জুমবাংলা ডেস্ক: নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ায় কিছু সময়ের জন্য ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেখানে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত আসে। বিমানের ফ্লাইটটি সকাল সাড়ে ৭টায় নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় রানওয়ের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। তখন বিমানের উড়োজাহাজটি নেপালের আকাশে উড়ছিল। বিমানের ফ্লাইটটি অবতরণের অনুমতি না পাওয়ায় পাইলট বিমানটি ঢাকায় ফিরিয়ে নিয়ে আসে। হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মেহবুব খান জানান, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণের সময়…
Author: Sazzad
জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে পাঁচদিন ভেসে থাকার পর উদ্ধার হওয়া ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাশকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড কার্যালয়ে মেডিক্যাল চেকআপ শেষে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় তাকে পতেঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইস্পাত (স্টিল) উৎপাদনকারী প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা ডেস্ক: গ্রামের স্কুল-কলেজে মানসম্মত শিক্ষক নেই বললেই চলে। এ ছাড়া শিক্ষক সংকট তো রয়েছেই। এমন বাস্তবতায় শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের কিছুদিনের জন্য ‘অতিথি শিক্ষক’ করে গ্রামে পাঠানোর প্রস্তাব এসেছে আসন্ন জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে। আগামী ১৪ জুলাই ডিসি সম্মেলন শুরু হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র দৈনিক শিক্ষাকে জানায়, ‘সেরা শিক্ষকদের কিছু সময়ের জন্য গ্রামে পাঠালে গ্রামের স্কুলগুলোর শিক্ষার মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদেরও পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে।’ এমনটাই মনে করছেন ডিসিরা। সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সঠিক যাচাই-বাছাই ছাড়া চালুকৃত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং বিএড কলেজ বন্ধ করার প্রস্তাব দিয়েছেন ঝিনাইদহের ডিসি। তিনি বলেছেন,…
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪৪ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭টি ও সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে গত ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরব পৌঁছান তাঁরা। হজ অফিস ও বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালনে সৌদি আরব যাবেন। হজ ফ্লাইট শুরু হয় গত ৪ জুলাই। শেষ হবে ৫ আগস্ট। এই সময়ের মধ্যে বাকি হজ যাত্রী সৌদিতে পৌঁছাবেন। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ১০ আগস্ট। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, কোনও ধরনের সংকট,…
হবিগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় রেলের সেতু মেরামত কাজ চলমান থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া সড়ক যোগাযোগ বন্ধ রেখে রেললাইন মেরামতের কাজ করায় রেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। শুক্রবার রাত ১১টা পর্যন্ত এ মেরামত কাজ চলবে। যে কারণে ঢাকা থেকে সিলেট অথবা সিলেট থেকে ঢাকাগামী যানবাহনগুলো সরকারি চলাচল না করে হবিগঞ্জ শহরের বাইপাস সড়ক দিয়ে যেতে হচ্ছে। ফলে যোগাযোগে প্রায় দেড়ঘণ্টা বেশি সময় ব্যয় হচ্ছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সন্ধ্যা ৬টায় শুরু হওয়া মেরামত কাজ রাত ১১টার মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। তখন থেকেই সরাসরি…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে মুহাম্মদ ইমাম হোসাইন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার নারায়াণহাট ইউনিয়নের চাঁনপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসসের। শিশু হোসাইন স্থানীয় নতুনপাড়া এলাকার বেলাল মেকানিকের পুত্র। স্থানীয়রা জানায়, আজ সকালে ধামারখীল সড়কে বন্যার পানিতে পড়ে ইমাম হোসাইন ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় নাজিরহাটে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাশেদ নিজাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু ঘটেছে।’
