গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ (ফালু মার্কেট) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক (১৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল ওই এলাকার আবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফালু মার্কেটের পাশে কয়েক বন্ধু নিয়ে এমদাদুল হক ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে বৈদ্যুতিক লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করার সময় সে হাতে থাকা ব্যাট (র্যাকেট) দিয়ে বিদ্যুতের তারে আঘাত করে। এতে তার ছিঁড়ে এমদাদের গায়ে পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুজ্জাতুল পলাশ জানান, হাসপাতালে…
Author: rskaligonjnews
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে ইসরাফিল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক এনামুল হক গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকতেন এবং ময়মনসিংহে চাকরি করতেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল আলম জানান, ঢাকার মিরপুর থেকে প্রাইভেটকারযোগে ময়মনসিংহে যাচ্ছিলেন ইসরাফিল। তাদের প্রাইভেটকারটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইসলাফিল মারা যান এবং চালক এনামুল আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদ আতংকে আছেন শত শত ছিন্নমূল মানুষ। আর বস্তিবাসীদের ক্ষতিপূরণের টাকা প্রভাবশালীরা ভাগভাটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৩ নভেম্বর) বিনা নোটিশে স্থানীয় কাঠালদিয়া বস্তি উচ্ছেদ শুরু হলে বস্তিবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া সাংবাদিকদের প্রতি তেড়ে আসেন। বস্তিবাসীরা জানান, প্রভাবশালীদের উচ্ছেদের হুমকিতে টঙ্গীর জিনাত মহল্লা বস্তি ও কাঠালদিয়া বস্তির ছিন্নমূল পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রভাবশালীরা বস্তিবাসীর জন্য বরাদ্ধকৃত ক্ষতিপূরণের টাকা ভাগাভাগি করে নিয়ে বর্তমানে ছিন্নমূল পরিবারগুলোকে অন্যায়ভাবে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করছে। একজন করে বস্তির…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীসহ বিভিন্ন বাজারগুলোতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই বাজারগুলো পেঁয়াজশূন্য হয়ে পড়ে। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম বেশি ছিল। তবে পেঁয়াজ কিনতে না পেরে খালি হাতে অনেক ক্রেতা বাড়ি ফেরেন। পেঁয়াজের এমন সংকটে দিশেহারা ভোক্তারা। শনিবার মহানগরের টঙ্গীর সফিউদ্দিন সরকার মার্কেট, চেরাগ আলী মার্কেট,হোসেন মার্কেটের খুচরা দোকান গুলোতে কোন পেয়াঁজ নেই। প্রশাসনের বেঁধে দেয়া দরে কেউ পেঁয়াজ বিক্রি করতে চাইছে না। দোকানদাররা জানান, প্রশাসনের কড়া নজরদারির কারণে তারা বেশি দামে পেঁয়াজ পাইকারী বাজার থেকে এনে খুচরা বিক্রয় করতে পারছিনা। বেশি দাম চাইলে ক্রেতারা পুলিশ বা প্রশাসনের লোকজনকে ফোন করে আনেন। দোকানদাররা বলছেন, প্রতি কেজি…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪ টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মফিজ মল্লিক বলেন, দেওপাড়া এলাকায় টংগী-কালীগঞ্জ-ঘােড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর কালীগঞ্জ অংশের নীচে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বিকেল ৪ টার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার গায়ে সাদা চেক লুঙ্গি ও লাল চেক শার্ট ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান,…
গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ ও ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষের পরীক্ষা আগামীকাল ২৪ নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা ৩০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) বেলা ১টা থেকে শুরু হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, দেশের মোট ১ হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী জংশনে অবস্থানরত যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনে শনিবার বিকেলে হঠাৎ আগুন লাগে। পরে রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ওই আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কেউ হতাহত হয়নি। টঙ্গী জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, বিকেল ৪টা ২ মিনিটের দিকে জংশনে দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ভেতর ব্যাটারির বক্সে আগুন লেগে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়। বিষয়টি নিশ্চত করে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরিভাবে নেভাতে সহযোগিতা করে। এ ঘটনায় কেই হতাহত হয়নি।
রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিনে মুক্তি লাভে শনিবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া নয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ৬নং ওয়ার্ড সর্বস্তরের জনগণ আয়োজিত সভায় সভাপতিত্বে করেন ওই ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রহল্লাদ চন্দ্র ঘোষ। সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আজগর আলী, ফারুক শেখ, সাব্বির হোসেন সামাউন, জহিরুল ইসলাম, লোকমান হোসেন পনির, বিবেকানন্দ দাস, রুহুল আমিন, জোবায়ের হোসেন রনি, মুঞ্জুর হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভা…
রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. শিবলী সাদিককে সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নব গঠিত কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এসএম রবিন হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বুধবার দুপুরে কালীগঞ্জ আ’লীগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এসে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পৌর আ’লীগের নব নির্বাচিত সভাপতি এসএম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইউএনও মো. শিবলী সাদিককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা, পৌর, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। পৌরসভার মূলগাঁও এলাকার শীতলক্ষ্যা নদী তীরবর্তী প্রাণ-আরএফএল কারখানায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদে ২৯ শতাংশ সরকারী খাস জমিও উদ্ধার করা হয়। বুধবার বিকেলে উচ্ছেদ এবং খাস জমি উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। জানা গেছে, শীতলক্ষ্যা নদীর কূল ঘেষে উপজেলার মূলগাঁও প মৌজার ১নং খতিয়ানে আরএস ৪৪১৬ ও ৪৪১৭নং দাগে ২৯ শতাংশ সরকারী এ খাস জমি শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল অবৈধভাবে দখল করে রেখে ছিল। সেই খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।…
রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বেশি দামে লবণ বিক্রি করার দায়ে স্থানীয় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জুবের আলম পরিচালিত আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, লবনের দাম বেড়ে যাবে এমন গুজবে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজারের ব্যবসায়ী শেখর পাল (৫০) পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয় ক্রেতাদের কাছ থেকে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায় উপজেলার দেওতলা গ্রামের শান্ত রঞ্জন পালের ছেলে ও শ্যামল ব্রাদার্সের সত্ত¡াধীকারী শেখর পালকে ২০ হাজার…
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতউল্লাহ সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন এ আদেশ দেন। এ দিন তার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আইনুযায়ী আদালত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন প্রতিবেদন আমলে নিয়ে তার…
রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৬ নভেম্বর। আর উপজেলা পর্যায়ের এই সম্মেলনকে ঘিরে এখানে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। তবে আসন্ন উপজেলা আ’লীগের সম্মেলনে সভাপতি নয়, সাধারণ সম্পাদক নির্বাচনে প্রাধান্য দিচ্ছেন তৃণমূল নেতাকর্মী। আর উপজেলা পর্যায়ে নেতা নির্বাচনে সাধারণ সম্পাদক পদেই হবে মূলত লড়াই। যোগ্য নেতৃত্ব আর নেতা নির্বাচনে কেউ কেউ নিরব ভূমিকা পালন করলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে হয়েছেন সরব। অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে উপজেলার তুমলিয়া, নাগরী, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, মোক্তারপুর ও বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সেগুলোতে তৃণমুলের চাহিদানুযায়ী পেয়েছে যোগ্য নেতা এবং নেতৃত্ব। কিন্তু তৃণমুলের প্রত্যাশা…
রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : দশ বছরের সিনথিয়া আক্তার শারীরিক প্রতিবন্ধি। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের টিউবওয়েল শ্রমিক শিপন ব্যাপারীর মেয়ে। পড়ছে ওই ইউনিয়নের মোহানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে। মেয়ে সিনথিয়ার জন্য স্বামীর কাছে একটি হুইল চেয়ারের দাবি ছিল। কিন্তু অভাব অনটনের সংসার পরিচালনা করতে যেখানে বাবা শিপন ব্যাপারী হিমসিম খাচ্ছেন, সেখানে মেয়ের জন্য একটি হুইল চেয়ার কেনার স্বপ্ন ছিল আকাশ কুসুম। বিষয়টি এক কান দুই কান করে চলে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের কানে। তিনি পরিবারকে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক স্যারকে বলে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবেন।…
গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টা থেকে শুরু হবে। চলবে ২৬ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত। ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সেসব প্রার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘‘সমাজ ঘিরে আমরা (পুলিশ) আবর্তিত হই। যে জন্য আমরা সব সময় জনগণের পুলিশ হতে চাই। কমিউনিটি ব্যাংকের ধারণাও (কনসেপ্ট) কিন্তু আপনাদের দোরগোড়ায় আমাদের নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা।’’ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ভাই ভাই কমপ্লেক্সে কমিউনিটি ব্যাংকের মাওনা শাখা উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পুলিশ প্রধান বলেন, ‘‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমাদের সামনে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আশা কররো গাজীপুর এর রোলমডেল হবে।’’ আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ…
