বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিগগিরই অ্যানড্রয়েড ডিভাইসের জন্য একটি নতুন ফিচার রোল-আউট করতে শুরু করবে। আর এই নয়া ফিচারের ফলে যদি টানা ৩ দিন বা ৭২ ঘণ্টা ফোন আনলক করা না হয়, তাহলে নিজে থেকেই রিস্টার্ট নিয়ে নেবে।
গত বছর আইওএস ১৮.১ লঞ্চ করেছিল অ্যাপল। সেই সময়ই কোম্পানির পক্ষ তকে একটি নয়া ফিচারও আনা হয়েছিল। যার নাম ইনঅ্যাক্টিভিটি রিবুট। কিন্তু এই ফিচারের কাজ কী?
টানা ৩ দিন ধরে আইফোন সক্রিয় না থাকলে তা নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। এবার আইওএস ১৮-এর প্লেবুক থেকে একটি পেজ নিয়েছে গুগল। আর খুবই শিগগিরই টেক জায়ান্ট অ্যানড্রয়েড ডিভাইসের জন্য একটি নতুন ফিচার রোল-আউট করতে শুরু করবে। আর এই নয়া ফিচারের ফলে অ্যানড্রয়েড ডিভাইস যদি টানা ৩ দিন বা ৭২ ঘণ্টা আনলক করা না হয়, তাহলে ফোন নিজে থেকেই রিস্টার্ট নিয়ে নেবে।
এই ডিভাইসকে আবার কখনও কখনও অটো-রিবুট ফিচার বলেও ডাকা হয়। ধরা যাক, কোনও ব্যবহারকারীর কাছে একাধিক ডিভাইস রয়েছে, নিরাপত্তার জন্য তিনি সব কটি ব্যবহার করছেন না। সেক্ষেত্রে অন্যরা যাতে সেই ব্যবহারকারীর ডিভাইস ব্যবহার করতে না পারেন, তার জন্য সাহায্য করে এই ফিচারটি। গত বছর এ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। আসলে এক আইন প্রণয়ণকারী আধিকারিক বলেন যে, হঠাৎ করেই তারা সন্দেহভাজনদের স্মার্টফোনগুলো আনলক করতে ব্যর্থ হন, যা তারা পঠনযোগ্য অবস্থায় উদ্ধার করেছিল।
Security > Privacy সেকশনের আওতায় লিস্টেড রয়েছে এই ফিচার। ফলে Google Play Services (v25.14) রয়েছে, এমন লক্ষ লক্ষ অ্যানড্রয়েড ডিভাইসে খুব দ্রুতই তা পাওয়া যাবে। যদিও অ্যানড্রয়েড অটো, টিভি ওয়ার ওএস ব্যবহারকারীরা এই ফিচার পাবেন না। তবে অ্যানড্রয়েড পাওয়ার্ড ট্যাবলেটে এই ফিচার এসে যাওয়ার কথা।
গুগল অবশ্য এখনও স্পষ্ট করে জানায়নি যে, সমস্ত সাপোর্টেড ডিভাইসে কবে থেকে অটো-রিবুট ফিচার রোল আউট করা হবে। কিন্তু মনে করা হচ্ছে যে, সাধারণ ভাবে এই নয়া ফিচার আসতে এক সপ্তাহ কিংবা ২ সপ্তাহ সময় লেগে যেতে পারে।
প্রথমেই ফোন রিস্টার্ট কেন? Windows, Android এবং iOS-এর মতো বেশিরভাগ আধুনিক অপারেটিং সিস্টেম আসলে যে কোনও কিছু সামলানোর জন্য যথেষ্ট। এমনকি তা পাওয়ার অফ না করেই কিংবা রিস্টার্ট ছাড়াই কাজ করে যেতে পারে।
এদিকে অ্যানড্রয়েড এবং আইফোন উভয়ই ব্যবহারকারীর ডেটা এনক্রিপ্টেড রাখে। ফোন যখন Before First Unlock (BFU) অবস্থায় থাকে, তখন তা সবথেকে নিরাপদ। এর ফলে ডেটা কপি অথবা অ্যাক্সেস করা বেশ কঠিন। এটা যদিও পুরোপুরি সমাধান নয়। কিন্তু এর মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসের অ্যাক্সেস পাওয়া হ্যাকার কিংবা সাইবার অপরাধীদের জন্য মুশকিল হয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।