জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (২২ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কবিরহাট উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে আসতে শুরু করেছেন। শেখ হাসিনা সরকার, বারবার দরকার স্লোগানে নেতাকর্মীরা মিছিল মুখরিত করে তোলে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজনে শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শান্তি সমাবেশে আসা দেলোয়ার হোসেন নামের এক আওয়ামী লীগের সমর্থক বলেন, বিএনপি পদযাত্রার নামে নৈরাজ্য শুরু করেছে। আমরা সেই প্রতিবাদে এই সমাবেশে এসেছি। আগামী দিনেও আমরা এই সরকারকে চাই।
ছাত্রলীগ কর্মী ইব্রাহিম খলিল বাবলু ঢাকা পোস্টকে বলেন, শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছেন। বড় বড় মেগা প্রজক্টসহ অনেক উন্নয়ন করেছেন আওয়ামী লীগ সরকার। আমরা আগামীতেও শেখ হাসিনার সরকার চাই।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদ স্বরূপ আজকের এই শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশ। আমরা বিএনপিকে বলতে চাই, আমরা মাঠে আছি। সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের ঠাঁই নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।