জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জে টিচার্স ড্রিমের ফেসবুক গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের বেউথা দিশারী প্রি প্রাইমেরী স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে টিচার্স ড্রিমের প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমান যুবায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ: জব্বার, টিচার্স ড্রিমের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অন্যান্যরা । আলোচনা শেষে সুবিধাবঞ্চিত ৫০ জন শিশুকে একটি করে খাতা, কলম ও খাবার প্যাকেট দেওয়া করা হয়।
Author: Saiful Islam
আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে শিথিল হলো ইতালির বহুল আলোচিত কঠোর অভিবাসন আইন। এখন থেকে অবৈধ অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে আর মোটা অংকের জরিমানা দিতে হবে না। এছাড়া নিজ দেশে নিপীড়নের ঝুঁকি থাকলে এধরনের অভিবাসীদের ফেরতও পাঠাবে না ইতালি। সোমবার (৫ অক্টোবর) রাতে ইতালির মন্ত্রিসভায় পাস হয়েছে অভিবাসন আইনের এ সংশোধনী। ২০১৮-১৯ সালে মাত্র ১৪ মাসের ক্ষমতাকালে ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উগ্র ডানপন্থী নেতা মাত্তিও স্যালভিনি জারি করেছিলেন বিতর্কিত এ আইন। পুরনো নিয়মে সরকারি আদেশ অমান্য করে অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে ১১ লাখ ৮০ হাজার ডলার জরিমানা দিতে হতো। কিন্তু এখন তাদের জরিমানা কমিয়ে মাত্র ৫৯ হাজার ডলার করা হয়েছে। নৌযানগুলোর যদি পতাকাবাহী…
জুমবাংলা ডেস্ক : পর্যটন ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৯ অক্টোবর) ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন। যেসব ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, চাকরি, সাধারণ প্রবেশ, সাংবাদিক, কূটনৈতিক, অফিসিয়াল ও আনঅফিসিয়াল। উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সীমান্ত বন্ধসহ প্রতিটা দেশের সাথে ভারতও তার ভিসা বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি।
জুমবাংলা ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলার গোপালপুর মসজিদের ইমাম জাকারিয়া বিয়ে করায় তার নেশা। একে একে বিয়ে করেছেন চারজনকে। আর এক স্ত্রীর মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে জামিনে ছিলেন তিনি। এরই মধ্যে পঞ্চমবারের মতো বিয়ের কথা বলে প্রবাসীর স্ত্রীকে নিয়ে ঘর ছেড়েছেন। নিরুদ্দেশ হওয়ার ২০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও তাদের উদ্ধার করতে পারেনি। অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার খামার সানিলা গ্রামের বাসিন্দা ও সাঁথিয়ার কাশিনাথপুর আ. লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেক মাওলানার ছেলে জাকারিয়া (৩৫)। তিনি কাশীনাথপুর ইউনিয়নের গোপালপুর আত্রাইশুকা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে মসজিদের পার্শ্ববর্তী মৃত ইয়াদ আলীর…
জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সমানে ধর্ষণ-নিপীড়ন বিরোধী বিক্ষোভ ও সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেছেন, দলমত নির্বিশেষে সব ধর্ষকের বিচার চেয়েছে ছাত্রলীগ। বেছে বেছে বিচার ছাত্রলীগ সহ্য করবে না। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে সংগঠনের নেতারা সমাবেশে এ কথা বলেন। ছাত্রলীগ নেতারা বলেন, ধর্ষণের বিচারের নামে সরকার পতনের আন্দোলন যারা করছে তারা ষড়যন্ত্রকারী। তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নেতারা বলেন, শুধু ছাত্রলীগ হলেই গ্রেফতার না করে অন্য ধর্ষকদেরও গ্রেফতার করতে হবে।
জুমবাংলা ডেস্ক : মেয়েদের চেহারা বেশি বেশি দেখানো উচিত বলে মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হল: ফেসবুকে মেয়েরা দেখলাম তাদের প্রোফাইল ছবি কালো করে দিয়েছে। ব্ল্যাক আউট! আমি কালো করিনি কিছু। ওরা তো হিজাবে, বোরখায়, নিকাবে, অন্দরমহলে, অন্ধকারে আমাদের বন্দি করেইছে। বেরোতে গেলে ওরা চুনকালি মাখিয়ে দেয় চেহারায়। ওরা চায় আমাদের অবয়ব যেন লুকিয়ে রাখি, ওরা চায় আমাদের অস্তিত্বটাই যেন কবরে ঢুকিয়ে রাখি। শুধু ওদের যখন সেবা নেওয়ার এবং ধর্ষণ করার প্রয়োজন হবে, চুল ধরে টেনে উঠিয়ে সেবা নিয়ে এবং…