রাঙামাটি প্রতিনিধি: জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে দু’দিনের জন্য ভ্রমণ বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় কটেজ মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাজেক কটেজ মালিক সমিতি। খবর বাসসের। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনের টানা বর্ষনজনিত কারনে যেকোন সময় সাজেকের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হওয়ার আশংকা থাকায় পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে ১২ থেকে ১৩জুলাই পর্যন্ত পর্যটকদের ভ্রমণ বাতিলের অনুরোধ করেছে কটেজ মালিক সমিতি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাজেকের কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মা বলেন, গত কয়েকদিন প্রবল বর্ষণ হওয়ায় আমরা সাজেক সড়কটি নিয়ে বেশ চিন্তিত আছি। যেকোন সময় সড়কটি দিয়ে যোগাযোগ বিছিন্ন…
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে অবহেলা করে দেশ পরিচালনা করে না বরং মানুষের কল্যাণে কাজ করে গেছে এবং সুখ, দু:খে সবসময় জনগণের পাশে থেকেছে। তিনি আরো বলেন, ‘আমরা মানুষকে অবহেলা করে কখনও দেশ পরিচালনা করিনি। মানুষের সুখ, দু:খের সাথী হয়ে বিপদে তাঁদের পাশে দাঁড়ানো আর মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করেছে।’ তিনি বলেন, ‘এই নীতি নিয়েই আমরা কাজ করি বলেই আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি’। উন্নয়নের এই ধারাটা যেন বজায় থাকে সেজন্য সকলকে একযোগে কাজ করে যাওয়ার ও আহবান জানান প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে শেখ হাসিনা তার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী…
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলায় যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে পানি বিপদসীমা ছুঁই ছুঁট করছে। এদিকে, বন্যা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খবর বাসসের। জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, শনিবার বিকালে অথবা সন্ধ্যায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।তবে এখনও বগুড়ায় সারিয়াকা্িন্দতে যমুনা ও বাঙালী নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, শুক্রবার বিকাল তিনটায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়ায় যমুনার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীতে বিপদসীমা ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার এবং পানি প্রবাহিত হচ্ছিল ১৬ দশমিক ২৭ সেন্টিমিটার নীচ দিয়ে। এদিকে, বন্যা মোকাবিলায় প্রস্তুতি গ্রহন করেছে জেলা…
জুমবাংলা ডেস্ক: বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। বুধবার দুপুরে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণের কথা ছিল। ফিরে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কলকাতা থেকে আসা বাংলাদেশ বিমান ও রিজেন্ট এয়ারের দুটি ফ্লাইট দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। এ ছাড়া ঢাকা থেকে আসা বিমানের আরেকটি ফ্লাইটও দুপুর ২টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ভারী বৃষ্টি আর বিরূপ আবহাওয়ার কারণে ফ্লাইট তিনটি অবতরণ করতে পারেনি। আন্তর্জাতিক ফ্লাইট দুটি ঢাকায় এবং অভ্যন্তরীণ…
স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে মাত্র ১৮ রানে হেরে যায় কোহলিরা। নির্মম এই বিদায়ে যতোটা না ব্যথিত ধোনি-কোহলিদের দল, তার চেয়ে ঢের বেশি ব্যথিত ভারতীয় সমর্থকরা। নিজেদের পকেটের পয়সা খরচ করে কোহলিদের সবগুলো ম্যাচেই স্টেডিয়ামে হাজির হয়েছেন অসংখ্য ভারতীয় সমর্থক। কোহলিদের বিদায়ে কেঁদে চোখ ভাসিয়েছেন অনেক ভারতীয় সমর্থক। ভারতীয় সেসব ক্রিকেটপ্রেমী সমর্থকদের উদ্দেশে বিরাট কোহলি বলেন, আমাদের সকল ফ্যানদের ধন্যবাদ। বিশ্বকাপে তারা আমাদের অসাধারণ সাপোর্ট দিয়েছেন। আমাদের সব ম্যাচেই অসংখ্য সমর্থক মাঠে এসেছেন। ধন্যবাদ বিপুল সংখ্যক সমর্থক মাঠে আসার জন্য। বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, এটা…
জুমবাংলা ডেস্ক: চলতি বছরেই পরবর্তী শিক্ষক নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমাদের ৩৯ হাজার পদের মধ্যে প্রায় ৬ হাজার পদে প্রার্থীই পাওয়া যায়নি। প্রার্থী পাওয়া না যাওয়ার কারণ, সম্ভবত সেগুলো প্রত্যন্ত অঞ্চল, আবার অনেকে দরখাস্ত করেছে একাধিক। যেখানে সুবিধা হয়েছে সেখান গিয়েছে। যার কারণে আবার বিজ্ঞাপন দিতে হবে। আমাদেরকে যদি এমপিওর নীতিমালার মহাপরিচালক মাউশির কাজে ব্যস্ত না করতেন, এতদিনে এই বিজ্ঞাপন দেয়া হয়ে যেত। তিনি বলেন, আমাদের যদি একটু সময় দেন, একটু সুযোগ দেন। ওই বিজ্ঞাপনটা বড় বিজ্ঞাপনের…
