২০০৯ সালে যখন প্রথম Avatar মুভিটি রিলিজ হয়েছিল তখন সিনেমা জগতে হইচই শুরু হয়ে গিয়েছিল। ওই সময় সিনেমাটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিল। দর্শকদের দাবি ছিল শীঘ্রই সিনেমাটির দ্বিতীয় ভার্সন যেন রিলিজ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছরের ডিসেম্বরের ছয় তারিখে এভাটার: দ্যা অ্যাওয়ে অফ ওয়াটার সিনেমাটি বিশ্বব্যাপী রিলিজ করা হয়।
২০০৯ সালে রিলিজ পাওয়া এ মুভির পরবর্তী গল্প রিপ্রেজেন্ট করা হয়েছে বর্তমান সিনেমায়। তবে দর্শকদের জন্য সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরুন একটি সুসংবাদ নিয়ে এসেছেন।
জেমস ক্যামেরুন জানান যে, এখানেই Avatar মুভির গল্প শেষ হবে না। এ গল্প আরও সামনে এগিয়ে যাবে এবং সিনেমাটির তৃতীয় ভার্সন বিশ্বব্যাপী রিলিজ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের মধ্যে পরবর্তী Avatar মুভি তৈরির কাজ শেষ হয়ে যাবে।
অবশ্য পরিচালক জেমস ক্যামেরুন তৃতীয় সিনেমা নিয়ে বিশদ পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। যারা avatar এর দুইটি সিনেমাই পছন্দ করেছেন তাদের জন্য এটি অনেক বড় সুসংবাদ।
কেননা তারা সবাই চেয়েছেন গল্পটি যেন আরও সামনে এগিয়ে যায়। ২০০৯ সালে সিনেমাটির যখন প্রথম রিলিজ পেয়েছিল তখন সর্বকালের সফল চলচ্চিত্র হতে সক্ষম হয় এটি।
ওই সময় স্টার ওয়ার্স, মারভেল এবং ফাস্ট এন্ড দ্য ফিউরিয়াস এর মত জনপ্রিয় সিনেমাকে টেক্কা দিতে সক্ষম হয়েছিল Avatar। বর্তমান সময়ে রিলিজ পাওয়া সিনেমায় জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যে বসবাসের জন্য বিপদজনক হয়ে উঠছে সে বিষয়ে ফোকাস করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরের ২০ তারিখে তৃতীয় সিনেমাটি রিলিজ হতে পারে। দ্বিতীয় সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের বেশিরভাগ চরিত্রকে ঐ সময়ে দেখতে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।