জুমবাংলা ডেস্ক : আগামী ৭২ ঘণ্টা বা তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে…
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে তাদের দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যাশা করা উচিত বলে জানান তিনি। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন। এর আগে, বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে পাঁচ হাজারের কম। আগামী বছর তা আড়াই হাজারে নামিয়ে আনার কথা বলেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।
জুমবাংলা ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পুনর্বাসন, পুনঃএকত্রীকরণ ও সনদায়নের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি বিদেশ গমনেচ্ছু কর্মীদের দুষ্টু দালাল চক্র থেকে দূরে থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদের কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি, সাদেক খান এমপি, বায়রার সভাপতি বেনজীর আহমেদ এমপি, মন্ত্রণালয়ের…
ধর্ম ডেস্ক : সপ্তাহের সেরা দিন শুক্রবার তথা জুম্মার দিন। এটি পৃথিবীর অন্যতম তাৎপর্যবহ দিবস। জুম্মা নামে পবিত্র কোরআনে একটি সূরা আছে। এইদিনে মহান আল্লাহ তায়ালা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছিলেন। ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ এই দিনে হওয়ায় জুম্মার দিনের গুরুত্ব প্রতিটি মুসলমানদের নিকট অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কোরআনে ও রাসুল (সাঃ) তার বাণীতে দিনটির ফজিলত সম্পর্কেও বলেছেন। ফলে জুম্মার দিনের রয়েছে আলাদা মর্যাদা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ, জুমআ এবং রমজানের মধ্যবর্তী সময়ে যে সব গোনাহ হয়ে থাকে তা পরবর্তী নামাজ, জুমআ এবং রমজান…
আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল বামেদের নবান্ন অভিযান। কলকাতা ময়দান সংলগ্ন ডাফরিন রোড, মেয়ো রোড ও রেড রোড এবং হাও়ড়ার ফোরশোর রোডে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-বৃষ্টি, বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। বিজেপিকর্মীদের কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তল। জলকামানের সঙ্গে চলে পুলিশের লাঠিচার্জ। অনেক জায়গায় পুলিশের সঙ্গে অভিযানকারীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। সব মিলিয়ে বেশ কয়েক ঘণ্টা তুলকালাম চলে এই দুই শহরে। কিন্তু অভিযানকারীরা নবান্নের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। এদিকে অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে বিজেপি। জলকামানে রাসায়নিক মেশানোর মতো গুরুতর অভিযোগও তোলা হয়। বিজেপির…
বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই তার প্রেমের গুঞ্জন ছিলো। সেই গুঞ্জনে বেশি ডালপালা মেলতে দেননি। নিজেই জানিয়েছিলেন প্রেমের কথা। জানিয়েছিলেন বিয়ের পরিকল্পনাও। তবে করোনার কারণে সেই বিয়ে পিছিয়ে যায়। কিন্তু বিয়ে থেমে থাকেনি। করোনার লকডাউন চলাকালীন রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা। মার্চেই অনেকটা চুপিসারেই স্বামী কুণাল ভর্মার গলায় বিয়ের মালা দিয়েছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতার খরচ করোনায় বিভিন্ন অসহায় মানুষদের সহায়তায় বিলিয়ে দিয়েছিলেন তারা। সম্প্রতি বিয়ের ছয় মাস শেষ হতে না হতেই এই সুখবর জানালেন পূজা। কুণাল ও পূজা জানিয়েছিলেন, লকডাউনের পর তারা রিসেপশনের অনুষ্ঠান করবেন। তবে তার আগেই তারা সন্তানের সুখবর পেলেন। কোনো লুকোচুরিতে না গিয়ে বেশ…
স্পোর্টস ডেস্ক : চলতি বছরে আইপিএলের সময় ভালো যাচ্ছে না কিংস ইলেভেন পাঞ্জাবের! জয়ের জন্য ২০২ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলে ইনিংসের শুরুটা যে রকম হওয়া দরকার, কোনোভাবেই সেরকম দাপুটে ব্যাটিং করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে আইপিএলে ২০২০-র আরও একটা ম্যাচে কার্যত আত্মসমর্পণ করতে হয় লোকেশ রাহুলদের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে কিংস ইলেভেন হার মানে ৬৯ রানের বিশাল ব্যবধানে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১৬.৫ ওভারে অল-আউট হয়ে যায় ১৩২ রানে। ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখায় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে তারা একসময় ১৫…