জুমবাংলা ডেস্ক: শিশু নির্যাতন রোধে দেশের প্রতিটি স্কুলে অভিযোগ বক্স রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অরিত্রীর আত্মহত্যা মামলার শুনানিতে আদালত বলেন, শিশুরা তাদের অভিযোগগুলো মা-বাবা অথবা স্কুলের শিক্ষক কারও কাছেই বলতে পারে না। সেক্ষেত্রে স্কুলে একটি অভিযোগ বক্স থাকলে সেখানে নির্ভয়ে অভিযোগ লিখে দিতে পারবে। বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এআদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার) এবং বিবাদীপক্ষে ছিলেনব্যারিস্টার অনিক আর হক। অরিত্রীর আত্মহত্যা মামলার শুনানিতে আদালত বলেন, প্রতিটি স্কুলে শিশুদের নির্যাতনের অভিযোগ শোনার জন্য একটি অভিযোগ বক্স…
জুমবাংলা ডেস্ক: ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় কক্সবাজার সৈকত ও মহেশখালী থেকে ৭ জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এ সময় আরও ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে ডুবে যাওয়া ওই ট্রলারটি ভেসে আসে। পরে সেখান থেকে ৬ জেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া বেলা ১১টার দিকে মহেশখালীর ধলঘাটা থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। জীবিত উদ্ধার হওয়ারা হচ্ছেন ভোলার চরফ্যাশন এলাকার ওয়াজউদ্দিনের ছেলে জুয়েল ও একই এলাকার মোহাম্মদ মনির হোসেন। তবে মৃত ৭ জনের পরিচয় এখনো জানা যায়নি। কক্সবাজার সি-সেভ লাইফ গার্ডের সুপার ভাইজার ওসমান গনি…
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সংসদীয় দলের তৃতীয় সভা কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহষ্পতিবার রাত ৮টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় সকল সংসদ-সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। খবর বাসসের।
জুমবাংলা ডেস্ক: নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি আজ বিকেলে টঙ্গীর দত্তপাড়ার নারী উদ্যোক্তা ঝর্না ইসলমের কুটির শিল্প পরিদর্শন করেছেন। সেখানে তিনি পোশাক উৎপাদন প্রক্রিয়া ও কাজের পরিবেশ ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। খবর বাসসের। এসময় রানী কুটির শিল্প মালিক ঝর্ণা ইসলামের ব্যবসার খোঁজখবর নেন। ঝর্ণা ইসলাম রাণীর কাছে কারখানা তৈরি জন্য জায়গা ও ৫০টি মেশিন দেয়ার অনুরোধ জানান। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝর্ণা ইসলাম ব্রাক এনজিওর একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে রাণী ম্যাক্সিমার সাথে তার পরিচয় হয়। রাণী ম্যাক্সিমা গত ২০১৫ সালে বাংলাদেশে এসে প্রথম টঙ্গীর দত্তপাড়া…
জুমবাংলা ডেস্ক: সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের স্ত্রী ইও শুন তায়েক আজ বুধবার সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াস স্কুল পরিদর্শন করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। খবর বাসসের। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পররাষ্ট্র্রমন্ত্রীর স্ত্রী বেগম সেলিনা মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা প্রয়াস স্কুলে এসে পৌঁছলে কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোঃ নুরুল হুদা তাঁদেরকে স্বাগত জানান এবং প্রয়াসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ইও শুন তায়েক প্রয়াসের আর্লি চাইন্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডিপি) প্রোগ্রামসহ…
জুমবাংলা ডেস্ক: তিতাস গ্যাস সরবরাহ শাটডাউন নোটিশ-জিটিসিএলের সাভারের আমিনবাজার সিজিএসে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। এ কারণে রাজধানী ও পাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। আজ বুধবার এ তথ্য জানান তিতাসের পরিচালক অপারেশন কামরুজ্জামান। তিনি বলেন, আমিনবাজার সিজিএসে জরুরি মেরামত কাজের জন্য ঢাকা শহরের পশ্চিমাংশ-শ্যামলি, গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারিবাগ ও এর সংলগ্ন আশেপাশের এলাকা এবং হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা বিরাজ করবে।
