Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এভারেস্টে পাওয়া ১০০ বছর আগের পায়ের খণ্ডাংশটি কার
    আন্তর্জাতিক

    এভারেস্টে পাওয়া ১০০ বছর আগের পায়ের খণ্ডাংশটি কার

    Shamim RezaOctober 13, 20244 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : এভারেস্ট পর্বতমালায় গত মাসে পর্বতারোহীদের একটি দল যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য প্রামাণ্য চলচ্চিত্রের দৃশ্য ধারণ করছিল। দলের এক সদস্য হঠাৎ জমাট বাঁধা একটি জুতায় হোঁচট খান। হিমবাহের বরফ গলে বেরিয়ে এসেছিল জুতাটি।

    100 Year

    ধারণা করা হচ্ছে, এ জুতা অ্যান্ড্রু কমিন ‘স্যান্ডি’ আরভিন নামের একজন ব্রিটিশ পর্বতারোহীর। আজ থেকে শত বছর আগে ১৯২৪ সালের জুনে এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে সঙ্গী জর্জ ম্যালোরিসহ হারিয়ে যান তিনি। এর পর থেকে আরভিনের খবরের অপেক্ষায় ছিল তার পরিবার। জুতাটি বোধ হয় তাদের সেই অপেক্ষার অবসান ঘটাল।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

    জুতাটির সূত্র ধরে পাওয়া যেতে পারে পর্বতারোহণের বৈশ্বিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটির সমাধান। ১৯৫৩ সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বুকে প্রথম পা রাখেন এডমন্ড হিলারি ও তেনজিং নরগে। কিন্তু এর ২৯ বছর আগেই আরভিন ও ম্যালোরি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন কি না, সেই প্রশ্নের উত্তরও পাওয়া যেতে পারে জুতাটির সূত্র ধরে।

    ন্যাশনাল জিওগ্রাফিকের প্রামাণ্য চলচ্চিত্রনির্মাতা দলের নেতৃত্বে ছিলেন সুপরিচিত পর্বতারোহী জিমি চিন। তিনি বলেন, জুতাটির ভেতরে একটি পায়ের খণ্ডাংশ ছিল। এ আবিষ্কারে উচ্ছ্বাস প্রকাশ করে জিমি বলেন, ‘এটি ছিল স্মরণীয় ও আবেগঘন মুহূর্ত।’

    আরভিনের ভাগনির মেয়ে জুলি সামারসের কাছে বিষয়টি এককথায় অসাধারণ। তিনি বিবিসিকে বলেন, ‘আমার গা হিম হয়ে গেছে…আমরা তাকে (আরভিন) খুঁজে পাওয়ার সব আশা ছেড়ে দিয়েছিলাম।’

    অনেক মানুষ বছরের পর বছর আরভিনের মরদেহের সন্ধান করেছেন। এর আংশিক কারণ ছিল, সম্ভবত ২২ বছর বয়সী ওই পর্বতারোহীর কাছে থাকা ক্যামেরায় কিছু ভিডিও ছিল। তাতে তার আর ম্যালোরির এভারেস্টের চূড়ায় ওঠার ছবি থাকতে পারে।

    জুতাটির আবিষ্কার কি আরভিনের দেহ ও ক্যামেরা খুঁজে পাওয়ার প্রথম ধাপ?

    জুতার ভেতরে থাকা পায়ের খণ্ডাংশ সত্যিকার অর্থে আরভিনের কি না, তা নিশ্চিত হতে এরই মধ্যে তার পরিবার ডিএনএ নমুনা দিয়েছে। তবে চলচ্চিত্রনির্মাতা দলটি অনেকটাই আত্মবিশ্বাসী, জুতাটি আরভিনেরই। কারণ, জুতার ভেতরে যে মোজা পাওয়া গেছে তাতে সেলাই করে লেখা ছিল ‘এ সি আরভিন’।

    চলচ্চিত্রনির্মাতা দলটি গত মাসে এভারেস্টের উত্তর দিক দিয়ে রংবুক হিমবাহ থেকে নেমে আসার সময় জুতাটি খুঁজে পায়। এর আগে ওই পথে তারা একটি অক্সিজেনের বোতল পান। বোতলের গায়ে ১৯৩৩ সাল লেখা। ওই বছরই এভারেস্টে এক অভিযানকালে আরভিনের সঙ্গে থাকা একটি জিনিস পাওয়া গিয়েছিল।

    বোতলটি দেখার পর চলচ্চিত্রনির্মাতা দলের মাঝে তীব্র উত্তেজনা দেখা দেয়। আরভিনের মরদেহ আশপাশেই থাকতে পারে- এমন ধারণা থেকে তারা সাত দিন ধরে সেখানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে দলটির একজন দেখতে পান, গলতে থাকা বরফের ভেতর থেকে একটি জুতা উঁকি দিচ্ছে।

    দলটি সৌভাগ্যবশতই জুতাটি খুঁজে পেয়েছে। কারণ, তাদের হিসাব অনুযায়ী, জুতাটি পাওয়ার মাত্র এক সপ্তাহ আগে সেখানকার হিমবাহ গলতে শুরু করেছিল।

    ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পায়ের খণ্ডাংশসহ জুতাটি এভারেস্ট থেকে নিয়ে এসে চীনা পর্বতারোহী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এভারেস্টের উত্তর দিক দেখভালের দায়িত্বে আছে ওই কর্তৃপক্ষ।

    নিখোঁজ হওয়ার শততম বছরে আরভিনের উত্তরসূরিদের কাছে এ আবিষ্কার অনেক আবেগের। আরভিনের ভাগনির মেয়ে জুলি সামারস তার নানির দুঃসাহসী অভিযাত্রী ও অক্সফোর্ড থেকে পড়াশোনা করা তরুণ ভাইয়ের (আরভিন) গল্প শুনে বড় হয়েছেন। তারা আরভিনকে ‘আঙ্কেল স্যান্ডি’ বলেই জানতেন।

    জুলি সামারস স্মৃতিচারণা করে বলেন, ‘আমার নানির বিছানার পাশে আরভিনের একটি ছবি ছিল। মৃত্যুর আগ পর্যন্ত ছবিটি তিনি সেখানেই রেখে দিয়েছিলেন। নানি বলতেন, ‘‘আরভিনের মতো ভালো মানুষ হয় না।’’’

    আরভিন ২২ বছর বয়সে নিখোঁজ হন। ওই সময় তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ পর্বতারোহী। তিনি ও ম্যালোরি বিশ্বের অনেক পর্বতারোহীর কাছেই দীর্ঘদিন ধরে আছেন কৌতূহলের বিষয় হয়ে। আরভিন ও ম্যালোরিকে সবশেষ দেখা গিয়েছিল ১৯২৪ সালের ৮ জুন। সেদিন এভারেস্টের চূড়ায় যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

    ১৯৯৯ সালে এক মার্কিন পর্বতারোহী ম্যালোরির মরদেহ খুঁজে পান। সাম্প্রতিক দশকগুলোয় আরভিন ও ম্যালোরির দেহাবশেষ অনুসন্ধানের বিষয়টি বিতর্কের মুখে পড়েছে। তাদের মরদেহ সরিয়ে ফেলা হয়েছে বলেও কথিত আছে। তবে জুলি সামারস সব সময় এসব গল্প ও সন্দেহ উড়িয়ে দিয়েছেন। জিমি চিন যখন তাকে কল করে জানান, আরভিনের দেহাবশেষ এখনো এভারেস্টেই আছে, তখন জুলি স্বস্তির নিশ্বাস ফেলেন।

    কিন্তু কেমন হবে, যদি প্রমাণিত হয় যে আরভিন ও ম্যালোরি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন? তবে কি পর্বতারোহণের গোটা ইতিহাস বদলে যাবে? কারণ, এমনটি হলে তারাই হবেন এভারেস্টের চূড়ায় পা রাখা প্রথম মানব।

    শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে

    সামার বলেন, এটি হলে খুবই ভালো হবে, আমরা সবাই অনেক গর্ব করব। আরভিনের সঙ্গে যে ক্যামেরা ছিল বলে বিশ্বাস করা হয়, সেটির কোনো ছবি পেলেই আমরা প্রকৃত ঘটনা জানতে পারব। এখন থেকে ক্যামেরাটির খোঁজ অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘পায়ের ১০০ আগের আন্তর্জাতিক এভারেস্টে কার খণ্ডাংশটি পাওয়া বছর
    Related Posts
    স্পন্সর ভিসা ইতালি

    ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি সরকার

    October 20, 2025
    ২৪ বছরের যুবতী

    ২৪ বছরের যুবতীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ, দেনমোহর ২ কোটি ২২ লাখ টাকা

    October 20, 2025
    গ্রিন কার্ড লটারি থেকে বাদ ভারত

    গ্রিন কার্ড লটারি থেকে বাদ ভারত, সংকটে ভারতীয় অভিবাসীরা

    October 20, 2025
    সর্বশেষ খবর
    স্পন্সর ভিসা ইতালি

    ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি সরকার

    ২৪ বছরের যুবতী

    ২৪ বছরের যুবতীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ, দেনমোহর ২ কোটি ২২ লাখ টাকা

    গ্রিন কার্ড লটারি থেকে বাদ ভারত

    গ্রিন কার্ড লটারি থেকে বাদ ভারত, সংকটে ভারতীয় অভিবাসীরা

    ‘মোনা লিসা’ -লুভ্‌র জাদুঘর

    ‘মোনা লিসা’ থেকে হিরে তরবারি, চোরদের নিশানায় কেন লুভ্‌র জাদুঘর?

    DB

    ডিভি লটারির আপডেট : বাংলাদেশিরা কি আবেদন করতে পারবে?

    প্রতিরক্ষামন্ত্রী

    আফগানিস্তান ও পাকিস্তানের সংঘাতে ভারতের ভূমিকা নেই : আফগান প্রতিরক্ষামন্ত্রী

    ভূমিকম্প

    ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

    সহযোগিতা

    ইরানের সাথে সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রাশিয়া

    বিষাক্ত কুয়াশায় শ্বাসরুদ্ধ ভারতের নয়াদিল্লি

    বিষাক্ত কুয়াশায় শ্বাসরুদ্ধ ভারতের নয়াদিল্লি

    ইউক্রেন

    বর্তমান অবস্থা মেনে নিয়ে ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.