জুমবাংলা ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না। আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো। তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস এরা বিচারের মুখোমুখি হবে এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে নেবে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে।…
জুমবাংলা ডেস্ক : সাভারের বিরুলিয়ার আকরাইনের খাগান এলাকায় একটি টিনশেড ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার বেলাল জানান, খবর পেয়ে সাভার ফায়ার স্টেশন থেকে তিনটি ও ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিরুলিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব বলেন, আগুনের ভয়াবহতা অনেক। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরো কয়েকটি টিম আসছে। ব্যাটারি কারখানা হওয়ায় আগুনের তীব্রতা বেশি।
স্পোর্টস ডেস্ক : সরাসরি ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার মাঠে ফিরছে ফুটবল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটে ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা। আর পরদিন (৯ অক্টোবর) ভোর ৬টা ৩০ মিনিটে বলিভিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচেই নেইমার প্রায় অনিশ্চিত বলে জানা গেছে। ফের ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বুধবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখেই টেরেসোপোলিসে অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অনুশীলনে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মাঠ ছাড়েন তিনি। ব্যথার কারণে অনুশীলন থেকে নেইমারকে উঠিয়ে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সেলেকাওদের চিকিৎসক রদ্রিগো…
আন্তর্জাতিক ডেস্ক : অর্ধটন কোকেইন নিয়ে মেক্সিকোর আকাশসীমায় প্রবেশ করেছিল ছোট একটি বিমান। কিন্তু দেশটির সামরিক বাহিনী সেটিকে শনাক্ত করতে পারলে ধাওয়া দিতে শুরু করে। গতি বাড়িয়ে দেয় বিমানটি। এক সময় জ্বালানি ফুরিয়ে গেলে বিধ্বস্ত হয়। নিহত হন বিমানের দুই আরোহী। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর। সিএনএন এর এক অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে কোকেইনভর্তি বিমানটি বিধ্বস্ত হয়ে দুই আরোহীর মৃত্যু এবং পুরো ঘটনাটি নিয়ে এমন তথ্যই জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হচ্ছে, নিজেদের আকাশসীমায় বিমানটির অবস্থান শনাক্ত করে মেক্সিকোর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এর পর সেটিকে ধাওয়া দিতে শুরু করে। ধাওয়া খেয়ে…
আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার আরো ৩০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কারবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ খবর জানা যায়। আজারবাইজানের সাথে আর্মেনীয়ার যুদ্ধ শুরুর পর থেকে আর্মেনীয়ার ৩৫০ সেনা নিহত হয়। এই যুদ্ধে দু’দেশের প্রায় ৩০ হাজার মানুন নিহত হয়েছে। এখন এই লড়াই ব্যাপক আকার ধারণ করেছে। এই বিরোধপূর্ণ অঞ্চলটিতে দীর্ঘ ১২ দিনের মত সংঘর্ষ চলমান রয়েছে। এতে ক্ষতির দিক দিয়ে আজরাবাইজান সুবিধাজনক অবস্থায় আছে। আজারবাইজান জানিয়েছে যে, বৃহস্পতিবার ভোরে আর্মেনীয় বাহিনী গ্যাঞ্জা শহরকে গোলা বর্ষণ করেছে, এতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্যান্য গ্রামগুলোতেও জাতিগত আর্মেনীয় বাহিনী গুলি চালিয়েছে। আজেরি কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর থেকে…
জুমবাংলা ডেস্ক : ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ওই ছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ওই ছাত্রী বলেন, ‘ধর্ষকরা জাতির শত্রু। তাদের কোনো ক্ষমা নেই। হাসান আল মামনু ও নুরুল হক নুরদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমার অনশন অব্যাহত থাকবে।’ এর আগে গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন ওই ছাত্রী। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক…
