনু ভূইয়া গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রুপন ভূঁইয়া যুগ্ম-সাধারণ সম্পাদক। সিআইডির ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) ইমতিয়াজ আহমেদ জানান, ক্যাসিনো বিরোধী অভিযানের পর দুই ভাই পালিয়ে কক্সবাজার গেছিলো। সেখান থেকে মিয়ানমার যেতে চেয়েছিলো তারা। তবে তারা পারেনি। তিনি আরও জানান, তাদের নামে চারটি মামলা আছে। তাদের বিপুল পরিমাণ সম্পত্তি। এরমধ্যে, জমিসহ বাড়ি ২২টি, ৯১টি ব্যাংক হিসেব যেখানে ১৯ কোটি টাকা আছে। এছাড়া তাদের ৫টি গাড়ি আছে। প্রচুর পরিমান টাকা তারা…