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীতে কাজের সন্ধানে আসা কর্মহীন মানুষের সংখ্যা দিন দিনই বাড়ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ব্যস্ততম স্থানগুলোতে কাজের সন্ধানে আসা এসব কর্মহীন মানুষকে বসে থাকতে দেখা যায়। বিশেষ করে নগরীর জয়দেবপুর রেলস্টেশনসংলগ্ন কিছু এলাকা, টঙ্গী রেলস্টেশন, গাজীপুর চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকায় তাদের উপস্থিতি বেশি দেখা যায়। বেশির ভাগই কাজের সন্ধানে আসছেন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, রংপুরসহ দেশের উত্তরের বিভিন্ন জেলা থেকে। তবে তাদের অনেকেই ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও অনেক সময় কাক্সিক্ষত কাজের সন্ধান পাচ্ছেন না। সম্প্রতি নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল ৬টার আগে থেকেই শত শত কর্মহীন মানুষ…
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত আনুমানিক ৪৫ বছরের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহআলম। আড়িখোলা রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, খবর পেয়ে ভৈরব জিআরপি থানাকে অবগত করা হয়েছে। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ওই নারী মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে নিয়ে গেছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহআলম জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় একটি ঝুট কাপড়ের গোডাউন ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে কারখানার ঝুট, তুলা ও মেশিন পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানাতে পারেনি ফায়ার…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের মনিপুর এলাকায় বনের ভেতর থেকে এক কন্যাশিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর থানার পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত শিশু মুনিয়া আক্তার (৫) মনিপুর গ্রামের মঞ্জুর হোসেনের কন্যা। গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাছেদ জানান, শিশুটি গত ১০ নভেম্বর বিকেলে তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শনিবার বেলা ১১টার দিকে মনিপুরের সরকারি বনের ভেতর একটি মাথার সন্ধান পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে থাকা কাটা হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এসআই আরো…
রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দের প্রথম প্রহরে নবান্ন উৎসব পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সংগঠনটির ৮ম বর্ষ পূর্তি এবং ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কে নিজস্ব কার্যালয়ে এ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান। টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী গোলাম রাব্বানী রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. রাশিদুল হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্য আরো বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদ, সাংবাদিক আব্দুর রহমান আরমান, ইব্রাহীম খন্দকার…
গাজীপুর প্রতিনিধি: পেঁয়াজের বিকল্প মসলা ফসল উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনটিটিউটের (বারি) একদল বিজ্ঞানী। বিকল্প মসলাটির নাম চিভ। বারি সূত্রে জানা গেছে, চিভের চাষ সারা বছরই করা যায়। চিভ-এ প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, নায়াসিন, ক্যারোটিন, কার্বোহাইড্রেট ও খনিজ পদার্থ বিদ্যামান। রয়েছে চিভ এ ক্যানসার প্রতিরোধী গুণাগুণও। সালাত তৈরিসহ বিভিন্ন চাইনিজ ডিসে ব্যবহার করা যায়। চিভের পাতা, কন্দ ও অপরিপক্ক ফুল সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয়। চিভ হজমেও সাহায্য করে। চিভ (Allium tuberosum) একটি বহুবর্ষজীবী মসলা ফসল। হইা অ্যামারাইলিডেসি (Amaryllidaceae) পরিবারের অর্ন্তভুক্ত। এর পাতা লিনিয়ার আকৃতির, ফ্লাট, পাতার কিনারা মসৃণ, বাল্ব লম্বা আকৃতির। ফুলের রং সাদা ও…
রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : আর্চ বিশপ কার্ডিনাল প্যাট্রিক রোজারিও সিএসসি বলেছেন, খ্রিস্টান সমাজে সবার সাথে সবার সমন্বয় না থাকলে ক্রেডিট ইউনিয়ন হয় না। ক্রেডিট ইউনিয়ন শুধু ব্যবসা নয়, এটা সেবা। আর এই সেবাকারী হিসেবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ববানদের সম্মান করতে হবে। তাদের শান্তিতে রাখো এবং সেবা করো। অলসদের সক্রিয় করার পাশাপাশি ভীরুদের শক্তি ও সাহস দাও। কারণ মন্ডলী থেকে ক্রেডিট ইউনিয়ন আলাদা নয়। আর এভাবেই সিদ্ধ জনের ইউনিয়ন হয়। শুক্রবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই ক্রেডিট ইউনিয়ন প্রাঙ্গণে এ সব কথা বলেন। খ্রিষ্টযাগের মধ্য দিয়ে…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দেড় বছর বয়সী মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (৩২) নামে এক মা। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে মেয়ে তাবাসসুম। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার নরসিংদীর বেলাবো এলাকার স্বপন মিয়ার স্ত্রী। আহত তাবাসসুম তাদের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার করনী নীট কম্পোজিট কারখানার ডাইং ম্যানেজার স্বপন মিয়া তার স্ত্রী সালমা আক্তার ও মেয়ে তাবাসসুমকে নিয়ে একটি ফ্ল্যাট বাড়িতে বসবাস করতেন। অনেকদিন ধরেই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে আসছিলেন স্ত্রী। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। এর জের ধরে তাকে মারধরও করতেন স্বামী। গতকাল…