স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাটিংয়ে নেমে একসঙ্গে জ্বলে উঠলেন হায়দ্রাবাদের দু ওপেনার। ডেভিড ওয়ার্নার আর জনি বেয়ারেস্ট জুটি মিলে বিধ্বস্ত করে ছাড়ে পাঞ্জাব বোলারদের। ২০ ওভারের মধ্যে ১৫ ওভারই খেললেন ওয়ার্নার আর বেয়ারেস্টর উদ্বোধনী জুটি। অবশেষে ১৬তম ওভারের প্রথম বলে গিয়ে রবি বিষ্ণোইর বলে ভাঙে এই জুটি। এ সময় হায়দরাবাদের স্কোর বোর্ডে রান ১৬০। ৪০ বলে ৫২ রান করে আউট হন ওয়ার্নার। ৫টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ১টি ছক্কার মার। জনি বেয়ারেস্টর জন্য আফসোস। ৫৫ বলে ৯৭ রানের অসাধারন ইনিংস খেলে আউট হন এই ইংলিশ ব্যাটসম্যান। ৭টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি। শেষ দিকে কেন উইলিয়ামসন ১০…
জুমবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে খোলা চিঠি দিয়েছেন পলিটেকনিকের ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা। চিঠিতে তারা বলেছেন, চলতি বছর ২০২০-২১ সেশনে প্রতিটি পলিটেকনিক কলেজে শিক্ষার্থী ভর্তি হয়েছে। অথচ স্বাস্থ্যবিধি মেনে আমাদের চূড়ান্ত ভাইভা নেয়া হচ্ছেনা। ভর্তি কার্যক্রম চললে পরীক্ষা কার্যক্রম কেন চলবে না বলে জানতে চেয়েছেন তারা। এ প্রসঙ্গে ঢাকা পলিটেকনিক কলেজের ৮ম পর্বের এক শিক্ষার্থী বলেন, ‘ইতোমধ্যে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমটি জুন-জুলাই মাসে শেষ হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। কিন্তু শুধুমাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারণে আমাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের এমন অবস্থা যেন তীরে এসেও তরী কূলে ভিড়ছে না।’ তানিয়া সুলতানা নামে আরেক শিক্ষার্থী…
আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৬ বছর বয়সেই প্রধানমন্ত্রী! শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে। নারী-পুরুষের সমতার ক্ষেত্রে ফিনল্যান্ডকে প্রায়ই আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী সান্না মারিন লিঙ্গ-সমতার লড়াইকে আরও একধাপ সামনে এগিয়ে নিয়ে গেছেন। ১৬ বছরের এক তরুণীকে একদিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছেন। ফিনল্যান্ডের ‘একদিনের প্রধানমন্ত্রী’ হিসেবে তরুণী আভা মার্টো নতুন কোনো আইন তৈরি করতে পারবেন না। কিন্তু অন্যদিনের মতোই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিনিশ রাজনীতিবিদদের সাথে বৈঠক করেন। বিশেষভাবে প্রযুক্তিখাতে নারীদের অধিকার নিয়ে আলাপ-আলোচনা করেন। মেয়ে শিশুদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে ফিনল্যান্ডে এই ক্ষমতার হাতবদল ঘটে। কন্যা শিশুদের অধিকার তুলে ধরতে…
স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে খেলতে এই মুহূর্তে পর্তুগালেই অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আছেন লিসবনে টিম হোটেলে দলের সঙ্গে। এই সুযোগে মাদেইরায় তার বিলাসবহুল বাড়িতে হানা দিয়ে গুরুত্বপূর্ণ বেশকিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে ডাকাতরা। বুধবার রাতে ঘটে এমন ঘটনা। ডাকাতদেরকে খুঁজছে দেশটির পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এদিন স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ছিলেন রোনালদো। অন্যদিকে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজও ফ্রান্সে। এরই সুযোগে মাদেইরাতে রোনালদোর বাড়িতে হানা দেয় ডাকাতরা। স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, রোনালদোর একজন কর্মচারী বাড়ির গ্যারেজের গেইট খুলতেই ঢুকে পড়ে ডাকাতদল। তার একজন আত্মীয় পরে পুলিশে খবর…
জুমবাংলা ডেস্ক : প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর শুক্রবার ও শনিবার দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। আকরাম-আল-হোসেন বলেন, ‘গত মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। ওই বৈঠকে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির বিষয়ে এনসিটিবির (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় ও আমরা (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) সম্মত হয়েছি। বিষয়টি…