অভিনয়ে যেদিন পা রাখছেন অজয় কন্যা নাইসা

কাজলের মেয়ে নাইসা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল এর মেয়ের নিয়াসা দেবগনকে নিয়ে জনসাধারনের উত্তেজনা ক্রমশই বাড়ছে। মাত্র ১৯ বছর বয়সী নাইসার বোল্ড ও পরিণত ফিগারে ক্লিন বোল্ড নেটিজেনরা। মাঝে মধ্যেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হতেও দেখা গিয়েছে তাকে।

কাজলের মেয়ে নাইসা

নেটিজেনর জানতে চান কবে নাইসা বলিউডে ডেবিউ করবেন। বর্তমানে অজয়-কাজল কন্যা ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে। মাঝে মধ্যেই বন্ধুদের সাথে তাকে চুটিয়ে পার্টি করতেও দেখা যায়।

তবে অজয় কিংবা কাজল দুজনকেই বহুবার মিডিয়া প্রশ্ন করেছে তাদের কন্যা কবে পা রাখছেন অভিনয়ের দুনিয়ায়। এবার সম্প্রতি সেই প্রশ্ন নিয়ে মুখ খুলতে দেখা গেল কাজলকে। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন – ‘নাইসা ও যুগের উচিত এমন কেরিয়ার বেছে নেওয়া যা তাদের ভালো রাখতে পারবে। তাদের সব ধরণের সুখ দিতে পারবে। আর আমরা কোনোদিন তাদের ক্যারিয়ার নিয়ে চাপ সৃষ্টি করতে চাই না। যে পথকেই সে তার ক্যারিয়ার হিসাবে বেছে নেবে আমাদের পূর্ণ সহযোগিতা সবসময় থাকবে’।

১০টি ভুল আপনাকে কখনোই ধনী হতে দেবে না

অজয়ের বাবা বিরু দেবগন বিখ্যাত ফাইট মাস্টার ও পরিচালক-প্রযোজক ছিলেন। আর কাজলের মা হলেন তনুজা। তার মাসি নূতন মারাঠি অভিনেত্রী সাথেই শোভনা সমর্থ এর কন্যা। তাই অজয়-কাজলের পরিবার অনেক আগে থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত আছেন। কিন্তু তারা কোনো সময়েই চান না নাইসা বা তাদের পুত্র যুগ তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের কথা মতো এই পেশায় যুক্ত হন। যদিও কাজল কয়েকদিন আগেই বলেছিলেন যে, নাইসা খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। এখন দেখা যাক নাইসা অভিনয় থেকে দূরে থাকবেন নাকি সত্যি তিনি কিছুদিনের মধ্যেই পা রাখবেন বলিউডে।