সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর নিজের হাতে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন।
আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল, সমস্ত খবরের কাগজ বন্ধ করে মাত্র চারটি খবরের কাগজ চালু রেখেছিলেন। আর তার কন্যা শেখ হাসিনা নিজেকে মনে করেন একজন বিচক্ষণ পিতার কন্যা, তিনি ক্ষমতায় এসে সকল বিরোধী দলের রাজনৈতিক মিটিং মিছিল সব বন্ধ করে দিলেন। জামায়াতে ইসলামীর ২-৩ জন কর্মী একসাথে বসে যদি চাও খেতেন পুলিশ এসে ধরে নিয়ে নাশকতার ষড়যন্ত্রের মামলা দিয়ে দিতেন। এটাকে গণতন্ত্র বলে না।
তিনি আরও বলেন, ২০১৪-১৮ ও ২৪ সালে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারিনি, ভোট দিতে গেলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ বাধা দিয়ে বলতেন ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আমি একজন এমপি ছিলাম, আমি একজন সংসদ সদস্য হয়েও আমি আমার নিজের ভোটটা পর্যন্ত দিতে পারিনি। অথচ ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ ইজ্জত উল্লাহ, একই অঞ্চলের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।