বিনোদন ডেস্ক : বিশ্বে রুপালি জগতের সেরা সম্মাননা অস্কার পুরস্কার। আর এ মঞ্চে এ বছর এনটিআর জুনিয়রের অভিনয় করা সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গান জিতেছে মৌলিক গান বিভাগে সেরার শিরোপা। সে মঞ্চ থেকে দেশে ফিরেই তিনি জানিয়েছেন অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত।
হায়দরাবাদের এক অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন দক্ষিণী এ অভিনেতা। হঠাৎ তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন নেটিজেনরা।
তার এমন সিদ্ধান্ত অবশ্য খানিকটা বিরক্ত থেকে হতে পারে এমনই মনে করছেন এনটিআর ভক্তরা। ঠিক কি হয়েছিল ওই হায়দরাবাদে।
নিজের ছবিমুক্তির আগে হায়দরাবাদে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে সংবাদমাধ্যম আর ভক্তরা এ অভিনেতা বারবারই তার পরবর্তী সিনেমার কথা জানতে চায়।
এতে বিরক্ত হয়ে অভিনেতা উত্তর দেন, ‘আমি এখন কোনও ছবিতে কাজ করছি না। যদিও আপনারা বারবার একই কথা জিজ্ঞাসা করতে থাকেন, তা হলে অভিনয় করাই ছেড়ে দেব।’
এমন মন্তব্যে হতাশ হয়েছেন এনটিআর ভক্তরা। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি পরে বলেন, নিছকই মজার ছলে সেসময় অভিনয় ছাড়ার কথা বলেছেন তিনি।
কালো স্যুট পরে অস্কারে গিয়েছিলেন জুনিয়র এনটিআর। তাতে সোনালি রং দিয়ে বাঘের ছবি আঁকা ছিল। রেড কার্পেটে অস্কারজয়ী হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের সঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন দক্ষিণী সুপারস্টার। ক্যারিয়ারের সেরা সময়ে অভিনয় ছাড়ার কথা তিনি কখনও কল্পনাও করতে পারেন না।
সূত্র: সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।