জুমবাংলা ডেস্ক: বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে সারা বিশ্বের জন্য স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। খবর বাসসের। গ্লোবাল কমিশন অন এ্যাডাপটেশন সংক্রান্ত দুই দিনব্যাপী ঢাকা সম্মেলনের ফাঁকে ক্রিস্টালিনা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে এ কথা বলেন। বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘আপনার পরিবার সারা বিশ্বের জন্য স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক।’ বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমি ছাত্রী ছিলাম। বঙ্গবন্ধুর ক্যারিশমাটিক নেতৃত্বে বাংলাদেশ…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মইনুল ইসলাম আবিরকে ফেসবুকে হিন্দু ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীর্ঘ ৫০ দিন কারাবরণ করতে হয়েছে। অভিযোগ নিয়ে চলতে থাকে নানা বিতর্ক। পুলিশের ফাইনাল রিপোর্টে অভিযোগের সত্যতা না পাওয়ায় জামিনে মুক্তি পায় আবির। দুর্বিষহ কারাবাসের অভিজ্ঞতা এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। নিজের আইডি বাতিল হওয়ায়, বন্ধু হাবিব উল্লাহর ফেসবুক একাউন্ট থেকে পোষ্টটি করেন, যা সবার মনেই ভিন্ন ধরণের এক আবেদন জাগায়। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘আমি মইনুল বলছি, প্রথমে মহান আল্লাহ এর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। বিনা অপারাধে ৫০ দিন কারাভোগের পর অবশেষে গতকাল…
জুমবাংলা ডেস্ক: মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সারাদেশে আরও ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাত আব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। খবর বাসসের। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাসস’কে জানান, আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাতের প্রবণতা একই রকম থাকবে। তিনি জানান, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সীতাকুন্ড ১৫৭ মিলিমিটার, চট্টগ্রামে ১৪৩, হাতিয়ায় ১৩৩ এবং সন্দ্বীপে ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত…
জুমবাংলা ডেস্ক: মালয়েশিয়ার বাজারে বাংলাদেশী পণ্যের প্রচারের জন্য বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) কুয়ালালামপুরে বৃহস্পতিবার ‘৪র্থ শোকেস বাংলাদেশ- গো গ্লোবাল’ আয়োজন করতে যাচ্ছে। খবর বাসসের। কুয়ালালামপুরের রয়েল চুলান হোটেলে আয়োজিত এই পণ্যমেলায় প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইটিআই)’র ডেপুটি মিনিস্টার ওয়াইবি ড. ওং কিয়ান মিং উপস্থিত থাকবেন। বিএমসিসিআই সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন এই আয়োজনে বক্তব্য দিবেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন শোকেসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এম আলমগীর জলিল। মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন (এমএএসএসএ), মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কোঅপারেশন (এমএটিআরএডিই) ও বাংলাদেশ…
জুমবাংলা ডেস্ক: এখন থেকে অনলাইনে মাত্র পাঁচ মিনিটে জমির খতিয়ানের কপি সংগ্রহ করা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় এই পদ্ধতিতে land.gov.bd বা rsk.land.gov.bd বা www.minland.gov.bd বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে খতিয়ানের কপি সংগ্রহ করা যাবে। এর আগে, গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘হাতের মুঠোয় খতিয়ান’ স্লোগানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরএস খতিয়ান অনলাইনে অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন। তিন পার্বত্য জেলা ছাড়া দেশে প্রায় ৬১ হাজার ৫০০ মৌজা রয়েছে। এর মধ্যে ৪১ হাজার মৌজার জরিপ সম্পন্ন হয়েছে, এর প্রায় ৩২ হাজার মৌজার জরিপে প্রকাশিত এক কোটি ৪৬ লাখ আরএস (১৯৬৫ সাল থেকে চলমান জরিপে প্রস্তুত করা খতিয়ান) খতিয়ানের তথ্য অনলাইনে…
জুমবাংলা ডেস্ক: দুই দেশের মধ্যে ব্যবসা এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এবং ভূটান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। ভূটানের বিদায়ী রাষ্ট্রদূত সোনাম টি রাবজিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে ব্যবসা এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য পিটিএ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছি।’ আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কে রাবজিই বলেন, ভূটান থেকে শীগ্রই এক লাখ মেট্রিক টন পাথর নারায়ণগঞ্জে এসে পৌঁছবে। বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভূটান একটি বিশেষ স্থান…