আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের লেখা চিঠি ব্যবহার করে সফলভাবে পার্কিং জরিমানার হাত থেকে বেঁচে গেছেন এক ব্রিটিশ তরুণী।
শুক্রবার (৩১ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিলি হোলটন নামের ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যখন ইয়র্ক সিটি কাউন্সিলের কাছ থেকে নোটিশটি পেয়েছিলেন, তখন উচ্চবাচ্য না করে জরিমানার টাকা দিয়ে দেয়ার কথা ভেবেছিলেন তিনি।
তবে পরে সিটি কাউন্সিলের কাছে আপিল করে একটি চিঠি লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির কাছে অনুরোধ করেন তিনি। পরে জরিমানার নোটিশ প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলো তথ্য খুঁজে বের করে এবং এগুলোকে মানুষের মতো উপস্থাপন করে প্রশ্নের উত্তর দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
আপাতদৃষ্টিতে প্রভূত বোধশক্তিসম্পন্ন হওয়া সত্ত্বেও, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই স্বীকার করেছে যে সিস্টেমটি ‘কখনও কখনও যৌক্তিক শব্দযুক্ত কিন্তু ভুল বা অর্থহীন উত্তর লিখতে পারে’।
মিলি হোলটন বলেন, রাস্তায় পার্কিং করার জন্য তাকে জরিমানা করা অন্যায় ছিল, কেননা তার সেখানে পার্কিংয়ের অনুমতি ছিল।
ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটির এই ছাত্রী বলেন, তিনি তার ইভেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রির শেষ বছরে একাডেমিক কাজে ব্যস্ত থাকায় জরিমানার টাকা দিয়ে দেয়ার কথা ভেবেছিলেন।
তবে পরে এই নিয়ে আপিল করার সিদ্ধান্ত নেন তিনি। তিনি বলেন, ‘আমি ভাবলাম, ‘ওহ আমার এই জরিমানা দরকার নেই, আমি একজন ছাত্র’ কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম তা প্রকাশ করা বেশ কঠিন ছিল। তাই আমি ভাবলাম আমি শুধু দেখব চ্যাটজিপিটি আমার জন্য এটি করতে পারে কিনা। আমি কোথায় এবং কখন এটি ঘটেছে, কেন এটি ভুল ছিল এবং জরিমানা করার জন্য আমার রেফারেন্স সম্পর্কে আমার সমস্ত বিবরণ দেই এবং এটি মিনিটের মধ্যে এই পুরোপুরি সুগঠিত জবাব দেয়।’
তিনি আরও বলেন, চ্যাটবটের জবাব ‘দুর্দান্ত’ ছিল এবং এটি পরিস্থিতিটি পুরোপুরি ব্যাখ্যা করে। জরিমানা প্রত্যাহার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের চিঠি পেয়ে তিনি ‘খুব স্বস্তি পেয়েছিলেন’ বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।